সামহোয়্যারইন ব্লগ দিন দিন ইন্টারনেট এক্সপ্লোরারের পুরনো ভার্সন হয়ে উঠছে


এতো ধীরগতি! অদ্ভূত এক অবস্থা। পৃষ্ঠা খুলতেই চায় না ব্লগটার। ফায়ারফক্সের মতো দ্রুতগতির ব্রাউজারেও পৃষ্ঠা খুলতে দীর্ঘ সময় নিচ্ছে। নিজেরই সমস্যা কিনা - সেটা দেখতে পাশাপাশি পরখ করে দেখি অন্যান্য ওয়েবসাইট। কিন্তু না, সবই ঠিক আছে। প্রথম আলো খুলছে স্বচ্ছন্দে, সহযোগী অন্য ব্লগগুলোও। কাজের-অকাজের অন্য সাইটও ভালোভাবেই আসে। শুধু সামহোয়্যারইনটা দিন দিন খুবই ধীরগতিসম্পন্ন হয়ে উঠছে।

সমস্যাটা একদিনের নয়, প্রায় প্রতিদিন একই কাণ্ড। এই সমস্যা যে আমার একার না, সেটা বুঝতে পারি অনলাইনে থাকা ব্লগারদের তালিকায় অস্বাভাবিক উত্থান-পতন দেখে - অনেকটা শেয়ারবাজারের মতো। এই হয়তো ১৫০, কিছুক্ষণ পর সংখ্যাটা ২১০, খানিক বাদে আবার ১২০-৩০ এ নেমে যায়। বিশেষ করে রাতেই বোধহয় এই সমস্যা বেশি। অথচ অনেক আগেই তো দ্রুতগতির সার্ভারে গেল ব্লগটা। তাহলে সমস্যা ঠিক কোন্ জায়গায়? 

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply