পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ)

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বস্তুত সময়ের মূল্য অপরিসীম। সময়ের সদ্ব্যবহার তাই খুবই প্রয়োজন। শুধু নতুন ব্লগারদের জন্য নয়, অফিসে বসে যারা চোরাগোপ্তা ব্লগিং করেন এই পদ্ধতি তাদেরও উপকারে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর মাধ্যমে একদিকে মূল্যবান কি-স্ট্রোকের নিদারুণ অপচয় অনেকাংশে রোধ হবে, আবার অন্যদিকে মন্তব্যে মন্তব্যে ব্লগ হয়ে উঠবে অধিক প্রাণবন্ত। প্রযুক্তিময় এই যুগে মানুষের আসলে অতো সময় নেই যে, আধা ঘন্টা ভেবে আরো আধা ঘন্টা সময় নষ্ট করে মন্তব্য লিখবে। সেদিকটা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস কারো সামান্য উপকারে আসলে নিজেকে সার্থক মনে করবো।
বলাবাহুল্য, এখন রেডিমেইডের যুগ। তৈরি পোশাকশিল্পের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তৈরি মন্তব্যের মাধ্যমেও ব্লগ আরো বেশি করে এগিয়ে যেতে পারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টের ক্ষেত্রে
১. ধিক্কার এসব নরপশুদের প্রতি।
২. কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।
৩. এবার চাই যুদ্ধাপরাধীদের বিচার
৪. সাথে আছি।
৫. আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে একমত।
৬. রাজাকার ও রাজাকারের বাচ্চা দেখলেই গদাম লাথি...
৭. খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা।

সাহায্যের আবেদন বিষয়ক পোস্টের ক্ষেত্রে
১. আমরা কি পারি না, শুধুমাত্র (অমুককে) বাঁচাতে? ("বাঁচাতে" শব্দের বদলে "হাসি ফোটাতে"ও ব্যবহার করতে পারেন)
২. পোস্টটি স্টিকি করা হোক।

কবিতা বিষয়ক পোস্টের ক্ষেত্রে
১. কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো।
২. কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য।
৩. কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে।
নোট : কবিতার শেষের তিন-চারটি লাইন বা মাঝখান থেকে যে কোনো দুটি লাইন তুলে দিয়ে একটি স্পেস দেবেন। তারপর লিখুন- "অপূর্ব!"

গল্প বা প্রবন্ধ পোস্টের ক্ষেত্রে
১. বেশ চমৎকার বুনোন।
২. অসাধারণ শব্দ চয়ন!
৩. গল্পটির ভঙ্গি ভালো লেগেছে। (প্রবন্ধের ক্ষেত্রে "ভঙ্গি" শব্দের বদলে "মূল ভাব" ব্যবহার করবেন)

যে কোনো পোস্টে ব্যবহারযোগ্য মন্তব্য
১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত। (তবে সাবধান, যৌনবিষয়ক পোস্টে এটা ব্যবহার করবেন না।)

সতর্কীকরণ
আন্দাজে মন্তব্য দেওয়ার পর বা উপরোক্ত টেমপ্লেটগুলো ব্যবহারের পর ভুলেও কথা বাড়াবেন না এবং লগডইন অবস্থায় ওই পোস্টে যাবেন না। প্রয়োজনে লগঅফ করে বসে থাকবেন। যেমন "গল্পের ভঙ্গি ভালো লেগেছে" টেমপ্লেটটার কথাই ধরুন। পোস্টদাতা যদি ভঙ্গিটা কিরকম জিজ্ঞেস করে বসেন, সেক্ষেত্রে শুধু শুধু বিপদে পড়ার আশঙ্কা থাকে। মোট কথা, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে চলুন। বিফলে এই পোস্টদাতা কোনোক্রমেই দায়ী নহে।

কর্তৃপক্ষের প্রতি আহবান
"ইমোটিকন যোগ করুন"-এর মতো করে রেডিমেইড মন্তব্যের জন্য কি একটি প্যানেল খোলা যায়। ওপরে আমি একটি নমুনা দিয়েছি। ব্লগারদের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি কি ভেবে দেখবেন? 

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

1 মন্তব্য

  1. ভাই Fusion Five , আমি কি আপনার নাম ধাম সহযোগে আমার সাইটে আপনার কমিকস আর রম্য ছবি গুলান শেয়ার কর্তাম পারি?? ব্যপক বিনুদন :D জলদি জানান :D

Leave a Reply