[পূর্ণ রেজ্যুলেশনে দেখার জন্য ছবির ওপর ক্লিক করুন] |
আত্মিক পদ্ধতি
১. দেশকে ভালোবাসুন, সবার ওপরে দেশকে রাখুন।
২. কে না জানেন, একটি দেশকে গড়ে তোলার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হয় প্রথম। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ কথা আরও বেশি প্রযোজ্য। সে ক্ষেত্রে প্রথমেই মানুষে-মানুষে ইস্পাতকঠিন ঐক্য তৈরি করতে হবে দেশের কল্যাণে।
৩. স্বপ্ন দেখতে হবে বেশি বেশি। সবচেয়ে ভালো হয় নিয়মিত দিবাস্বপ্ন দেখার অভ্যাস তৈরি করলে।
রাজনৈতিক পদ্ধতি
১. দেশকে ১৮টি প্রদেশে অথবা সেটা সম্ভব না হলে কমপক্ষে ১৬টি প্রদেশে ভাগ করা অতীব জরুরি। কারণ, এতে বাংলাদেশ ৬৪টি বিভাগ এবং ৪৮২টি জেলা পাওয়ার বিরল সৌভাগ্য অর্জন করবে।
২. দেশকে সুন্দর ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে সরকারকেই শুধু নয়, ঘাটে ঘাটে আয়কর পরিশোধ করা অত্যাবশ্যক। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য এর বিকল্প নেই।
৩. ছাত্রসমাজকে গড়ে তুলতে হবে ভবিষ্যতের কর্ণধার হিসেবে।
ব্যবহারিক পদ্ধতি
১. দেশকে সুন্দর করার জন্য সিনেমার রঙিন পোস্টারের ভূমিকা অনস্বীকার্য, যা সারা দেশে সুবিন্যস্তভাবে লাগানো জরুরি। এ ক্ষেত্রে মূলত নাপিতের দোকানকে মডেল ধরে এগোতে হবে। প্রকৃতপক্ষে তথ্যপ্রযুক্তির এই যুগে কোনো কিছুকেই হেলাফেলা করার উপায় নেই। পোস্টারে ঘাটতি দেখা গেলে রঙিন কাগজ কিংবা নির্বাচনী পোস্টার ব্যবহার করলেও চলবে।
২. বিভিন্ন রং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর। দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে তারা গোটা দেশকে সুচারুরূপে রং করার কাজ করবে। সম্ভাব্য বিকল্প হিসেবে দেশীয় চুনের কথাও মাথায় রাখা যেতে পারে। তবে রঙের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম পেইন্ট অগ্রাধিকার পাওয়া উচিত, তাতে দেশকে যথেষ্ট সুন্দর লাগবে।
৩. বিশেষ অধ্যাদেশ জারি করে সব নাগরিককে মাড় দেওয়া পাজামা-পাঞ্জাবি পরিধানে বাধ্য করতে হবে। অফিস-আদালতের বেলায় ধোলাই করা প্যান্ট-শার্ট অবশ্য শিথিলযোগ্য থাকতে পারে। মনে রাখা দরকার, সুনাগরিক হওয়ার জন্য পরিপাটি পোশাক খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সরকারি উদ্যোগে ‘সুজন লন্ড্রি সার্ভিস’-এর শাখা খুলতে হবে দেশব্যাপী।
৪. পুরো দেশকে মোহনীয় রূপে সাজাতে ডেকোরেটরের ছোট ছোট রঙিন বাতির তুলনা হয় না।
মানসিক সমাধান
বাইরের দিকে শুধু নয়, ভেতরেও নজর রাখতে হবে। একটুখানি সুগন্ধির সুবাস যে কারও মনকে অন্য রকম এক ভালো লাগায় ভরিয়ে দেয়। এই সৌরভ যতখানি নিজের ভালো লাগার, ঠিক ততখানি চারপাশের মানুষের জন্যও। তাই মন চাঙা করার জন্য নিয়মিত ব্যবহার করতে হবে খুশবু।
ওপরের প্রস্তাবগুলো ঠিকমতো বাস্তবায়ন করা হলে আমাদের প্রিয় মাতৃভূমিকে সুন্দরভাবে সাজানো সম্ভব।
0 মন্তব্য