৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০০
লেখক বলেছেন: তা কেন হবে? এটা একটা ভার্চুয়াল আড্ডার মতো হবে ভাবছি।
২. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০০
অ্যামাটার বলেছেন: প্রথম প্রশ্ন: ইন্ট্রোডিউস ইউরসেল্ফ...
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০১
লেখক বলেছেন: ফান কৈরো না। ভালো প্রশ্ন থাকলে করো।
৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০১
আরিফ থেকে আনা বলেছেন: উনি কি খুবি নামকরা কেউ? তাহলে আমারো কিচু প্রশ্ন আছিল
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৫
লেখক বলেছেন: সহব্লগার হিসেবেই প্রশ্ন করেন।
৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০১
৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৩
ফিউশন ফাইভ বলেছেন: জানার কাছে জানতে চাই, কোনটা বেশি ভালো লাগে আপনার- পাহাড় না সমুদ্র?
৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৯
ফিউশন ফাইভ বলেছেন: অপ্রাসঙ্গিক প্রশ্ন করায় সোনালী ডানার সঙ্খচিল...এর মন্তব্যটা মুছে দিলাম।
৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩
৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: জানাপা ব্লগটাকে নিয়ে আপনারা কিরকম স্বপ্ন দেখেছিলেন ?
কতটুকু সফল হয়েছে স্বপ্নটা ?
কতটুকু সফল হয়েছে স্বপ্নটা ?
৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩০
একজন ব্লগার বলেছেন: জানাপু, আপনারদের সাম্প্রকিত বিদেশ ভ্রমনের কথা তো কিছুই জানা হলো না।
তাছাড়া, দুমাস আগে আপনার মেইলের রিপ্লাইয়ে আমি আপনাকে বেশ কয়েকটি মেইল করেছি। সেগুলোর রিপ্লাই এখনও পাইনি।
লুকালকে টেনকু এইরকম একটা আয়োজনের জন্য। এখন কউশিখদা এসে না চেচাঁলেই হয়। আগুনের পরশমনি শুধু আমার বলে।
তাছাড়া, দুমাস আগে আপনার মেইলের রিপ্লাইয়ে আমি আপনাকে বেশ কয়েকটি মেইল করেছি। সেগুলোর রিপ্লাই এখনও পাইনি।
লুকালকে টেনকু এইরকম একটা আয়োজনের জন্য। এখন কউশিখদা এসে না চেচাঁলেই হয়। আগুনের পরশমনি শুধু আমার বলে।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৭
লেখক বলেছেন: জানার কাছে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলোও জানতে চাই।
১০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩১
সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: "ফিউশন ফাইভ বলেছেন: অপ্রাসঙ্গিক প্রশ্ন করায় সোনালী ডানার সঙ্খচিল...এর মন্তব্যটা মুছে দিলাম।"-----
হুমম...
তাইলে একটা অপ্রাসঙ্গিক গল্প কৈ:
মোল্লা নাসিরুদ্দি আর একবন্ধু গেল এক দাওয়াতে, বন্ধুর আর্থিক অবস্থা তেমন ভাল না, তাই মোল্লার পোশাক পরে গেল, উপস্থিত সবার সামনে মোল্লা পরিচয় করিয়ে দিল, ও আমার বন্ধু তবে ওর গায়ের পোশাকটা, সেটা কিন্তু আমার!
ফেরার পর বন্ধু বলল, এভাবে কি অপমান না করলে হত না?
মোল্লা উত্তর দিল, আচ্ছা,আরবলব না!
পরের দিন আবার দাওয়াত, আবার মোল্লা পরিচয় করিয়ে দিল, আমার বন্ধু, তবে ওর পোশাকটা কিন্তু ওর নিজেরই!!
ফারার পর বন্ধু বলব, কথাটা কি বলতেই হত?
মোল্লা জিজ্ঞেস করল, তাহলে কি করব? বন্ধু বলল, পোশাকের বেপারে কোন কথা না বললেই খুশি হব।
যাক, পরেরদিন রাজ দরবারে দাওয়াত। মোল্লা পরিচয়ে করাচ্ছেন, এইযে হল আমার বন্ধু, তবে ওর গায়ে যে পোশাকটা আছে,সে সম্বন্ধে কোনও কথা না বলাই ভাল!!!
হুমম...
তাইলে একটা অপ্রাসঙ্গিক গল্প কৈ:
মোল্লা নাসিরুদ্দি আর একবন্ধু গেল এক দাওয়াতে, বন্ধুর আর্থিক অবস্থা তেমন ভাল না, তাই মোল্লার পোশাক পরে গেল, উপস্থিত সবার সামনে মোল্লা পরিচয় করিয়ে দিল, ও আমার বন্ধু তবে ওর গায়ের পোশাকটা, সেটা কিন্তু আমার!
ফেরার পর বন্ধু বলল, এভাবে কি অপমান না করলে হত না?
মোল্লা উত্তর দিল, আচ্ছা,আরবলব না!
পরের দিন আবার দাওয়াত, আবার মোল্লা পরিচয় করিয়ে দিল, আমার বন্ধু, তবে ওর পোশাকটা কিন্তু ওর নিজেরই!!
ফারার পর বন্ধু বলব, কথাটা কি বলতেই হত?
মোল্লা জিজ্ঞেস করল, তাহলে কি করব? বন্ধু বলল, পোশাকের বেপারে কোন কথা না বললেই খুশি হব।
যাক, পরেরদিন রাজ দরবারে দাওয়াত। মোল্লা পরিচয়ে করাচ্ছেন, এইযে হল আমার বন্ধু, তবে ওর গায়ে যে পোশাকটা আছে,সে সম্বন্ধে কোনও কথা না বলাই ভাল!!!
১১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩১
ফিউশন ফাইভ বলেছেন: পরিবার, ব্যবসা কিংবা ব্লগ পরিচালনা- এতোসব কাজ আপনি কিভাবে সামলান? পরিবারে সময়টা বোধহয় কমই দেন, তাই কি? কোথাও কোথাও ঘাটতি নিশ্চয়ই থাকে। এক্ষেত্রে ভালোলাগা-মন্দলাগার বিষয়গুলো কি একটু বলবেন?
১২. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
নিঃসঙ্গ বলেছেন: আচ্ছা জানাপু আপনি কি সব সময় সাজানো রিক্সায় চলা ফেরা করেন
১৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৮
লুলুপাগলা বলেছেন: হাউ মেনি পেডি - হাউ মেনি রাইস?
১৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০
একরামুল হক শামীম বলেছেন: লুলুপাগলা বলেছেন: হাউ মেনি পেডি - হাউ মেনি রাইস?
১৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪২
ওয়ার হিরো বলেছেন: জানাপু ডরাইছে!!! এত প্রশ্ন দেইখা।
১৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
রাগ ভৈরবি বলেছেন: কি ধরনের গান শুনতে পছন্দ করেন । আর কখন শোনেন গান ?
১৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬
সুশীল সমাজ বলেছেন: জ়ানাপু, আমার জানামতে অনেকের নিক মুক্তি দিছেন। আমার "ক্যাচাল" নিক টা রে মুক্তি দেওয়া যায় না?
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:০০
লেখক বলেছেন: ব্লগসম্পর্কিত ব্যক্তিগত প্রশ্নগুলো থাক। বাকি বিষয় নিয়েই প্রশ্ন হোক এ দফায়।
১৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৯
জানা বলেছেন:
সেটা একটা সময় ছিল, যখন এ,দেশে ইন্টারনেটের ব্যবহার খুবই স্বল্প ছিল। আর পৃথিবীজুড়ে ইন্টারনেটে বাংলাভাষার ব্যবহার ও চর্চ্চার বিষয়টিতো ছিল স্বপ্নই। সেসময় কেবলমাত্র বাংলাভাষাকে ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া, বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাঙালীর মায়ের ভাষায় লেখালিখি, মনের কথা মনের মত করেই প্রকাশের একটি মাধ্যম তৈরী করে দেয়ার লক্ষ্যে এই বাংলাব্লগের জন্ম। স্বপ্ন দেখে যাচ্ছি, ব্লগটি পৃথিবীময় হবে এবং বাংলাভাষার চর্চ্চা প্রসারিত হবে।
সফলতা? তাতো অনকটাই। দেখুন> statistics
সেটা একটা সময় ছিল, যখন এ,দেশে ইন্টারনেটের ব্যবহার খুবই স্বল্প ছিল। আর পৃথিবীজুড়ে ইন্টারনেটে বাংলাভাষার ব্যবহার ও চর্চ্চার বিষয়টিতো ছিল স্বপ্নই। সেসময় কেবলমাত্র বাংলাভাষাকে ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া, বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাঙালীর মায়ের ভাষায় লেখালিখি, মনের কথা মনের মত করেই প্রকাশের একটি মাধ্যম তৈরী করে দেয়ার লক্ষ্যে এই বাংলাব্লগের জন্ম। স্বপ্ন দেখে যাচ্ছি, ব্লগটি পৃথিবীময় হবে এবং বাংলাভাষার চর্চ্চা প্রসারিত হবে।
সফলতা? তাতো অনকটাই। দেখুন> statistics
১৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৩
জানা বলেছেন: উত্তরটা ছিল বি. মা. র জন্য।
২০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: পোস্ট ড্রাফট করার টাইম হৈছে মনে হয় ।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৯
লেখক বলেছেন: কেন?
২১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১০
বিষাক্ত মানুষ বলেছেন: উত্তর না দেখেই কমেন্টটা করে ফেলসি ।
আপনার দেয়া লিংকে দেখলাম
27 poland 2314%
এর মানে কি !!!!
পোল্যান্ড থেকে কি আর কেউ ব্লগায় ! নাকি আমি একাই একশ ?????
আপনার দেয়া লিংকে দেখলাম
27 poland 2314%
এর মানে কি !!!!
পোল্যান্ড থেকে কি আর কেউ ব্লগায় ! নাকি আমি একাই একশ ?????
২২. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৩
২৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৪
জানা বলেছেন:
বিদেশ ভ্রমন নিয়ে লেখার ইচ্ছা আছে। সুযোগ করে শুরু করবো। এশিয়া আর ইউরোপের প্রায় ১৬টি দেশ আমার দেখা হয়েছে। তার মধ্য থাইল্যান্ড ১০/১২বার, মালায়শিয়া ৩বার, ডেনমার্ক ৩বার এবং নরওয়ে ১৫বার গিয়েছি। তাই এ,গুলো নিয়েই আগে লেখা শুরু করবো। @একজন ব্লগার , @ফিউশন ফাইভ।
বিদেশ ভ্রমন নিয়ে লেখার ইচ্ছা আছে। সুযোগ করে শুরু করবো। এশিয়া আর ইউরোপের প্রায় ১৬টি দেশ আমার দেখা হয়েছে। তার মধ্য থাইল্যান্ড ১০/১২বার, মালায়শিয়া ৩বার, ডেনমার্ক ৩বার এবং নরওয়ে ১৫বার গিয়েছি। তাই এ,গুলো নিয়েই আগে লেখা শুরু করবো। @একজন ব্লগার , @ফিউশন ফাইভ।
২৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৬
সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: @আপা: স্বদেশ ভ্রমনের কথা এবার একটু শুনতে চাই...
২৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৮
হাসিব মাহমুদ বলেছেন: আমার প্রশ্ন - আমি কেন ব্যান ?
২৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩০
সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: তাছাড়া,
আপনার প্রিয় ডিশ, প্রিয় মুহুর্ত, প্রিয় ব্যাক্তিত্ব, প্রিয় শিল্পী, প্রিয় অভিনেতা/অভিনেত্রী, প্রিয় মুভি, প্রিয় পাসটাইম, প্রিয় পোশাক, প্রিয় স্থান...এসব ...ও জানতে চাই।
আপনার প্রিয় ডিশ, প্রিয় মুহুর্ত, প্রিয় ব্যাক্তিত্ব, প্রিয় শিল্পী, প্রিয় অভিনেতা/অভিনেত্রী, প্রিয় মুভি, প্রিয় পাসটাইম, প্রিয় পোশাক, প্রিয় স্থান...এসব ...ও জানতে চাই।
২৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৫
রাতমজুর বলেছেন: মেয়ে কিন্নরী আর ব্লগ, কাকে বেশি ভালোবাসেন?
২৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৫
লাল পিপড়া বলেছেন: আপনে ঠিক কোন দেশি ? একেকবার দেকি এক এক অন্চলের ভাষায় কমেন্ট দেন । অবশ্যি আমার ক্যান জানি মনে হয় আমনে নোয়াখাইল্যা
২৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৯
জানা বলেছেন:
রুটিন আমার খুব পছন্দ। এটা আমার মায়ের কাছে পাওয়া। উনিও অনেক কম বয়স থেকেই একসাথে অনেক কিছুই সুষ্ঠুভাবে সামলেছন। পরিবার আমার প্রিয় যায়গা। পরিবারের জন্য সময় এবং মনোযোগ কোনটারই ঘাটতি তেমন হয়না আমার। পারিবারিক সবটাই ভাললাগে। ভাললাগেনা, আমার সাড়ে চার বছর বয়সের মেয়ের কাছ থেকে ' তুমি আজ মিটিংএ যেও না' শুনতে। মন খারাপ হয়ে যায়।
রুটিন আমার খুব পছন্দ। এটা আমার মায়ের কাছে পাওয়া। উনিও অনেক কম বয়স থেকেই একসাথে অনেক কিছুই সুষ্ঠুভাবে সামলেছন। পরিবার আমার প্রিয় যায়গা। পরিবারের জন্য সময় এবং মনোযোগ কোনটারই ঘাটতি তেমন হয়না আমার। পারিবারিক সবটাই ভাললাগে। ভাললাগেনা, আমার সাড়ে চার বছর বয়সের মেয়ের কাছ থেকে ' তুমি আজ মিটিংএ যেও না' শুনতে। মন খারাপ হয়ে যায়।
৩০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪২
৩১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৫
৩২. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
তারার হাসি বলেছেন: ভাল উদ্যোগ। দুজনকেই জানাই শুভেচ্ছা , জানা এবং পোস্টদাতাকে ।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫১
লেখক বলেছেন: প্রশ্ন করুন আপনার যা ইচ্ছা।
৩৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৬
৩৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৭
সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: "জানা বলেছেন:......... স্বপ্ন দেখে যাচ্ছি, ব্লগটি পৃথিবীময় হবে এবং বাংলাভাষার চর্চ্চা প্রসারিত হবে।
সফলতা? তাতো অনকটাই।"
সফলতা? তাতো অনকটাই।"
৩৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১১
ফিউশন ফাইভ বলেছেন: বাইরে থেকে আমরা যতোটুকু দেখি, আরিলের সঙ্গে আপনার বেশ একটা সুখী জীবন। এটা কী করে সম্ভব হল? আরিলের সঙ্গে পরিচয় কিভাবে হল? প্রণয়ইবা কিভাবে ঘটল? এসব নিয়ে কিছু বলা যায়? অবশ্য বেশি ব্যক্তিগত মনে হলে উত্তর দেওয়ার দরকার নেই।
৩৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৫
হাসিব মাহমুদ বলেছেন:
আমার প্রশ্নটা মনে হয় উনার চোখ এড়ায় গেছে । আবার করি ।
প্রশ্নটা ছিলো আমি ব্যান কেন ?
সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো, বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসী ব্লগাররা ব্যান খায় আবার যথারীতি আনব্যানও হয় । কিন্তু আমি কি এমন অপরাধ করলাম যে আমি গত একবছর ধরে ব্যান । কোন সমস্যাতে কোন উত্তর পাওয়া যায় না বলে এইখানে জিগাইলাম । শুনতে পাই, কতিপয় সুবিধাপ্রাপ্ত ব্লগারের কোপানলে পড়ে আমার এই দশা । বিষয়টা কি সত্য?
আমার প্রশ্নটা মনে হয় উনার চোখ এড়ায় গেছে । আবার করি ।
প্রশ্নটা ছিলো আমি ব্যান কেন ?
সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো, বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসী ব্লগাররা ব্যান খায় আবার যথারীতি আনব্যানও হয় । কিন্তু আমি কি এমন অপরাধ করলাম যে আমি গত একবছর ধরে ব্যান । কোন সমস্যাতে কোন উত্তর পাওয়া যায় না বলে এইখানে জিগাইলাম । শুনতে পাই, কতিপয় সুবিধাপ্রাপ্ত ব্লগারের কোপানলে পড়ে আমার এই দশা । বিষয়টা কি সত্য?
৩৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৪
ফিউশন ফাইভ বলেছেন: এটা খুবই দুঃখজনক যে, দুনিয়ায় এতো কিছু থাকতে আপনি কবিতা লিখেন। ব্লগের বাইরে আপনি কাদের কবিতা পড়তে পছন্দ করেন? দেশের বা বিদেশের কোন্ কোন্ কবি আপনার প্রিয়?
৩৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৬
একজন ব্লগার বলেছেন: আমারও একই প্রশ্ন। আমার একটা প্রশ্নও আপুর চোখ এড়িয়ে গেছে তাই আবার বলছি।
জানাপু, আপনি মেইল করে আমাকে অনুরোধ করেছিলেন কালপুরুষকে আর না খোচাতেঁ। আমি আপনার কথা রেখেছি। বিনিময়ে বলেছিলাম আমার কতবত আর প্রলয় হাসান নিকদুটোকে আনব্যান করে দিতে। কিন্তু আপনি আমার কথা রাখেননি। কেন জানতে পারি?
জানাপু, আপনি মেইল করে আমাকে অনুরোধ করেছিলেন কালপুরুষকে আর না খোচাতেঁ। আমি আপনার কথা রেখেছি। বিনিময়ে বলেছিলাম আমার কতবত আর প্রলয় হাসান নিকদুটোকে আনব্যান করে দিতে। কিন্তু আপনি আমার কথা রাখেননি। কেন জানতে পারি?
৩৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৩০
হাসিব মাহমুদ বলেছেন:
i see, তারমানে জানা গেলো ব্লগার "জানা" বিশেষ বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্লগারদের হয়ে অন্য ব্লগারদের অনুরোধ করেন ! এইজন্যই হয়তো লোকে বলে যাহা রটে তাহাতো কিছুটা বটে !
জানার কাছ থেকে আমার প্রশ্নগুলোর উত্তর আশা করছি ।
i see, তারমানে জানা গেলো ব্লগার "জানা" বিশেষ বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্লগারদের হয়ে অন্য ব্লগারদের অনুরোধ করেন ! এইজন্যই হয়তো লোকে বলে যাহা রটে তাহাতো কিছুটা বটে !
জানার কাছ থেকে আমার প্রশ্নগুলোর উত্তর আশা করছি ।
৪০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪১
ফিউশন ফাইভ বলেছেন: সময়ের কারণে বোধহয় একটু গ্যাপ পড়ে গেল সাক্ষাৎকারে। কালকে বাকি প্রশ্নগুলো করা হবে। অন্য ব্লগাররাও জানার কাছে এখানে প্রশ্ন রেখে যেতে পারেন।
৪১. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৮
নিরক্ষর বলেছেন: জানাপু কি খুব ব্যাস্ত? প্রশ্নগুলোর (ব্লগারদের) উত্তর গুলো পেলে ভাল লাগত।
৪২. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭
এস্কিমো বলেছেন: জানার কাছে প্রশ্ন, আপনার কি কোন বন্ধু অটোয়া থাকে?
৪৩. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩২
বিগব্যাং বলেছেন: আমি কেনো ব্যান?
৪৪. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
জানা বলেছেন:
@একজন ব্লগার, (প্রলয়) ব্যক্তিআক্রমণ করে কোন কোন ব্লগার আনন্দ(!) পান। এমন অনেক নজীর আছে। বয়সের তফাৎটাও তারা মাথায় রাখতে চান না! আর যাকে/যাদের আক্রমণ করা হয়, তাদের কাছে নিশ্চয় বিষয়টা তত মজার নয়। এ,ক্ষেত্রে অনেকগুলো ঘটনার পাশাপাশি একজন বয়োজেষ্ঠ্য ব্লগারকে নিয়ে গুটিকতক ব্লগার যখন এই উপদ্রব চালিয়ে যাচ্ছিলেন তখন আপনার কোন একটা লেখার প্রশংসা করে আপনাকে লেখা ইমইলে আমি অনুরোধটা করেছিলাম। আর এটা আমি কেবল আমার পারিবারিক শিক্ষা থেকেই করেছি। এমন একটি অনুরোধ আপনি রক্ষা করবেন কি না তা আপনার পছন্দের ব্যপার। এখানে বিনিময়ের কোন প্রশ্ন নেই। আরেকটা কথা বলতে চাই, শুধুমাত্র কমেন্টের বাইরেও আমি ব্লগারদের সাথে যোগাযোগ রাখতে পছন্দ করি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যাদের স্বদেশের জন্য আকুতি রয়েছে, এবং সমমনা। যতদুর মনে পড়ে, আমার ইমেইলটি আপনাকে খুশীই করেছিল প্রলয়।
উত্তরটি একইসাথে @ হাসিব মাহমুদ
@একজন ব্লগার, (প্রলয়) ব্যক্তিআক্রমণ করে কোন কোন ব্লগার আনন্দ(!) পান। এমন অনেক নজীর আছে। বয়সের তফাৎটাও তারা মাথায় রাখতে চান না! আর যাকে/যাদের আক্রমণ করা হয়, তাদের কাছে নিশ্চয় বিষয়টা তত মজার নয়। এ,ক্ষেত্রে অনেকগুলো ঘটনার পাশাপাশি একজন বয়োজেষ্ঠ্য ব্লগারকে নিয়ে গুটিকতক ব্লগার যখন এই উপদ্রব চালিয়ে যাচ্ছিলেন তখন আপনার কোন একটা লেখার প্রশংসা করে আপনাকে লেখা ইমইলে আমি অনুরোধটা করেছিলাম। আর এটা আমি কেবল আমার পারিবারিক শিক্ষা থেকেই করেছি। এমন একটি অনুরোধ আপনি রক্ষা করবেন কি না তা আপনার পছন্দের ব্যপার। এখানে বিনিময়ের কোন প্রশ্ন নেই। আরেকটা কথা বলতে চাই, শুধুমাত্র কমেন্টের বাইরেও আমি ব্লগারদের সাথে যোগাযোগ রাখতে পছন্দ করি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যাদের স্বদেশের জন্য আকুতি রয়েছে, এবং সমমনা। যতদুর মনে পড়ে, আমার ইমেইলটি আপনাকে খুশীই করেছিল প্রলয়।
উত্তরটি একইসাথে @ হাসিব মাহমুদ
৪৫. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮
জানা বলেছেন:
@রাগ ভৈরবি, সবধরনের গানই আমার শোনা হয়ে থাকে। তবে, বিশেষ পছন্দ রবীন্দ্রসঙ্গীত ও লালনের গান। সুযোগ পেলেই গান শুনি, কাজের ফাঁকেই।
@রাগ ভৈরবি, সবধরনের গানই আমার শোনা হয়ে থাকে। তবে, বিশেষ পছন্দ রবীন্দ্রসঙ্গীত ও লালনের গান। সুযোগ পেলেই গান শুনি, কাজের ফাঁকেই।
৪৬. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮
জানা বলেছেন:
@রাগ ভৈরবি, সবধরনের গানই আমার শোনা হয়ে থাকে। তবে, বিশেষ পছন্দ রবীন্দ্রসঙ্গীত ও লালনের গান। সুযোগ পেলেই গান শুনি, কাজের ফাঁকেই।
@রাগ ভৈরবি, সবধরনের গানই আমার শোনা হয়ে থাকে। তবে, বিশেষ পছন্দ রবীন্দ্রসঙ্গীত ও লালনের গান। সুযোগ পেলেই গান শুনি, কাজের ফাঁকেই।
৪৭. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪
পারভেজ বলেছেন: সা ইন কি রেভিন্যু জেনারেট করছে? এর ভবিষ্যত পরিকল্পনা কি? ব্লগাররা আর কোন কোন ভাবে এর সাথে জড়াতে পারে? ধন্যবাদ
৪৮. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪
৪৯. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৪
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: @জানা।
ব্লগ লিখছি প্রায় দশ মাস হল। ঠিক পনের আগেও আমি জানতাম যে আপনি সামহোয়ারের গুরুত্বপূর্ণ কেউ একজন। অবশ্য ব্লগার হিসেবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু না। ব্যক্তিগতভাবে আপনাকে এখনও চিনিনা, চিনার ইচ্ছাও নাই।
ব্লগ মডারেশন বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আশা করেছিলাম আপনি/আপনারা কিছু একটা বলবেন। কোন রিসপন্স পাইনি। অবশ্য সবার হাতে আমার মত অফুরন্ত সময় নেই।
ব্লগ লিখছি প্রায় দশ মাস হল। ঠিক পনের আগেও আমি জানতাম যে আপনি সামহোয়ারের গুরুত্বপূর্ণ কেউ একজন। অবশ্য ব্লগার হিসেবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু না। ব্যক্তিগতভাবে আপনাকে এখনও চিনিনা, চিনার ইচ্ছাও নাই।
ব্লগ মডারেশন বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আশা করেছিলাম আপনি/আপনারা কিছু একটা বলবেন। কোন রিসপন্স পাইনি। অবশ্য সবার হাতে আমার মত অফুরন্ত সময় নেই।
৫০. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫
নাঈম বলেছেন: জানা আপু, একটা অনুরোধ আপনার প্রতি।
আমি সামহোয়্যারে রেজিস্ট্রেশন করার সময় আমার নামটা "নাইম" নামে হয়েছে, যদিও আমি সব জায়গায় "নাঈম" লিখি। আমার নামটা কি সংশোধন করে দেয়া যায়?
আমি সামহোয়্যারে রেজিস্ট্রেশন করার সময় আমার নামটা "নাইম" নামে হয়েছে, যদিও আমি সব জায়গায় "নাঈম" লিখি। আমার নামটা কি সংশোধন করে দেয়া যায়?
৫১. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৯
জানা বলেছেন:
@সোনালী ডানার সঙ্খচিল... ,
প্রিয় খাবার: সাধারন সব বাঙলা খাবার।
প্রিয়মুহুর্ত: যখন জানতে পারলাম, আমি একটি কন্যাসন্তানের মা হয়েছি।
প্রিয় ব্যাক্তিত্ব: দু'টো পরিবার ও পরিবারের বাইরের অনেকেই।
প্রিয় শিল্পী, প্রিয় অভিনেতা/অভিনেত্রী, প্রিয় মুভি: অনেক অনেক।
প্রিয় পোশাক: সুতির কাপড়।
প্রিয় স্থান: সংসার।
@সোনালী ডানার সঙ্খচিল... ,
প্রিয় খাবার: সাধারন সব বাঙলা খাবার।
প্রিয়মুহুর্ত: যখন জানতে পারলাম, আমি একটি কন্যাসন্তানের মা হয়েছি।
প্রিয় ব্যাক্তিত্ব: দু'টো পরিবার ও পরিবারের বাইরের অনেকেই।
প্রিয় শিল্পী, প্রিয় অভিনেতা/অভিনেত্রী, প্রিয় মুভি: অনেক অনেক।
প্রিয় পোশাক: সুতির কাপড়।
প্রিয় স্থান: সংসার।
৫২. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৮
জানা বলেছেন:
আরে ভাই, একজন সাধারণ ব্লগারের সাথে কথা বলতে চাওয়ার কারণে ব্লগটিম কখনও কাউকে ব্যান করে নাকি? আমিতো শুনিনি। ব্লগটিম কখনোই অতটা নার্ভাস নন।
@রুবেল শাহ।
আরে ভাই, একজন সাধারণ ব্লগারের সাথে কথা বলতে চাওয়ার কারণে ব্লগটিম কখনও কাউকে ব্যান করে নাকি? আমিতো শুনিনি। ব্লগটিম কখনোই অতটা নার্ভাস নন।
@রুবেল শাহ।
৫৩. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: একজন ব্লগার বলেছেন: "আমারও একই প্রশ্ন। আমার একটা প্রশ্নও আপুর চোখ এড়িয়ে গেছে তাই আবার বলছি।
জানাপু, আপনি মেইল করে আমাকে অনুরোধ করেছিলেন কালপুরুষকে আর না খোচাতেঁ। আমি আপনার কথা রেখেছি। বিনিময়ে বলেছিলাম আমার কতবত আর প্রলয় হাসান নিকদুটোকে আনব্যান করে দিতে। কিন্তু আপনি আমার কথা রাখেননি। কেন জানতে পারি?"
একজন ব্লগারও ব্লগার, কালপুরুষও ব্লগার। যদি তাদের কোন ব্যক্তিগত সমস্য থাকে তা তারা নিজেরাই সমাধান করলে ভাল দেখায়। কালপুরুষ নিজেও একজন ব্লগারকে মেইল করতে পারতো। এক্ষেত্রে কর্তৃপক্ষের একজন হওয়া সত্ত্বেও উপযাজিত হয়ে আপনার কালপুরষের পক্ষ্য হয়ে অনুরোধ করাটা কতোটা নৈতিক। 'একজন ব্লগারে'র আচরণ যদি আপনাদের নীতিমালার বাইরে যেয়ে থাকে তবে তাকে সে অনুযায়ী শাস্তি দিতে পারতেন।
আপনার এই আচরণ কি এ বিষয়টাকে আরও পাকাপোক্ত করেনা যে আপনারা বিশেষ ব্লগারদের প্রতি অতিরিক্ত সহানুভুতিশীল।
জানাপু, আপনি মেইল করে আমাকে অনুরোধ করেছিলেন কালপুরুষকে আর না খোচাতেঁ। আমি আপনার কথা রেখেছি। বিনিময়ে বলেছিলাম আমার কতবত আর প্রলয় হাসান নিকদুটোকে আনব্যান করে দিতে। কিন্তু আপনি আমার কথা রাখেননি। কেন জানতে পারি?"
একজন ব্লগারও ব্লগার, কালপুরুষও ব্লগার। যদি তাদের কোন ব্যক্তিগত সমস্য থাকে তা তারা নিজেরাই সমাধান করলে ভাল দেখায়। কালপুরুষ নিজেও একজন ব্লগারকে মেইল করতে পারতো। এক্ষেত্রে কর্তৃপক্ষের একজন হওয়া সত্ত্বেও উপযাজিত হয়ে আপনার কালপুরষের পক্ষ্য হয়ে অনুরোধ করাটা কতোটা নৈতিক। 'একজন ব্লগারে'র আচরণ যদি আপনাদের নীতিমালার বাইরে যেয়ে থাকে তবে তাকে সে অনুযায়ী শাস্তি দিতে পারতেন।
আপনার এই আচরণ কি এ বিষয়টাকে আরও পাকাপোক্ত করেনা যে আপনারা বিশেষ ব্লগারদের প্রতি অতিরিক্ত সহানুভুতিশীল।
৫৪. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৬
হাসিব মাহমুদ বলেছেন:
কিন্তু আমি কেন ব্যান এইটাতো বললেন না @ জানা ।
আমি ব্যান কি ঐ লোকটার জন্য যার একমাত্র কাজই হলো মেয়েদের ব্লগে গিয়ে ছোকছোক করা ?
আর ঐরকম সুবিধাপ্রাপ্ত ব্লগার হবার রিকয়ারমেন্টটা কি ? আপনিই না একদিন বলেছিলেন এখানে সব ব্লগার সমান বা এরকম কিছু ?
পুনশ্চ : "পারিবারিক শিক্ষা" জাতীয় ফ্রেইজ না ব্যবহার করাই উত্তম মনে হয় । এই পারিবারিক শিক্ষা বিষয়টা ভিন্ন বিতর্ক ও সেটা নিয়ে টানাটানি করলে পরবর্তি আলোচনাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে ।
কিন্তু আমি কেন ব্যান এইটাতো বললেন না @ জানা ।
আমি ব্যান কি ঐ লোকটার জন্য যার একমাত্র কাজই হলো মেয়েদের ব্লগে গিয়ে ছোকছোক করা ?
আর ঐরকম সুবিধাপ্রাপ্ত ব্লগার হবার রিকয়ারমেন্টটা কি ? আপনিই না একদিন বলেছিলেন এখানে সব ব্লগার সমান বা এরকম কিছু ?
পুনশ্চ : "পারিবারিক শিক্ষা" জাতীয় ফ্রেইজ না ব্যবহার করাই উত্তম মনে হয় । এই পারিবারিক শিক্ষা বিষয়টা ভিন্ন বিতর্ক ও সেটা নিয়ে টানাটানি করলে পরবর্তি আলোচনাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে ।
৫৫. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: প্রথম কমেন্টাতে পনের এর পরে 'দিন' শব্দটা মিস হয়েছে।
নির্বাচিত পোস্ট বা সংকলিত পোস্টগুলো কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়? এগুলো কি বিশেষ ব্লগারদের অনুরোধের প্রেক্ষিতে করা হয়?
সংকলিত পোস্টগুলা শেষবার কবে সংকলন করা হয়েছে তা সম্ভবতো আপনি নিজেও জানেন না। সংকলনটা কি বছরের শুধু একটি দিনের পোস্টগুলোর ভাগ্যেই জুটবে। অন্যদিনের পোস্টগুলোর অপরাধ কি?
পরিশেষে, অযাচিত মন্তব্যের জন্য দুঃখিত। সবার মতো এতো সুন্দর ভাষা ব্যবহার করে আপনাকে প্রশ্নগুলো করতে পারিনি বলে আমি নিজেও মর্মাহত। অনেকেই বলে আমার জন্মের সময় মা হয়তো মুখে মধু দেননি। মাকে অবশ্য প্রশ্নটা কখনই করা হয়নি।
নির্বাচিত পোস্ট বা সংকলিত পোস্টগুলো কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়? এগুলো কি বিশেষ ব্লগারদের অনুরোধের প্রেক্ষিতে করা হয়?
সংকলিত পোস্টগুলা শেষবার কবে সংকলন করা হয়েছে তা সম্ভবতো আপনি নিজেও জানেন না। সংকলনটা কি বছরের শুধু একটি দিনের পোস্টগুলোর ভাগ্যেই জুটবে। অন্যদিনের পোস্টগুলোর অপরাধ কি?
পরিশেষে, অযাচিত মন্তব্যের জন্য দুঃখিত। সবার মতো এতো সুন্দর ভাষা ব্যবহার করে আপনাকে প্রশ্নগুলো করতে পারিনি বলে আমি নিজেও মর্মাহত। অনেকেই বলে আমার জন্মের সময় মা হয়তো মুখে মধু দেননি। মাকে অবশ্য প্রশ্নটা কখনই করা হয়নি।
৫৬. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৩
জানা বলেছেন:
@লাল পিপড়া, আমি ঠিক ঠিক বাংলাদেশী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা আমার একটি বিশেষ ভাল লাগা মাত্র।
না, আপনার ধারনা ঠিক নয়; আমি উত্তর বঙ্গের।
@লাল পিপড়া, আমি ঠিক ঠিক বাংলাদেশী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা আমার একটি বিশেষ ভাল লাগা মাত্র।
না, আপনার ধারনা ঠিক নয়; আমি উত্তর বঙ্গের।
৫৭. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৫
হাসিব মাহমুদ বলেছেন:
উদ্ধৃতি
আপনার এই আচরণ কি এ বিষয়টাকে আরও পাকাপোক্ত করেনা যে আপনারা বিশেষ ব্লগারদের প্রতি অতিরিক্ত সহানুভুতিশীল।
কথাটা ঘুরায় বলা যায় এইভাবে -
আপনার এই আচরণ কি এ বিষয়টাকে আরও পাকাপোক্ত করেনা যে সামহয়ারের রেসিডেন্ট ব্লগার তত্ত্ব বিষয়ক গুজবটা সঠিক ? যেটা বিভিন্ন সময়ে আরিল ও সামহয়ারের অন্যান্যরা অস্বীকার করে আসছেন ।
@ফরহাদ উদ্দিন স্বপন
উদ্ধৃতি
আপনার এই আচরণ কি এ বিষয়টাকে আরও পাকাপোক্ত করেনা যে আপনারা বিশেষ ব্লগারদের প্রতি অতিরিক্ত সহানুভুতিশীল।
কথাটা ঘুরায় বলা যায় এইভাবে -
আপনার এই আচরণ কি এ বিষয়টাকে আরও পাকাপোক্ত করেনা যে সামহয়ারের রেসিডেন্ট ব্লগার তত্ত্ব বিষয়ক গুজবটা সঠিক ? যেটা বিভিন্ন সময়ে আরিল ও সামহয়ারের অন্যান্যরা অস্বীকার করে আসছেন ।
@ফরহাদ উদ্দিন স্বপন
৫৮. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫১
জানা বলেছেন: @তারার হাসি,
অন্যান্য দিনের মতই আজকের সকালেও আমার আমি এবং আমরা খুব ভাল আছি। সকালে উঠে আজকের করনীয়গুলো মনে করে আনন্দ হয়েছে।
অন্যান্য দিনের মতই আজকের সকালেও আমার আমি এবং আমরা খুব ভাল আছি। সকালে উঠে আজকের করনীয়গুলো মনে করে আনন্দ হয়েছে।
৫৯. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২
৬০. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৩
৬১. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪
হোসেইন বলেছেন: আমি আপনারে সামহোয়্যারের সাথে জড়িত হিসাবে প্রশ্ন করুম না , প্রশ্ন করুম সাধারন ব্লগার হিসাবে ।
১. একজন সাধারন ব্লগার হিসাবে '' ছাগু'' বলতে আপনি কী বুঝেন ?
১. একজন সাধারন ব্লগার হিসাবে '' ছাগু'' বলতে আপনি কী বুঝেন ?
৬২. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮
জানা বলেছেন:
@ ফিউশন ফাইভ, বাইরে থকে দেখা বা ধারনার চেয়ে অনেক বেশী সুখী আমরা। আর তা সম্ভব হয়েছে কেনোনা আমরা একে অন্যকে খুব পরিষ্কার বুঝতে পারি এবং একে অন্যের প্রতি সমানভাবে আন্তরীক ও শ্রদ্ধাশীল।
@ ফিউশন ফাইভ, বাইরে থকে দেখা বা ধারনার চেয়ে অনেক বেশী সুখী আমরা। আর তা সম্ভব হয়েছে কেনোনা আমরা একে অন্যকে খুব পরিষ্কার বুঝতে পারি এবং একে অন্যের প্রতি সমানভাবে আন্তরীক ও শ্রদ্ধাশীল।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৯
লেখক বলেছেন: প্রণয়ের কথা না বলেন, অন্তত এটুকু কি বলা যায়, দূরদেশের এক তরুণের সঙ্গে বাঙালি রমণীর পরিচয়পর্বটা কিভাবে ঘটেছিল? তারপর সেটা সামনে এগুলো কিভাবে?
৬৩. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪
ফিউশন ফাইভ বলেছেন: ঈশ্বরে বিশ্বাস করেন? কিংবা ভাগ্যগণনায়? কোন্ রাশির জাতিকা আপনি?
৬৪. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪
ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইনের আগে বাংলায় ব্লগ বলতে তেমন কিছু ছিল না। আপনারা যখন ব্লগ চালু করলেন, তখন কী বা কোন্ সাইটকে আদর্শ হিসেবে মেনে নিয়েছিলেন বা অনুসরণ করেছিলেন?
৬৫. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭
ফিউশন ফাইভ বলেছেন: আপনি লক্ষ্য করবেন, ব্লগে ছেলেদের অংশগ্রহণ ব্যাপক হলেও মেয়েদের সেভাবে দেখা যায় না। যে কয়েকজন মেয়েকে ব্লগে সক্রিয় দেখি, তাদের কন্ঠও মিনমিনে। কেউ টুকটাক কবিতা, কেউ বিড়াল, কেউবা খুব নিচু স্বরে মাঝেসাঝে দুয়েকটা কমেন্ট হয়তো করেন এদিক-এদিক। বাংলাব্লগে মেয়েদের উপস্থিতি কেন কম? এটা কি নিরাপত্তাহীনতার কারণে? নাকি অন্য কিছু?
৬৬. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩০
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আমার প্রথম কমেন্টটার ২য় প্যারার ২য় লাইনে একটু টাইপ মিসটেক আছে। আসলে যা লিখতে চেয়েছি তা হবে,
'ঠিক পনের দিন আগেও আমি জানতাম না যে আপনি সামহোয়ারের গুরুত্বপূর্ণ কেউ একজন'।
যাহোক মন্তব্যগুলো সম্ভবতো অফটপিক। হয়তো তাই উত্তরগুলো পাচ্ছিনা। অফটপিক মন্তব্যের জন্য দুঃখিত। আমি লেখককে অনুরোধ করব, আমার মন্তব্যগুলো মুছে দিয়ে 'জানা ম্যাডাম'কে হেল্প করার জন্য। আমার এই অযাচিত প্রশ্নগুলোর কারণে তাঁর প্রাসঙ্গিক প্রশ্নগুলো খুঁজে বের করতে সমস্যা হচ্ছে।
'ঠিক পনের দিন আগেও আমি জানতাম না যে আপনি সামহোয়ারের গুরুত্বপূর্ণ কেউ একজন'।
যাহোক মন্তব্যগুলো সম্ভবতো অফটপিক। হয়তো তাই উত্তরগুলো পাচ্ছিনা। অফটপিক মন্তব্যের জন্য দুঃখিত। আমি লেখককে অনুরোধ করব, আমার মন্তব্যগুলো মুছে দিয়ে 'জানা ম্যাডাম'কে হেল্প করার জন্য। আমার এই অযাচিত প্রশ্নগুলোর কারণে তাঁর প্রাসঙ্গিক প্রশ্নগুলো খুঁজে বের করতে সমস্যা হচ্ছে।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩
লেখক বলেছেন: আসলে কোনো নির্দিষ্ট পোস্টের বিষয়বস্তু নিয়ে জানতে চাওয়া এই সাক্ষাৎকারের উদ্দেশ্য নয়। বা কারো ব্যক্তিগত সমস্যার কথাও এখানে বলা উচিত হবে না। কারণ এটা একজন ব্লগারের সঙ্গে অন্য ব্লগারদের সাধারণ কথোপকথনমাত্র।
৬৭. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩০
ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইনে পাতার পর পাতা জুড়ে সাহিত্য আর সাহিত্যের চর্চা চোখে পড়ে প্রতিনিয়ত। বাইরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন, গল্প-কবিতা-উপন্যাস এসব আসলে ব্লগিংয়ের সঙ্গে যায় না। ব্লগিং অন্য জিনিস, গল্প-কবিতা-উপন্যাস লেখা অতি অবশ্যই ব্লগিং নয়। আপনি কি বুঝতে পারছেন যে, ব্লগিংয়ের মূল চরিত্র থেকে সামহোয়্যারইন কি ক্রমশ দূরে সরে যাচ্ছে? নাকি আপনার দ্বিমত আছে?
৬৮. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৫
হাসিব মাহমুদ বলেছেন: প্রশ্ন করতে থাকেন ফরহাদ উদ্দিন স্বপন । আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে মৌনতা সম্মতির লক্ষন । মৌনতারে আপনি ইয়েস ধরতে পারেন ।
৬৯. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮
রুবেল শাহ বলেছেন: ব্লগের কবিতা নিয়ে কিছু বলুন......... ?
৭০. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮
জানা বলেছেন: @হাসিব মাহমুদ,
"শুনতে পাই, কতিপয় সুবিধাপ্রাপ্ত ব্লগারের কোপানলে পড়ে আমার এই দশা । বিষয়টা কি সত্য?"
আপনাকে নিশ্চয়ই ব্লগটিম সেইসময় কারণ দেখিয়ে নিয়ম অনুযায়ী একটা মেইল করেছে। কেবল শোনা কথায় বিশ্বাস-অবিশ্বাসের ব্যাপারটাতো আপনারই।
আর রটনা-ঘটনার সত্যতার সিদ্ধান্তটা আপনি নিজের মত করে নিতেই পারেন হাসিব। আবারও বলছি হাসিব, ব্লগটিমের কাছে ব্লগার হিসেবে আমার আর আপনার মধ্যে কোন তফাৎ নেই। ব্লগীয় আইনের বাইরে গেলে আমার জন্যেও একই ব্যাবস্থা নেয়া হবে। তবে, কঠিন বাংলায় একটি কবিতা লিখে পাঠককে কষ্ট দেয়া ছাড়া আমি নিশ্চিত আর কোন উপদ্রব করিনি/ করবোনা।
আমার ব্যবহৃত বিশেষ কোন শব্দ/বাক্য আমার অনিচ্ছাকৃতভাবে কাউকে আহত করে থাকলে আন্তরীকভাবে দুঃখিত।
"শুনতে পাই, কতিপয় সুবিধাপ্রাপ্ত ব্লগারের কোপানলে পড়ে আমার এই দশা । বিষয়টা কি সত্য?"
আপনাকে নিশ্চয়ই ব্লগটিম সেইসময় কারণ দেখিয়ে নিয়ম অনুযায়ী একটা মেইল করেছে। কেবল শোনা কথায় বিশ্বাস-অবিশ্বাসের ব্যাপারটাতো আপনারই।
আর রটনা-ঘটনার সত্যতার সিদ্ধান্তটা আপনি নিজের মত করে নিতেই পারেন হাসিব। আবারও বলছি হাসিব, ব্লগটিমের কাছে ব্লগার হিসেবে আমার আর আপনার মধ্যে কোন তফাৎ নেই। ব্লগীয় আইনের বাইরে গেলে আমার জন্যেও একই ব্যাবস্থা নেয়া হবে। তবে, কঠিন বাংলায় একটি কবিতা লিখে পাঠককে কষ্ট দেয়া ছাড়া আমি নিশ্চিত আর কোন উপদ্রব করিনি/ করবোনা।
আমার ব্যবহৃত বিশেষ কোন শব্দ/বাক্য আমার অনিচ্ছাকৃতভাবে কাউকে আহত করে থাকলে আন্তরীকভাবে দুঃখিত।
৭১. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৭
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
প্রশ্নগুলো জানার কাছে করেছিলাম। উত্তরটা তিনি দিলেই খুশি হতাম। অবশ্য আপনি যদি জানা হয়ে থাকেন তবে আমার উত্তর আমি পেয়ে গেছি। @ লেখক।
একটা প্রশ্ন অবশ্য জানার মন্তব্যের প্রেক্ষিতে করেছিলাম। সেটাও কি অফটপিক?
প্রশ্নগুলো জানার কাছে করেছিলাম। উত্তরটা তিনি দিলেই খুশি হতাম। অবশ্য আপনি যদি জানা হয়ে থাকেন তবে আমার উত্তর আমি পেয়ে গেছি। @ লেখক।
একটা প্রশ্ন অবশ্য জানার মন্তব্যের প্রেক্ষিতে করেছিলাম। সেটাও কি অফটপিক?
৭২. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫২
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আমার মনে হয় আমার বিদায় নেয়ার সময় হয়ে গেছে। 'জানা' ম্যাডামের খোশগল্প সংক্রান্ত পোস্টটাতে বাগড়া দেয়া আমার মোটেও উচিত হয়নি। এমন বোকার মতো একটি কাজ করাতে আমি সত্যিই অনুতপ্ত।
বাপুরাম সাপুরের সেই নখ, দন্তহীন প্রাণীটির মতো কিছু একটা হইতে পারলে আবার ফিরে আসবো। আমাদের সমাজে যে তথাকথিত এই অনুগতদের প্রাধিকার।
বাপুরাম সাপুরের সেই নখ, দন্তহীন প্রাণীটির মতো কিছু একটা হইতে পারলে আবার ফিরে আসবো। আমাদের সমাজে যে তথাকথিত এই অনুগতদের প্রাধিকার।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪
লেখক বলেছেন: কবি উঠেছেন মঞ্চে। কবিতাপাঠ চলছে। এর মধ্যে এক লোক মঞ্চে উঠে কবিকে বললেন, ওহে কবি আমার দোকানের বাজারের বিলগুলো পরিশোধ করুন।
সুতরাং বুঝতেই পারছেন, পরিমিতিবোধ থাকাটা যে কারোর জন্যই জরুরি। এই পোস্টে আড্ডার মেজাজটা আপনি ধরতে ব্যর্থ হয়েছেন। সাক্ষাৎকারগ্রহীতা আর সাক্ষাৎকারদাতার মধ্যকার পার্থক্যটাও আপনি বুঝতে পারেননি। কী আর বলবো!
সুতরাং বুঝতেই পারছেন, পরিমিতিবোধ থাকাটা যে কারোর জন্যই জরুরি। এই পোস্টে আড্ডার মেজাজটা আপনি ধরতে ব্যর্থ হয়েছেন। সাক্ষাৎকারগ্রহীতা আর সাক্ষাৎকারদাতার মধ্যকার পার্থক্যটাও আপনি বুঝতে পারেননি। কী আর বলবো!
৭৩. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩
হাসিব মাহমুদ বলেছেন:
আপনি নিশ্চয়ই জানেন আমারে পার্মানেন্ট ব্যান করার কারনটা কি । আমি কারনটা জানতে চাইতেছি । ব্লগটিম আমার ব্যান করছে একটা ধারামতে যেইটা পরিস্কার করে না ঠিক কি কারনে আমি ব্যান ।
আর রেসিডেন্ট ব্লগারের অস্তিত্বের বিষয়টা তো আপনার বক্তব্য থেকেই পরিস্কার । আপনি বিশেষ ব্লগারদের লোকদেখানি ব্যানের আগে ফোন দিয়ে জানান, অমুককে ফোন দিয়ে বলেন অমুক পোস্ট উইথড্র করতে , তমুককে বলেন অমুকের পেছনে না লাগতে । (ঘটনাগুলো সত্য সেটা আমি আপনি দুইজনেই জানি)। সেইসমস্ত কল/মেইলগুলো করার সময় আপনি কি সাধারন ব্লগার হিসেবে তাদের সাথে যোগাযোগ করেন নাকি মডারেটর হিসেবে যোগাযোগ করেন ?
মডারেটর হিসেবে পাওয়া ইনফো নিয়ে যদি আপনি আমব্লগারদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার ঐ মডারেটর হিসেবে পাওয়া তথ্য দিয়েই আপনি বলেন কি এমন গুরুতর কারন যেইটার কারনে আমি গত এক বছর ধরে ব্যান । সেইটা কি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর মতো গুরুতর ? সেইটা কি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কাজ ?
ব্লগে যে জামাতি রাজাকার ছানাগুলো ব্যান হয়ে ছাড়া পায়, আশরাফের মতো সাম্প্রদায়িক লোকজনের ব্লগ লেখে সেইখানে আমার ব্যান হওয়াটা আপনি ব্লগার হিসেবে কিভাবে দেখেন ?
অথবা এইসবে জবাব না দিয়ে একটা লিস্ট দিতে পারেন নীতিমালাতে । সেখানে বলতে পারেন এই এই ব্লগাররা সামহয়ারের রেসিডেন্ট ব্লগার । তাহাদের বিরুদ্ধে কিছু বলিলে পার্মানেন্ট ব্যান খাইতে হবে ।
আপনি নিশ্চয়ই জানেন আমারে পার্মানেন্ট ব্যান করার কারনটা কি । আমি কারনটা জানতে চাইতেছি । ব্লগটিম আমার ব্যান করছে একটা ধারামতে যেইটা পরিস্কার করে না ঠিক কি কারনে আমি ব্যান ।
আর রেসিডেন্ট ব্লগারের অস্তিত্বের বিষয়টা তো আপনার বক্তব্য থেকেই পরিস্কার । আপনি বিশেষ ব্লগারদের লোকদেখানি ব্যানের আগে ফোন দিয়ে জানান, অমুককে ফোন দিয়ে বলেন অমুক পোস্ট উইথড্র করতে , তমুককে বলেন অমুকের পেছনে না লাগতে । (ঘটনাগুলো সত্য সেটা আমি আপনি দুইজনেই জানি)। সেইসমস্ত কল/মেইলগুলো করার সময় আপনি কি সাধারন ব্লগার হিসেবে তাদের সাথে যোগাযোগ করেন নাকি মডারেটর হিসেবে যোগাযোগ করেন ?
মডারেটর হিসেবে পাওয়া ইনফো নিয়ে যদি আপনি আমব্লগারদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার ঐ মডারেটর হিসেবে পাওয়া তথ্য দিয়েই আপনি বলেন কি এমন গুরুতর কারন যেইটার কারনে আমি গত এক বছর ধরে ব্যান । সেইটা কি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর মতো গুরুতর ? সেইটা কি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কাজ ?
ব্লগে যে জামাতি রাজাকার ছানাগুলো ব্যান হয়ে ছাড়া পায়, আশরাফের মতো সাম্প্রদায়িক লোকজনের ব্লগ লেখে সেইখানে আমার ব্যান হওয়াটা আপনি ব্লগার হিসেবে কিভাবে দেখেন ?
অথবা এইসবে জবাব না দিয়ে একটা লিস্ট দিতে পারেন নীতিমালাতে । সেখানে বলতে পারেন এই এই ব্লগাররা সামহয়ারের রেসিডেন্ট ব্লগার । তাহাদের বিরুদ্ধে কিছু বলিলে পার্মানেন্ট ব্যান খাইতে হবে ।
৭৪. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮
জানা বলেছেন: @ ফরহাদ উিদ্দন স্বপন,
নির্বাচিত ও সংকলিত পোস্টের ক্ষেত্রে আমাদের সময় ও মনোযোগ নিয়ে যে প্রশ্ন, তাতে আমাদের সহমত ও দুঃখ প্রকাশ করছি। আমরা আরো কিছুটা সময় নেবো ঐ ট্যাবগুলোর সময়ানুযায়ী কার্যকারিতা আনতে।
আর আপনার "সম্ভবতো অফটপিক (?)প্রশ্নগুলো মুছে দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য লেখক আপনার আন্তরীক অনুরোধটা কিছুতেই রাখলেন না
আমি বিপদেই রয়ে গেলাম ফ. উ. স্বপন!
নির্বাচিত ও সংকলিত পোস্টের ক্ষেত্রে আমাদের সময় ও মনোযোগ নিয়ে যে প্রশ্ন, তাতে আমাদের সহমত ও দুঃখ প্রকাশ করছি। আমরা আরো কিছুটা সময় নেবো ঐ ট্যাবগুলোর সময়ানুযায়ী কার্যকারিতা আনতে।
আর আপনার "সম্ভবতো অফটপিক (?)প্রশ্নগুলো মুছে দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য লেখক আপনার আন্তরীক অনুরোধটা কিছুতেই রাখলেন না
আমি বিপদেই রয়ে গেলাম ফ. উ. স্বপন!
৭৫. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
অক্ষর বলেছেন: ভিজিটর এর সংখ্যা ঠিক কত থেকে ডিফল্ট করা?
১০০ এর নিছে তো নামতেই দেখি না!!!
এই পোস্টটা পড়বেন আশা করি এর জন্য মেইলও দেওয়া হইছে 'কোন সমস্যা' তে, কোন লাভ হয় নাই
১০০ এর নিছে তো নামতেই দেখি না!!!
এই পোস্টটা পড়বেন আশা করি এর জন্য মেইলও দেওয়া হইছে 'কোন সমস্যা' তে, কোন লাভ হয় নাই
৭৬. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১১
জানা বলেছেন: @এস্কিমো,
পৃথিবীর অসংখ্য দেশজুড়ে আমাদের অনেক বন্ধু ছড়িয়ে আছেন। এই যেমন আপনিও তো আছেন সেই তালিকায়। জ্বী, টরেন্টো ও অটোয়াতেও আমার/আমাদের বন্ধু রয়েছেন। যোগাযোগ ও রয়েছে খুব ভাল।
পৃথিবীর অসংখ্য দেশজুড়ে আমাদের অনেক বন্ধু ছড়িয়ে আছেন। এই যেমন আপনিও তো আছেন সেই তালিকায়। জ্বী, টরেন্টো ও অটোয়াতেও আমার/আমাদের বন্ধু রয়েছেন। যোগাযোগ ও রয়েছে খুব ভাল।
৭৭. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২০
রুবেল শাহ বলেছেন: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস থাকা সত্বেও প্রথম পাতায় আমরা কিছু রাজাকারী পোষ্ট দেখেছি ....... বঙ্গবন্ধুকে নিয়ে তারা জগন্য ভাষায় পোষ্ট দিয়েছে........
তার পরিপ্রেক্ষিতে আমি পোষ্ট দিয়েছিলাম...........
বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা। এতে কারো কোন সন্দেহ নেই। কিন্তু কথা হল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস থাকা সত্বেও প্রথম পাতায় আমরা যে রাজাকারী পোষ্ট দেখেছি তাকি সা,ইনের নীতি মালা ভঙ্গ করে নি........... ?
তার পরিপ্রেক্ষিতে আমি পোষ্ট দিয়েছিলাম...........
বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা। এতে কারো কোন সন্দেহ নেই। কিন্তু কথা হল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস থাকা সত্বেও প্রথম পাতায় আমরা যে রাজাকারী পোষ্ট দেখেছি তাকি সা,ইনের নীতি মালা ভঙ্গ করে নি........... ?
৭৮. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ভাই, বিদায় নিয়েছিলাম। তবে আপনার/আপনাদের কাছে ক্ষমা চাইতে পুনরায় ফিরে আসলাম। আপনাদের আড্ডার পরিবেশটা বিনষ্ট করাতে আন্তরিকভাবে ক্ষমা চাই। দয়া করে ক্ষমা করে দিবেন।
আমি অবশ্য আপনাকে কমেন্টগুলো মুছে দিতে অনুরোধ করেছিলাম। সেটা করলে এই অনাকাংখিত বিষয়টির অবতারণা হত না।
আপনি অনেক জ্ঞানী। আপনার সময় হলে এবং অনুমতি দিলে কোনদিন আপনার জ্ঞানের কিয়দংশ দর্শন করার জন্য আবশ্যিকভাবে হাজির হব।
আমি অবশ্য আপনাকে কমেন্টগুলো মুছে দিতে অনুরোধ করেছিলাম। সেটা করলে এই অনাকাংখিত বিষয়টির অবতারণা হত না।
আপনি অনেক জ্ঞানী। আপনার সময় হলে এবং অনুমতি দিলে কোনদিন আপনার জ্ঞানের কিয়দংশ দর্শন করার জন্য আবশ্যিকভাবে হাজির হব।
৭৯. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৮
আহসান হাবিব শিমুল বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: ব্লগিং অন্য জিনিস, গল্প-কবিতা-উপন্যাস লেখা অতি অবশ্যই ব্লগিং নয়। আপনি কি বুঝতে পারছেন যে, ব্লগিংয়ের মূল চরিত্র থেকে সামহোয়্যারইন কি ক্রমশ দূরে সরে যাচ্ছে? নাকি আপনার দ্বিমত আছে?
একমত @ফি,ফা।
ব্লগিং মুলত:সমসাময়িক ঘটনা(আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) নিয়ে ইন্টার্যাকটিভ আলোচনা।সা,হো,ইন-এ আন্তর্জাতিক আলোকপাত কম।অন্যভাষার বিখ্যাট ব্লগগুলোতে সাহিত্য কিংবা কবিতাচর্চা একেবারেই অনুপস্থিত।
অবশ্য সেইটা ফলো করতে হবে পয়েন্ট টু পয়েন্ট এমনকোন কথাও নেই।
তাই আমারও প্রশ্ন "ব্লগিংয়ের মূল চরিত্র থেকে সামহোয়্যারইন কি ক্রমশ দূরে সরে যাচ্ছে? নাকি আপনার দ্বিমত আছে"?
একমত @ফি,ফা।
ব্লগিং মুলত:সমসাময়িক ঘটনা(আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) নিয়ে ইন্টার্যাকটিভ আলোচনা।সা,হো,ইন-এ আন্তর্জাতিক আলোকপাত কম।অন্যভাষার বিখ্যাট ব্লগগুলোতে সাহিত্য কিংবা কবিতাচর্চা একেবারেই অনুপস্থিত।
অবশ্য সেইটা ফলো করতে হবে পয়েন্ট টু পয়েন্ট এমনকোন কথাও নেই।
তাই আমারও প্রশ্ন "ব্লগিংয়ের মূল চরিত্র থেকে সামহোয়্যারইন কি ক্রমশ দূরে সরে যাচ্ছে? নাকি আপনার দ্বিমত আছে"?
৮০. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯
জানা বলেছেন: @ফিউশন ফাইভ,
আপনার ৬৭নং কমেন্টের প্রশ্নে বলছি, ব্লগিং এর ধারনার ক্ষেত্রে আপনার সাথে অনেকটা একমত হলেও বাঙলায় এই ব্লগিং সাইটটি তৈরীর সময় আমাদের উদ্দেশ্য ছিল অনেকটা ভিন্ন। প্রকৃতপক্ষে, বাঙলা ভাষার চর্চ্চার (সব ক্ষেত্রেই) প্রসার ও তা এগিয়ে নেবার লক্ষেই এই সাইটটি তৈরী।
এ,ক্ষেত্রে ব্লগিং এর ধারনা ছাড়া অন্য কো সাইট অনুসরণ করা হয়নি।
আপনার ৬৭নং কমেন্টের প্রশ্নে বলছি, ব্লগিং এর ধারনার ক্ষেত্রে আপনার সাথে অনেকটা একমত হলেও বাঙলায় এই ব্লগিং সাইটটি তৈরীর সময় আমাদের উদ্দেশ্য ছিল অনেকটা ভিন্ন। প্রকৃতপক্ষে, বাঙলা ভাষার চর্চ্চার (সব ক্ষেত্রেই) প্রসার ও তা এগিয়ে নেবার লক্ষেই এই সাইটটি তৈরী।
এ,ক্ষেত্রে ব্লগিং এর ধারনা ছাড়া অন্য কো সাইট অনুসরণ করা হয়নি।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৬
লেখক বলেছেন: ৩৭, ৪৭, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৯, ৭৩, ৭৫, ৭৯ নম্বর মন্তব্যে কিছু প্রশ্ন জমা পড়েছে। লক্ষ্য করবেন আশা করি।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪০
লেখক বলেছেন: শুরুতে সাইটটি তৈরির উদ্দেশ্য ভিন্ন ছিল, মানলাম। বাঙলাভাষার প্রসার এর লক্ষ্য ছিল, তাও মানলাম। কিন্তু এখন তো সামহোয়্যারইন পুরোদস্তুর এক ব্লগসাইট। এখন কি আপনার মনে হয় না, ব্লগিংয়ের মূল চরিত্র থেকে সামহোয়্যারইন কি ক্রমশ দূরে সরে যাচ্ছে? নাকি আপনার দ্বিমত আছে"? ৬৭ ও ৭৯ নম্বর মন্তব্য দুটো একটু লক্ষ্য করুন।
৮১. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪১
জানা বলেছেন: ব্যস্ত আছি। চেষ্টা করব আবার ফিরতে।
৮২. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৪
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ফিউশন ভাই, কথা দিলাম এইটাই আমার শেষ মন্তব্য।
আসল কথা দীর্ঘদিন ধরেই জানা আপু/ব্লগ মডারেটরদের কিছু প্রশ্ন করার ছিল। সমস্যা হচ্ছে কি , জানা আপু/মডারেটর আমাদের মেইলও করেন না অথবা ফোনও করেন না কিংবা কোন পোস্ট লিখে জানতে চাইলেও সময় দিতে পারেন না।। আপনার এই পোস্টটি বহুদিনের সেই প্রশ্নগুলো করার একটা সুযোগ করে দিয়েছে, এই আর কি। এ কারণেই অফটপিক মন্তব্যগুলো করতে হয়েছে।
আসল কথা দীর্ঘদিন ধরেই জানা আপু/ব্লগ মডারেটরদের কিছু প্রশ্ন করার ছিল। সমস্যা হচ্ছে কি , জানা আপু/মডারেটর আমাদের মেইলও করেন না অথবা ফোনও করেন না কিংবা কোন পোস্ট লিখে জানতে চাইলেও সময় দিতে পারেন না।। আপনার এই পোস্টটি বহুদিনের সেই প্রশ্নগুলো করার একটা সুযোগ করে দিয়েছে, এই আর কি। এ কারণেই অফটপিক মন্তব্যগুলো করতে হয়েছে।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮
লেখক বলেছেন: না, ঠিকাছে। প্রশ্ন করবেন তো অবশ্যই। এই পোস্টের উদ্দেশ্যও তাই।
৮৩. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
নাঈম বলেছেন: আমি একটা প্রশ্ন করেছিলাম ৫০ নাম্বার কমেন্টে, আপচুস উত্তর পাইলাম না
৮৪. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
চেনা পথিক বলেছেন: লোকালরে মাইনাস
৮৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪১
জানা বলেছেন:
@ফিউশন ফাইভ,
আপনার ৩৭নং কমেন্টে জমে থাকা প্রশ্নের উত্তরে বলছি, দুনিয়ায় এতকিছুর মধ্যে অনেককিছুর পাশপাশি নিজের ভাষায় কবিতার মত একটি বিশেষ বিষয়েও মনযোগ দিয়ে আনন্দ পাই। আর আপনি না হয় শুধু একটু দুঃখই পেয়েছেন, আপনার আশেপাশে থাকা কারো কারো এন্টেনা(?) সংক্রান্ত সমস্যা তৈরী হওয়ায় আমি সত্যিই নার্ভাস।;(
সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে জীবনানন্দ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, সুনীল গাংগুলী, শামসুর রাহমান ছাড়াও আমার অনেক পছন্দের কবি রয়েছেন। তবে রবীন্দ্রনাথ আমার বিশেষ পছন্দের।
@ফিউশন ফাইভ,
আপনার ৩৭নং কমেন্টে জমে থাকা প্রশ্নের উত্তরে বলছি, দুনিয়ায় এতকিছুর মধ্যে অনেককিছুর পাশপাশি নিজের ভাষায় কবিতার মত একটি বিশেষ বিষয়েও মনযোগ দিয়ে আনন্দ পাই। আর আপনি না হয় শুধু একটু দুঃখই পেয়েছেন, আপনার আশেপাশে থাকা কারো কারো এন্টেনা(?) সংক্রান্ত সমস্যা তৈরী হওয়ায় আমি সত্যিই নার্ভাস।;(
সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে জীবনানন্দ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, সুনীল গাংগুলী, শামসুর রাহমান ছাড়াও আমার অনেক পছন্দের কবি রয়েছেন। তবে রবীন্দ্রনাথ আমার বিশেষ পছন্দের।
৮৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১০
জানা বলেছেন: @ পারভেজ ,
না, এখনও সামহোয়্যার ইন ব্লগ রেভিন্যু জেনারেট করছে না; তবে বিজ্ঞাপণের মাধ্যমে আয়ের সম্ভাবনা তৈরী হয়েছে এবং তা নিয়ে কাজ চলছে।
না, এখনও সামহোয়্যার ইন ব্লগ রেভিন্যু জেনারেট করছে না; তবে বিজ্ঞাপণের মাধ্যমে আয়ের সম্ভাবনা তৈরী হয়েছে এবং তা নিয়ে কাজ চলছে।
৮৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৭
শয়তান বলেছেন: আপনাকে [ জানা ] একটা পেন্ডিং ধন্যবাদ । দুঃখিত দেরিতে জানালাম ।
৮৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
জানা বলেছেন: @ফিউশন ফাইভ, ৬৩নং এর জবাব, ঈশ্বর বিশ্বাস করি, দ্বিতীয়টায় কোন আস্থা নেই এবং আমি কন্যারাশির জাতিকা।
৮৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
একজন ব্লগার বলেছেন:
জানাপুকে আবার দেখে ভাল লাগছে। ওয়েল কাম ব্যাক।
আমি আপনাকে কখনই এসব কথা এখানে বলতাম না। যেহেতু আপনাকে মেইলে বলেো কোন রিপ্লাই পাই নি, তাই বাধ্য হয়ে এখানে বল্লাম।
আপনি বলেছেন--- “ব্যক্তিআক্রমণ করে কোন কোন ব্লগার আনন্দ(!)পান।এমন অনেক নজীর আছে।" --- নজির কিন্তু আমি একাই দেখাইনি। যা-ই চুরি হয়, গিন্নি বলেন কেশ্টা বেটাই চোর। বাদশাহ আংকেলকে কেউ কিছু বল্লে, আপনি ভাবেন সেটা বুঝি আমারই কাজ।
ব্লগার আউলার পোস্টে কালাংকেল আমাকে সম্পূর্ন বিনা উসকানিতে এবং সর্ম্পন অপ্রাসংগিকভাবে আমাকে আর আমার কাজিন ইরাপুকে জড়িয়ে আজে বাজে কথা বলেছে। এখানে ব্যক্তিআক্রমণ করে তিনিও কিন্তু মজা পেয়েছেন!
তারপর আপনি বলেছেন -- "বয়সের তফাৎটাও তারা মাথায় রাখতে চান না”--- তাঁকে প্রথম প্রথম অনেক ভদ্রভাবে সন্মান করে তার ভুল দেখিয়ে দেয়া হয়েছে। কিন্ত নিজের ভুলটা তিনি স্বীকার তো করেননি, উল্টো ব্লগারদের মাকে উ্দ্দেশ্য করে খুবই নোংরা নোংরা কথা বলেছেন। এখন বলেন আপু, বয়সের তফাত কিভাবে মাথায় থাকে?কিন্ত এমন তো হবার কথা ছিলো না। একজন মুরুব্বি হিসেবে তার তো উচিত ছিলো সবার কাছ থেকে সন্মান পাওয়া।
সম্প্রতী আবার তার প্রোফাইলে এমন ছবি দেয়া আছে, তিনি যে আমাদের চাচার বয়সী সেটা কার বাবার সাধ্য যে বোঝে?
এরপর আপনি বলেছেন:-- "আর যাকে/যাদের আক্রমণ করা হয়, তাদের কাছে নিশ্চয় বিষয়টা তত মজার নয়।" – আর ব্লগারদের মা নিয়ে যখন বাজে কথা বলা হয়েছিলো, সেটাই নিশ্চয়ই তাদের কাছে মজা লাগেনি।
এরপর বলেছেন: --"এ,ক্ষেত্রে অনেকগুলো ঘটনার পাশাপাশি একজন বয়োজেষ্ঠ্য ব্লগারকে নিয়ে গুটিকতক ব্লগার যখন এই উপদ্রব চালিয়ে যাচ্ছিলেন" ---- যখন তাঁকে অত্যন্ত ভদ্রভাবে বলা হল, সেটা আপনার নজর এড়িয়ে গেছে, সেই সাথে তার গালাগালভর্তি কমেন্ট ও। এখন সবাই যখন তাকে তার নোংরামির জন্য বয়কট করতে চাচ্ছে, তখনই বল্লেন “উপদ্রব”!!!
এরপর আপনি বলেছেনঃ -- "তখন আপনার কোন একটা লেখার প্রশংসা করে আপনাকে লেখা ইমইলে আমি অনুরোধটা করেছিলাম।"--- আপনি আমার কোন একটা নয়, আমার সবলেখারই প্রশংসা করেছিলেন। যতটুকু মনে পড়ছে। কিন্ত, আমার কাছে মনে হয়েছে, আপনার মেইলের উদ্দেশ্যই ছিলো আমাকে অনুরোধটা করা। কারন, আমি কতবত নিকে ৬/৭ মাস ধরে লেখালেখি করেছি,কিন্ত কোনদিন আপনার কাছ থেকে সেরকম কোন মেইল পাইনি। কালাংকেলের সাথে ঝামেলার পরই পেলাম। কি জানি, আমার বোঝার ভুলো হতে পারে।
এরপর বলেছেন “এটা আমি কেবল আমার পারিবারিক শিক্ষা থেকেই করেছি।“ --- আমার পরিবারো আমাকে গুরুজনকে মান্য করার শিক্ষা দিয়েছিলো। তাইতো, লজ্জিত হয়ে সম্পূর্ন স্বেচ্ছায় তাঁর কাছে ক্ষমা চেয়েছিলাম। আপনাকে মেইলে অনেকগুলো লিংকের সাথে এটাও দিয়েছিলাম। এখানে তার অনিক নিকে করা ২৫ নং কমেন্টের রিপ্লাইটা দেখুন দয়াকরে। তাতে আমার মনে হয়েছে, আমার পরিবারও আমাকে খারাপ শিক্ষা দেয়নি।
Click This Link
তারপর বলেছেন--- "এমন একটি অনুরোধ আপনি রক্ষা করবেন কি না তা আপনার পছন্দের ব্যপার। এখানে বিনিময়ের কোন প্রশ্ন নেই।"
...অনুরোধটা ইতোমধ্যেই রক্ষা করা হয়ে গেছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, ইংরেজিতে লিখা আপনার মেইলের ইংরেজি রিপ্লাইয়ে আমিও আপনাকে তখন "অন এক্সচেন্জ" বা 'বিনিময়' শব্দটা উল্লেখ করিনি। বরং আপনাকেও আমি "অনুরোধ" করেছিলাম। বিনিময়ের দাবি নয়। আর তাছাড়া,এখানে যে বিনিময়ের প্রশ্ন নেই, এইকথাটাই তো আমাকে রিপ্লাই করে বলতে পারতেন।তাই না? তা না করে, আপনি আর কোন সাড়াই দিলেন না। তাহলে আমার তখন কি ধরে নেয়া উচিত ছিলো?
শেষে বলেছেন: --- "আরেকটা কথা বলতে চাই, শুধুমাত্র কমেন্টের বাইরেও আমি ব্লগারদের সাথে যোগাযোগ রাখতে পছন্দ করি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যাদের স্বদেশের জন্য আকুতি রয়েছে, এবং সমমনা। যতদুর মনে পড়ে, আমার ইমেইলটি আপনাকে খুশীই করেছিল প্রলয়।" ---- একশ ভাগ সহমত দিলাম। এ বিষয়ে কোন দ্বিমত নেই। কিন্ত, আমার নিকদুটোকে আনব্যান করা হবে কিনা, সেই প্রশ্নটা এখনো অন্ধকারেই থেকে গেল, আপু!
মেইলে আপনাকে যেমন বলেছিলা, এখানেও জনসমক্ষে একইভাবে বলছিঃ- দয়াকরে আমার নিক দুটিকে আনব্যান করুন। এরপর আমি যদি সামহোয়ারের কোন নীতিমালা ভংগ করি, তাহলে আবার আমাকে ব্যান করতে পারেন। এবং আমি আর কখনো নিজেকে আনব্যানের জন্য আপনাদের অনুরোধ করব না।
এতভাবে বলার পরও আপনি মৌন থেকে গিয়েছিলেন আপু। আশাকরব, এখন আর থাকবেন না।
জানাপুকে আবার দেখে ভাল লাগছে। ওয়েল কাম ব্যাক।
আমি আপনাকে কখনই এসব কথা এখানে বলতাম না। যেহেতু আপনাকে মেইলে বলেো কোন রিপ্লাই পাই নি, তাই বাধ্য হয়ে এখানে বল্লাম।
আপনি বলেছেন--- “ব্যক্তিআক্রমণ করে কোন কোন ব্লগার আনন্দ(!)পান।এমন অনেক নজীর আছে।" --- নজির কিন্তু আমি একাই দেখাইনি। যা-ই চুরি হয়, গিন্নি বলেন কেশ্টা বেটাই চোর। বাদশাহ আংকেলকে কেউ কিছু বল্লে, আপনি ভাবেন সেটা বুঝি আমারই কাজ।
ব্লগার আউলার পোস্টে কালাংকেল আমাকে সম্পূর্ন বিনা উসকানিতে এবং সর্ম্পন অপ্রাসংগিকভাবে আমাকে আর আমার কাজিন ইরাপুকে জড়িয়ে আজে বাজে কথা বলেছে। এখানে ব্যক্তিআক্রমণ করে তিনিও কিন্তু মজা পেয়েছেন!
তারপর আপনি বলেছেন -- "বয়সের তফাৎটাও তারা মাথায় রাখতে চান না”--- তাঁকে প্রথম প্রথম অনেক ভদ্রভাবে সন্মান করে তার ভুল দেখিয়ে দেয়া হয়েছে। কিন্ত নিজের ভুলটা তিনি স্বীকার তো করেননি, উল্টো ব্লগারদের মাকে উ্দ্দেশ্য করে খুবই নোংরা নোংরা কথা বলেছেন। এখন বলেন আপু, বয়সের তফাত কিভাবে মাথায় থাকে?কিন্ত এমন তো হবার কথা ছিলো না। একজন মুরুব্বি হিসেবে তার তো উচিত ছিলো সবার কাছ থেকে সন্মান পাওয়া।
সম্প্রতী আবার তার প্রোফাইলে এমন ছবি দেয়া আছে, তিনি যে আমাদের চাচার বয়সী সেটা কার বাবার সাধ্য যে বোঝে?
এরপর আপনি বলেছেন:-- "আর যাকে/যাদের আক্রমণ করা হয়, তাদের কাছে নিশ্চয় বিষয়টা তত মজার নয়।" – আর ব্লগারদের মা নিয়ে যখন বাজে কথা বলা হয়েছিলো, সেটাই নিশ্চয়ই তাদের কাছে মজা লাগেনি।
এরপর বলেছেন: --"এ,ক্ষেত্রে অনেকগুলো ঘটনার পাশাপাশি একজন বয়োজেষ্ঠ্য ব্লগারকে নিয়ে গুটিকতক ব্লগার যখন এই উপদ্রব চালিয়ে যাচ্ছিলেন" ---- যখন তাঁকে অত্যন্ত ভদ্রভাবে বলা হল, সেটা আপনার নজর এড়িয়ে গেছে, সেই সাথে তার গালাগালভর্তি কমেন্ট ও। এখন সবাই যখন তাকে তার নোংরামির জন্য বয়কট করতে চাচ্ছে, তখনই বল্লেন “উপদ্রব”!!!
এরপর আপনি বলেছেনঃ -- "তখন আপনার কোন একটা লেখার প্রশংসা করে আপনাকে লেখা ইমইলে আমি অনুরোধটা করেছিলাম।"--- আপনি আমার কোন একটা নয়, আমার সবলেখারই প্রশংসা করেছিলেন। যতটুকু মনে পড়ছে। কিন্ত, আমার কাছে মনে হয়েছে, আপনার মেইলের উদ্দেশ্যই ছিলো আমাকে অনুরোধটা করা। কারন, আমি কতবত নিকে ৬/৭ মাস ধরে লেখালেখি করেছি,কিন্ত কোনদিন আপনার কাছ থেকে সেরকম কোন মেইল পাইনি। কালাংকেলের সাথে ঝামেলার পরই পেলাম। কি জানি, আমার বোঝার ভুলো হতে পারে।
এরপর বলেছেন “এটা আমি কেবল আমার পারিবারিক শিক্ষা থেকেই করেছি।“ --- আমার পরিবারো আমাকে গুরুজনকে মান্য করার শিক্ষা দিয়েছিলো। তাইতো, লজ্জিত হয়ে সম্পূর্ন স্বেচ্ছায় তাঁর কাছে ক্ষমা চেয়েছিলাম। আপনাকে মেইলে অনেকগুলো লিংকের সাথে এটাও দিয়েছিলাম। এখানে তার অনিক নিকে করা ২৫ নং কমেন্টের রিপ্লাইটা দেখুন দয়াকরে। তাতে আমার মনে হয়েছে, আমার পরিবারও আমাকে খারাপ শিক্ষা দেয়নি।
Click This Link
তারপর বলেছেন--- "এমন একটি অনুরোধ আপনি রক্ষা করবেন কি না তা আপনার পছন্দের ব্যপার। এখানে বিনিময়ের কোন প্রশ্ন নেই।"
...অনুরোধটা ইতোমধ্যেই রক্ষা করা হয়ে গেছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, ইংরেজিতে লিখা আপনার মেইলের ইংরেজি রিপ্লাইয়ে আমিও আপনাকে তখন "অন এক্সচেন্জ" বা 'বিনিময়' শব্দটা উল্লেখ করিনি। বরং আপনাকেও আমি "অনুরোধ" করেছিলাম। বিনিময়ের দাবি নয়। আর তাছাড়া,এখানে যে বিনিময়ের প্রশ্ন নেই, এইকথাটাই তো আমাকে রিপ্লাই করে বলতে পারতেন।তাই না? তা না করে, আপনি আর কোন সাড়াই দিলেন না। তাহলে আমার তখন কি ধরে নেয়া উচিত ছিলো?
শেষে বলেছেন: --- "আরেকটা কথা বলতে চাই, শুধুমাত্র কমেন্টের বাইরেও আমি ব্লগারদের সাথে যোগাযোগ রাখতে পছন্দ করি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যাদের স্বদেশের জন্য আকুতি রয়েছে, এবং সমমনা। যতদুর মনে পড়ে, আমার ইমেইলটি আপনাকে খুশীই করেছিল প্রলয়।" ---- একশ ভাগ সহমত দিলাম। এ বিষয়ে কোন দ্বিমত নেই। কিন্ত, আমার নিকদুটোকে আনব্যান করা হবে কিনা, সেই প্রশ্নটা এখনো অন্ধকারেই থেকে গেল, আপু!
মেইলে আপনাকে যেমন বলেছিলা, এখানেও জনসমক্ষে একইভাবে বলছিঃ- দয়াকরে আমার নিক দুটিকে আনব্যান করুন। এরপর আমি যদি সামহোয়ারের কোন নীতিমালা ভংগ করি, তাহলে আবার আমাকে ব্যান করতে পারেন। এবং আমি আর কখনো নিজেকে আনব্যানের জন্য আপনাদের অনুরোধ করব না।
এতভাবে বলার পরও আপনি মৌন থেকে গিয়েছিলেন আপু। আশাকরব, এখন আর থাকবেন না।
৯০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০০
ফিউশন ফাইভ বলেছেন: ওপরে বেশকিছু প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। সময়-সুযোগ বুঝে আশাকরি দেবেন।
আরেকটি প্রশ্ন- বাংলা ব্লগের বাইরে অন্য ভাষার ব্লগ নিশ্চয়ই দেখে থাকেন। আপনি বাইরের ব্লগসাইটগুলার দিকে যখন তাকান, তখন বাংলাব্লগের সঙ্গে কী কী পার্থক্য দেখতে পান? আর এখানকার ব্লগার আর বাইরের বিশ্বের ব্লগারদের মধ্যে মূল কি কি পার্থক্য কিংবা ঘাটতি চোখে পড়ে আপনার?
আরেকটি প্রশ্ন- বাংলা ব্লগের বাইরে অন্য ভাষার ব্লগ নিশ্চয়ই দেখে থাকেন। আপনি বাইরের ব্লগসাইটগুলার দিকে যখন তাকান, তখন বাংলাব্লগের সঙ্গে কী কী পার্থক্য দেখতে পান? আর এখানকার ব্লগার আর বাইরের বিশ্বের ব্লগারদের মধ্যে মূল কি কি পার্থক্য কিংবা ঘাটতি চোখে পড়ে আপনার?
৯১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮
মুহিব বলেছেন: আমিও তাহলে একটা প্রশ্ন কর। জানা আপনি কেমন আছেন?
৯২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
আইরিন সুলতানা বলেছেন:
জানা বলেছেন:
@লাল পিপড়া, আমি ঠিক ঠিক বাংলাদেশী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা আমার একটি বিশেষ ভাল লাগা মাত্র।
না, আপনার ধারনা ঠিক নয়; আমি উত্তর বঙ্গের।
===============
প্রশ্ন নাই তবে চিমটি ....আমিও উত্তর বঙ্গের
জানা বলেছেন:
@লাল পিপড়া, আমি ঠিক ঠিক বাংলাদেশী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা আমার একটি বিশেষ ভাল লাগা মাত্র।
না, আপনার ধারনা ঠিক নয়; আমি উত্তর বঙ্গের।
===============
প্রশ্ন নাই তবে চিমটি ....আমিও উত্তর বঙ্গের
৯৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
হাসিব মাহমুদ বলেছেন: সাক্ষাতকার কি এখনো চলতেয়াছে ?
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
লেখক বলেছেন: হ। প্রশ্ন থাকলে দিতে পারেন। ইতিমধ্যে সম্ভবত আপনি উপকৃত হয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে। আপনার নিকটি বোধহয় মুক্তি পেয়েছে।
৯৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
হাসিব মাহমুদ বলেছেন:
কিভাবে এই ধারনা হৈলো ? আমি এইমাত্র লগইন করে দেখলাম ।
"দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।"
কিভাবে এই ধারনা হৈলো ? আমি এইমাত্র লগইন করে দেখলাম ।
"দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।"
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
লেখক বলেছেন: গতকাল আপনার নিকটিকে অনলাইনে দেখেছিলাম। তাই এইরূপ ধারণা হৈছিল। এখন বুঝলাম যে, লগইন কর্তে পার্লেও কমেন্ট ব্যান।
যা হোক, ব্লগার জানার কাছে ভালো দুয়েক্টা প্রশ্ন রাখেন।
যা হোক, ব্লগার জানার কাছে ভালো দুয়েক্টা প্রশ্ন রাখেন।
৯৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
হিডেন স্ট্রিট বলেছেন: ভাবছিলাম হাসিব ভাইরে ওয়েল্কাম জানামু , হইলো না। আফসোস।
৯৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
সরপ বলেছেন: আপনার পরিবারের শিক্ষামালা নিয়ে কিছু বলুন।
৯৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
হাসিব মাহমুদ বলেছেন: আমার মূল প্রশ্ন তো একটাই । সেটা হলো কি এমন গুরুতর অপরাধ যেটার কারনে আমাকে স্থায়ী ব্যানের আওতায় নেয়া হলো । ধারাটারা ইত্যাদি রেফারেন্সের বদলে আমি স্পেসিফিক কারন জানতে চাই । আমি জানতে চাই সুবিধাভোগী (যারা/যাদের এ্যাস প্রটেক্ট করতে সামহয়ার থেকে একে ওকে ফোন মেইল ইত্যাদি করা হয় - এতদিন বিষয়টা বেমালুম অস্বীকার করে গেলেও প্রলয়কে করা মেইলে সেটার সত্যতা জানা যায়) ব্লগারদের কোপানলে পড়েই কি আমার এই হালত কিনা ।
৯৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১২
বিগব্যাং বলেছেন: হাসিব মাহমুদ নামের জনৈক ব্লগার যে আশঙ্কা করছেন, তা তো ঠিক শুধুমাত্র তার "ব্যক্তিগত" প্রসঙ্গ নয়...
ব্লগের সুনাম ও নিরপেক্ষতা'র ও প্রশ্ন এটা...
ব্যাখ্যা আশা করছি...
ব্লগের সুনাম ও নিরপেক্ষতা'র ও প্রশ্ন এটা...
ব্যাখ্যা আশা করছি...
৯৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫০
একজন ব্লগার বলেছেন: @হাসিব্ভাই, থাক, বাদ্দেন, কেচোরেঁ বেশী ঘাঁইটেন না, নাইলে আবার সাপ বাইরায়া পড়তে পারে। শেষে দেখবেন, আপনার এই নিকটাও ব্যান! আমিও ভাবতাসি জানাপুরে আর কিছু বলবনা। কারন লাভ তো কিচু হইবই না, উল্টা আম-ছালা দোনটাই যাবে, লগে যাবে আটিঁ!
এই পোস্ট থিকা আমি বিদায় নিলাম।
এই পোস্ট থিকা আমি বিদায় নিলাম।
১০০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
হাসিব মাহমুদ বলেছেন: ব্যান করলে করুক । আমি অন্যায় কিছু বলি নাই । @ একজন ব্লগার
১০১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
একজন ব্লগার বলেছেন: খালি ব্যান করলে তো ভালই আছিলো, দেখবেন, আপনার নিকে ব্লগে একটা পোস্ট দেয়া হইছে। শিরোনামঃ "আমি জানার কাছে ক্ষমাপ্রার্থী"।
এরপর দেখবেন আপনি আর ব্লগে সাইনিন করতে পারছেন না। কারন, পাসওয়ার্ড নিচ্ছে না। এরপর এই ইস্যুতে ব্যান। কিছূ তো বলতে পারবেন ই না, মাঝখান থিকা সবার কাছে গালি গালাজ খাবেন।@হাসিব ভাই।
জানাপুকে তার একটা পোস্টে গিয়ে আমার পাসওয়ার্ড হ্যাকের কথা বলে এসেছি। সে সেটারও কোন রিপ্লাই দেয়নি। এই পোস্টেও তার আর কোন উত্তর পেলাম না।
এরপর দেখবেন আপনি আর ব্লগে সাইনিন করতে পারছেন না। কারন, পাসওয়ার্ড নিচ্ছে না। এরপর এই ইস্যুতে ব্যান। কিছূ তো বলতে পারবেন ই না, মাঝখান থিকা সবার কাছে গালি গালাজ খাবেন।@হাসিব ভাই।
জানাপুকে তার একটা পোস্টে গিয়ে আমার পাসওয়ার্ড হ্যাকের কথা বলে এসেছি। সে সেটারও কোন রিপ্লাই দেয়নি। এই পোস্টেও তার আর কোন উত্তর পেলাম না।
১০২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
লাল পিপড়া বলেছেন: শেষ নাকি সব
১০৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪
১০৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৬
একজন ব্লগার বলেছেন: লুকাল, ভাই আমার, মগালমগীররে ব্লক করতো। তোমার কাছে জীবনে কোন কিছু চাই নাই। আজ একটা জিনিস চাইলাম।
১০৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১
১০৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯
লাল পিপড়া বলেছেন:
১০৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
রুবেল শাহ বলেছেন: জানাপু আর আসিবেন না.........
কেননা তিনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন নাতো তাই...... ৭৭ নং
কেননা তিনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন নাতো তাই...... ৭৭ নং
১০৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
অক্ষর বলেছেন: জানাপু আর আসিবেন না.........
কেননা তিনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন নাতো তাই......৭৫ নং
কেননা তিনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন নাতো তাই......৭৫ নং
১০৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৮
মহাকাল বলেছেন:
বাজিরে, মিস করলামতো।
"বাভী" আমার শারফুদ্দীন নিকটা বিনা নোটিশে কেনো ব্যান করা হইয়াছে ?
বাজিরে, মিস করলামতো।
"বাভী" আমার শারফুদ্দীন নিকটা বিনা নোটিশে কেনো ব্যান করা হইয়াছে ?
১১০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৯
হাসিব মাহমুদ বলেছেন: রেসিডেন্ট কোন ব্লগার্রে ক্ষ্যাপাইছিলা নাকি ?
১১১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪২
কুম্ভকর্ণ বলেছেন: ব্লগ আর যাই হোক নিরপেক্ষ কখনো না। কিছু ব্লগারদের প্রতি যে সহানুভুতি আছে সেটা স্পষ্ট। ছাগুদের প্রতি তো দেরাজ একদম। তারা নিক খুলার ১ দিনের মধ্যেই ছাড়া পাইয়া যায়। আমাদেরকে নিকই খুলতে দেয়া হয়না!
১১২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪২
১১৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: বিগব্যাং বলেছেন: হাসিব মাহমুদ নামের জনৈক ব্লগার যে আশঙ্কা করছেন, তা তো ঠিক শুধুমাত্র তার "ব্যক্তিগত" প্রসঙ্গ নয়...
ব্লগের সুনাম ও নিরপেক্ষতা'র ও প্রশ্ন এটা...
ব্যাখ্যা আশা করছি...
ব্লগের সুনাম ও নিরপেক্ষতা'র ও প্রশ্ন এটা...
ব্যাখ্যা আশা করছি...
১১৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৫
১১৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০১
শয়তান বলেছেন: সাক্ষাতকার কি শেষ হয়ে গেছে ?
১১৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
লেখক বলেছেন: শেষ হবে কেন? মাত্র শুরু হল সাক্ষাৎকার।
১১৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
ফিউশন ফাইভ বলেছেন: বেশকিছু প্রশ্ন জমা পড়েছে গত কিছুদিনে। জানা সম্ভবত ব্যস্ত ছিলেন এই কদিন। এখন আশা করি, তিনি জমা পড়া প্রশ্নগুলোর জবাব দেবেন একেক করে।
১১৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
রুবেল শাহ বলেছেন: জানাপু আর আসিবেন না.........
১১৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৪
ফিউশন ফাইভ বলেছেন: কৈ গেল সাক্ষাৎকারদাতা? এমনিতেই প্রচুর প্রশ্ন জমা আছে। বাকি ছিল আরো কিছু।
১২০. ১০ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
বিডি আইডল বলেছেন: ঠেলা
১২১. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
রনি রাজশাহী বলেছেন: বিডি আইডল বলেছেন: ঠেলা
১২২. ১৯ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৭
মোতাব্বির কাগু বলেছেন: হুম
১২৩. ২৬ শে জুলাই, ২০১০ ভোর ৪:১৫
সজীব আকিব বলেছেন: জানাপু সেই যে গেল আর আসিল না।
১২৪. ০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩
ফটো পাগল বলেছেন: where she is now ???
১২৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯
আসিফ মুভি পাগলা বলেছেন: রনি রাজশাহী বলেছেন: বিডি আইডল বলেছেন: ঠেলা
১২৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
এম আই টু বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: রনি রাজশাহী বলেছেন: বিডি আইডল বলেছেন: ঠেলা
কিন্তু ঠেলায় আর কাজ হয় না
কিন্তু ঠেলায় আর কাজ হয় না
১২৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭
ফাহিম আহমদ বলেছেন: আমার প্রশ্ন করা হলোনা
১২৮. ১১ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩১
শায়েরী বলেছেন: আমি কিছু বুঝিনাই !
প্রথম প্রকাশ
অচিরেই ব্যন খাইবা...............