দীনহীন ফিউশন ফাইভের ব্লগ : গুণে গুণে পাঁচ লাখ!


কারো যদি মনে হয় আমি মূলত হিটের জন্যই লিখি, তাকে দোষ দেওয়া যায় না। কারণ কথাটা সর্বাংশে সত্যি। যদি হিটের জন্যই না লিখতাম, তাহলে এমএস ওয়ার্ডে টাইপ করে লেখাগুলো ডেস্কটপে সাজিয়ে রাখতাম অথবা ব্লগস্পটের কোণায় পাঠকের আশায় ভার্চুয়াল যোগব্যায়ামে বসতাম।

ফিউশন ফাইভ লিখে গুগল করলে লাখখানেকের মতো ফলাফল আসে এখন। আর শুধু ফিউশন লিখলে বিখ্যাত নিউক্লীয় ফিউশনের সঙ্গে চলে ইঁদুর-বিড়াল খেলা। বহু ঘটনা, বহু রটনা। কান্না-হাসি-আনন্দ-বেদনা। চলছেই...

 
ব্লগারদের কাছে ঋণী থেকেছি বরাবর, ঋণী হয়েই থাকলাম। ধন্যবাদ, প্রিয় ব্লগার! আছি কাছাকাছি...


প্রথম প্রকাশ

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply