রেলের কালো বিড়াল!

[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই রেলের কালো বিড়ালটিকে খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত। তারপর দিন গেল, মাস যায়—সেই কালো বিড়াল আর ধরা পড়ে না। কোথায় ঘাপটি মেরে ছিল কে জানে! শেষমেশ কালো বিড়াল ধরার কৃতিত্ব মন্ত্রীর পকেটে নয়, গেল রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুকের গাড়িচালকের পকেটে। তার সৌজন্যে টাকার বস্তাসহ জিগাতলায় মন্ত্রীর বাসার দিকে ধাবমান কয়েকটি কালো বিড়ালকে শনাক্ত করা সম্ভব হল অবশেষে। আর এও জানা গেল কালো বিড়াল একটি-দুটি নয়, একাধিক এবং আছে বড়োসড়ো বিড়ালও!

সংযুক্তি
প্রথম আলো অনলাইন  □  ই-প্রথম আলো
ফেসবুক ফ্যান পেইজ

প্রকাশকাল : ১৬ এপ্রিল ২০১২

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply