Pages

Pages

১৩ জুল, ২০১১

বিশেষ ঈদ অফার : হেকীম ছাহেবের দরবারে অগ্রিম বুকিং চলছে!



নানান ব্যস্ততা আর দৈনন্দিন ঝুটঝামেলায় ব্লগিং করা আর হয়ে উঠে না। তবে সরকারের তরফ থেকে যে হারে একের পর এক খুশির সংবাদ আসছে, তাতে দুকথা না লিখেও ঠিক স্বস্তি পাই না। এই ধারাবাহিকতায় সর্বশেষ সুসংবাদটি অনেকেরই জানা। খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ২০ আসামিকে বিশেষ ক্ষমায় এমনকি দু-চার বছরের জেলও নয়, পুরোপুরিই মুক্ত করে দিয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ! এর আগে চারটি দুর্নীতির মামলায় ১৮ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাব আকবরের সাজা মওকুফ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। কে না জানে, এই সবকিছুই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পূর্ব লক্ষণ।
ওদিকে এতো সব সুসংবাদের মাঝেও কতিপয় ব্যক্তি বাজে বকে যাচ্ছেন দেখে ভীষণ রাগ লাগছে!




প্রথম প্রকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন