দি নিউ বেঙ্গল স্টিম লন্ড্রি


 
বাংলাদেশের তুমুল তরুণদের হাতে কুলীন নিউজিল্যান্ডের নাকাল হওয়াতে খুশি হননি এমন বাংলাদেশী নেই বোধহয়, থাকলেও খুবই হাতেগোনা হবে। ধবলধোলাইয়ের শিকার হওয়া নিউজিল্যান্ড ক্রিকেটারদের এইরকম দুরবস্থার নেপথ্যে কী ছিল? এইসব নিয়ে একটি পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছিলাম বেশ কিছুদিন আগে।

ছবিতে দেখছেন হ্যাঙ্গারে ঝোলানো ড্যানিয়েল ভেট্টোরি, ক্লিপ দিয়ে দড়ির সঙ্গে আটকানো ম্যাককুলাম ভ্রাতৃদ্বয় ছাড়াও ক'জন মারকুটে নিউজি ক্রিকেটারকে।  কাছেই হাস্যোজ্জল সাকিব-আল হাসান। হাতে সেই ম্যাজিক- বাংলাওয়াশ! দি নিউ বেঙ্গল স্টিম লন্ড্রির একটি পণ্য। নিমেষেই যা করে তোলে ধবধবে সাদা। ছবিটি বড়ো আকারে দেখতে পাবেন এইখানে



সংযুক্তি :
ই-প্রথম আলো  |  সামহোয়্যারইন ব্লগ
প্রকাশকাল :

Tags: , , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply