বাংলাদেশে বিকল্প ভাবনার মূল ও প্রধান উৎসই এখন ব্লগ। বিভিন্ন সময়ে
ব্লগ থেকে পাওয়া মতামত এবং বিশ্লেষণ প্রকাশিত হয়েছে দেশের প্রায় সবকটি
পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে। ধীরে ধীরে ব্লগ হয়ে উঠছে বিজ্ঞাপন প্রচারের
নতুন ক্ষেত্র। সেই সঙ্গে ব্লগকেন্দ্রিক চাকরির বাজারও প্রসারিত হচ্ছে আস্তে
আস্তে। বাইরে ইনফোগ্রাফিক্সের (গ্রাফিক্সের সঙ্গে তথ্যের সমাবেশ) চল
বহুদিন ধরে থাকলেও বাংলাদেশে সেরকম কিছু দেখা যায় না - না অনলাইন, না
অফলাইনে। সেদিকটা ভেবে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে একটা কাজ করার চেষ্টা করলাম। সঙ্গে একপলক দেখা যাক কথায়ও -
■ টুইটারের মতো মোবাইলভিত্তিক একটি সেবা আওয়াজের সদস্যসংখ্যা ৩০,০০০+
■ গত পাঁচ বছরে বাংলা ব্লগ নিয়ে গবেষণা প্রবন্ধ রচিত হয়েছে ৩০+
২০০৬
বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার যাত্রা শুরু ২০০৬ সাল থেকে।
১,০০,০০,০০০
এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত অন্তত ১ কোটি বাংলাভাষী মানুষ।
২০,০০,০০০
বাংলাভাষী ফেসবুক ইউজার এখন ২০,০০,০০০। এদের ৫১ ভাগই ১৮ থেকে ২৪ বয়সী তরুণ।
১,২০,০০০+
বাংলাদেশে এই মুহূর্তে মোট ব্লগার ১,২০,০০০+
৮০,০০০
কেবল সামহোয়্যারইনেই ব্লগার এখন ৮০,০০০।
৩০,০০০+
■ বাংলা ব্লগগুলোতে প্রতিদিন পেইজভিউ ৩০,০০০+■ টুইটারের মতো মোবাইলভিত্তিক একটি সেবা আওয়াজের সদস্যসংখ্যা ৩০,০০০+
১০,০০০+
গুগলপ্লাসে বাংলাভাষী ইউজার ১০,০০০+
১০০+
গত ছয় বছরে ব্লগারদের মুদ্রিত বই বেরিয়েছে ১০০+
৩০+
■ বাংলাভাষী কমিউনিটি ব্লগ প্লাটফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ৩০+■ গত পাঁচ বছরে বাংলা ব্লগ নিয়ে গবেষণা প্রবন্ধ রচিত হয়েছে ৩০+
১০+৫
গত পাঁচ বছরে বাংলা ব্লগভিত্তিক জনসচেতনামূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে অন্তত ১০টি। প্রতিবাদী উদ্যোগ ছিল কমপক্ষে ৫টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন