Pages

Pages

১৪ জুল, ২০১১

জীবন বোতলময়

জীবন যে ফুলশয্যা নহে তার মীমাংসা হয়েছে আগেই। জীবন নিঃসন্দেহে দুঃখময়, আবার একে বোতলময় বললেও খুব একটা অত্যুক্তি হয় না। জীবনের পুরো চক্রটিই যেন বোতলে-বোতলে পূর্ণ। শৈশব শুরু হয় দুধের বোতল দিয়ে, কৈশোরে কোমল পানীয়র বোতল। যৌবন পার হয় কর্মক্ষেত্রে বসের গায়ে তেলের বোতল ঢেলে আর প্রসাধনী-রূপচর্চার বোতল খালি করে। আর শেষ বয়সের সঙ্গীও ওই বোতলই—কখনো স্যালাইনের, কখনো বা ওষুধের।


সংযুক্তি :
ই-প্রথম আলো  |  প্রথম আলো ওয়েব
প্রকাশকাল :

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন