Pages

Pages

৩ অক্টো, ২০১১

কম্পিউটারে সিনেমা দর্শন

সিনেমা হলে দর্শক কমে যাচ্ছে—এ নিয়ে সংস্কৃতি অঙ্গনে হা-হুতাশের শেষ নেই। সিনেমা চলাকালে দর্শকের চাহিদামতো ‘পজ’ কিংবা ‘রিওয়াইন্ড-ফরওয়ার্ডের’ সুবিধা না থাকা এর অন্যতম কারণ। অন্ধকার গৃহে ঢোকামাত্রই প্রতিটি দর্শক একেকজন সাংস্কৃতিক কয়েদি হয়ে উঠেন। এমনকি জরুরি প্রয়োজনে হল থেকে বেরুনোর পথও কুসুমাস্তীর্ণ নয়, ১০ মিনিটের বিরতিটা ছাড়া। প্রযুক্তিময় এই সময়ে সিনেমা হলের বিকল্প হয়ে উঠেছে কম্পিউটারের হার্ডডিস্ক। যদিও তাতে সিনেমা ভরা যতোটা সহজ, দেখা অতোটা নয়। বলা ভালো, এটা বিশেষ ঝক্কির ব্যাপার। টানা দেড় কিংবা তিন ঘন্টা মনোযোগ রাখা অনেকের পক্ষে কষ্টকর, অসহনীয়ও বটে। ঠিক এই সময়েই আবার হাতছানি দিয়ে ডাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ। ফলে হলে গিয়ে যে ছবি দেড় কি তিন ঘন্টায় দেখে ফেলা যায়, কম্পিউটারের সামনে বসে সেই একই ছবি দেখতে ক্ষেত্রবিশেষে দেড় কি তিন দিন লেগে যায়। কীভাবে? দেখা যাক সেটাই—


সংযুক্তি
ই-প্রথম আলো
প্রকাশকাল : ৩ অক্টোবর ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন