বিএনপি নেত্রী খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়া গত বছরের নভেম্বরে যে অবিস্মরণীয় নাটক তৈরি হয়েছিল, তার প্রতিক্রিয়ায় আমি একটি বিদ্রুপাত্মক ক্যারিকেচার তৈরি করেছিলাম। ওই বছরের ২২ নভেম্বর যা ছাপা হয়েছিল প্রথম আলোর রস+আলোয়। একইদিন ব্লগেও একটি পোস্ট দিয়েছিলাম। সবমিলিয়ে এটা নিয়ে পাঠকের বিস্তর প্রতিক্রিয়া পেয়েছিলাম ইমেইল ও ফেসবুকে। এটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে ক্যারিকেচারে বাবার ছবি আসায় আনন্দিত হয়ে একটি হাই রেজুলেশন ভার্সন প্রিন্ট করে বাঁধিয়ে রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রথম আলো অফিসে এসে। সাধারণভাবে মুগ্ধ পাঠক যেরকম প্রতিক্রিয়া জানান আর কি!
ঘটনা শুরু এরপর। ক্যারিকেচারটি ছাপা হওয়ার সপ্তাহকয়েক পর খাগড়াছড়ি থেকে আমার এক শুভানুধ্যায়ী জানান, সেখানে তিনি পোস্টার আকারে আমার ক্যারিকেচারটি দেখেন দেয়ালে দেয়ালে, তবে বেশ খানিকটা বিকৃত ও পরিবর্তিত রূপে। আমার এক সহকর্মীর কাছ থেকে শুনি, তেজগাঁও এলাকার দিকে দেয়ালে একইরকম পোস্টার তিনিও দেখেছেন। আমি বিস্ময় মানি। অনুমান করতে অসুবিধা হয় না, কাজটা আওয়ামী লীগেরই। ঢাকা ছাড়িয়ে সুদূর খাগড়াছড়ি পর্যন্ত যেহেতু পৌঁছে গেছে, বোঝা যায় নিশ্চিত কয়েক লাখ ছাপা হয়েছে ওই পোস্টার। এর বাইরে একই জিনিস নিয়ে পোস্টারের আরেকটি ভার্সনও দেখলাম এক জায়গায়।
আগে জানলে বিষয়টা নিয়ে লিখছি কেন এতোদিন পর - প্রশ্ন জাগা স্বাভাবিক। লেখার কারণ একটি সংবাদ। আজ অন্য একটি বিষয় খুঁজতে গিয়ে সার্চ ইঞ্জিন গুগলে পেলাম লিংকটি। গত বছরের ৩ ডিসেম্বরের দৈনিক আমাদের সময়ে প্রকাশিত সংবাদটি এরকম-
বাংলা সিনেমার আদলে খালেদা জিয়ার বাড়ি নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার
আবুল বাশার নূরু
জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারটি কারা প্রকাশ-প্রচার করেছে তা লেখা হয়নি। গতকাল রাজধানীর তেজগাঁও থানার প্রবেশ গেটে বেশ কয়েকটি পোস্টার দেখা গেছে। পথচারী ও যানজটে আটকেপড়া যানবাহন যাত্রীদের অনেককে কৌতূহল নিয়ে পোস্টারের লেখা পড়তে দেখা যায়। পোস্টারটি ছাপানো হয়েছে বাংলা সিনেমার পোস্টারের আদলে । এতে লেখা হয়েছে, ‘আসিতেছে, আসিতেছে, বিএনপি পরিবেশিত, দেলোয়ার-ফখরুল- মওদুদ নিবেদিত’ ‘ঘর আমার ঘর’ when left the house, পোস্টারটির নিচের অংশে লেখা হয়েছে, ‘পরবর্তী আকর্ষণ’ ‘আমি বাস্তহারা’।
আমার মূল ক্যারিকেচার আর আমাদের সময়ে প্রকাশিত সংবাদের তুলনা করলে বোঝা যায়, ক্যারিকেচারে যেসব আওয়ামী লীগ নেতার নাম ও ছবি দিয়েছিলাম, সেগুলো মুছে বিএনপি নেতাদের নাম ও ছবি বসানো হয়েছে। বিকৃতি যাকে বলে। কাজটা, নিশ্চিতভাবেই ভালো করেনি আওয়ামী লীগ!
প্রথম প্রকাশ
0 মন্তব্য