Pages

Pages

১৪ জুল, ২০১১

তোমাকেই খুঁজছে কারাগার

ইভটিজিং কেন কমে না? অনেকগুলো কারণের মধ্যে একটি হল- ইজটিজিং প্রতিরোধ বিষয়ক লেখাগুলো খুব দুর্বোধ্য হয়ে থাকে। সাধারণ পাঠক করণীয় কী - সহজে বুঝে উঠতে পারে না। এক চিমটি 'ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা'র পাশাপাশি আধপোয়া সামাজিক মূল্যবোধের মিশেল, সঙ্গে 'আর কতকাল এই ঘৃণ্য অপতৎপরতা চলিবে' শীর্ষক মধ্যবিত্তসুলভ উপসংহার টেনে ইভটিজিং সংক্রান্ত আমাদের যাবতীয় রচনা শেষ হয়।

যা হোক, ইভটিজিং সবসময়ই আসলে খারাপ নয়, তাতেও আছে আকর্ষণীয় সব পুরস্কারের হাতছানি, লোভনীয় সব অফার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর ইভটিজারের জন্য বাংলাদেশের প্রতিটি থানায় এখন নিম্নোক্ত সুবিধাগুলো অফার করা হচ্ছে। যদিও পুলিশের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রকৃত ইভটিজাররা এখন ওইসব সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছে।








কাজেই তোমার আশেপাশের পরিচিত-অপরিচিত বখাটের নাম-ঠিকানাসহ এসএমএস করো আজই অথবা সরাসরি চলে এসো নিকটস্থ থানায়।

[পূর্ণ রেজ্যুলেশনে দেখার জন্য ছবির ওপর ক্লিক করুন]
বড়ো আকারে
প্রথম আলোর রস+আলোতে প্রকাশিত পুরো চিত্রটা বড়ো আকারে একসঙ্গে দেখতে চাইলে ক্লিক করতে হবে ঠিক এইখানে

সংযুক্তি :
ই-প্রথম আলো  |  সামহোয়্যারইন ব্লগ  |  ব্লগার আজাদ আল্-আমীনের পোস্ট
প্রকাশকাল :

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন