সাইট পুনরুদ্ধার করেছে র‌্যাব, তবে গুরুত্বপূর্ণ ডাটাবেজ ক্ষতিগ্রস্থ!

আপডেট : রাত ৩:১০
এইমাত্র র‌্যাবের ওয়েবসাইট আবার ফিরেছে স্বরূপে। এর মাধ্যমে ২৪ ঘন্টারও বেশি সময়ের রুদ্ধশ্বাস একটি ঘটনার পরিসমাপ্তি ঘটল। তবে লক্ষ্য করবেন তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ এরর মেসেজ আসছে- error in selecting the databaseError : 1049 Unknown database 'rab_db'error in selecting the databaseError : 1049 Unknown database 'rab_db'

------
আপডেট : রাত ২:২০
বাংলাদেশী হ্যাকারদের আক্রমণ প্রতিহত করতে না পেরে র‌্যাব অবশেষে নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। আগের ইনডেক্স পেইজটি এখন আর আসছে না। তার বদলে "ফেইলড টু কানেক্ট" শিরোনামের একটা এরর মেসেজ আসছে। কয়েক ঘন্টা আগের ঘটনা এটি। প্রথম আলোতে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আজ]  ।


----
প্রথম আলোর খবর
হ্যাকারের আক্রমণে
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের দাপ্তরিক ওয়েবসাইট হ্যাকারের আক্রমণের শিকার হয়েছে। ফলে গত বৃহস্পতিবার রাত থেকে র‌্যাবের এ ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ওয়েবসাইটে হ্যাকার নিজেকে শাহী মির্জা দাবি করে লিখেছেন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন না করে সরকার সাইবার অপরাধ দমন আইন করেছে। বিষয়টি র‌্যাব কর্তৃপক্ষ জানার পর ওয়েবসাইটটি পুনরুদ্ধারের জন্য তা আপাতত বন্ধ দিয়েছে। এ ব্যাপারে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, কারা এ কাজ করেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।-নিজস্ব প্রতিবেদক

----
ব্রেকিং নিউজ : RAB এর ওয়েবসাইট হ্যাকড! (আপডেটেড)
আজ রাত থেকে সকাল পর্যন্ত আরো ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হতে পারে
----
প্রথম প্রকাশ  |  দ্বিতীয় প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply