ভারতে সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী এরা কারা? কী কাজ তাদের?

ভারত সফরে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নয়নমনি, ভাষাকন্যা শেখ হাসিনার সফরসঙ্গী, হিসেব করে দেখলাম, মোট ১২৪ জন! ঢাকায় আজকাল বিয়ের অনুষ্ঠানেও এতো লোক দাওয়াত দেওয়া হয় না ক্ষেত্রবিশেষে। সফরসঙ্গীর তালিকার ওপর দিকে বোন, ছেলে-ছেলের বউ, নাতিপুতি, ভাগ্নে আর ভাগ্নের বিদেশী বউটাও বাদ পড়েনি। তালিকার নিচের দিকে গোপালগঞ্জবাসী আরো নাম নিশ্চয়ই থাকবে। হতে পারে, সেখানে কোনো বিয়ের অনুষ্ঠান আছে, হতে পারে রেহানা কন্যার কর্ণছেদন অনুষ্ঠান হবে, হতে পারে আরো অনেক কিছুই। সরকারিভাবে পরিস্কার করা হলে ভালো হতো। তা যখন হয়নি, সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে- ভারত সফরে এদের কাজটা কী? দেশের মানুষ যখন শীতে-অনাহারে-অর্ধাহারে দিনরাত কাটাচ্ছে, সেখানে সরকারি টাকা খরচ করে এই আনন্দভ্রমণের কী যুক্তি থাকতে পারে, ভেবে পাচ্ছি না। খোদ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বারাক ওবামার আতিথ্য গ্রহণ করতে গেলেন, সেখানে তার স্ত্রী ছাড়া পরিবারের আর কাউকে তো দেখিনি!

এই পর্যায়ে সফরসঙ্গী প্রথম ১৫ জনের একটি তালিকা নিয়ে একটি ছক তৈরির চেষ্টা চালালাম-
সফরসঙ্গীর নাম - সম্পর্ক - ভারতে কী কাজ?
শেখ রেহানা সিদ্দিক - ছোট বোন - আল্লাহ জানেন
সজীব ওয়াজেদ জয় - পুত্রধন - আল্লাহ জানেন
ক্রিস্টিন ওয়াজেদ - পুত্রবধূ - যীশু জানেন
সুফিয়া ওয়াজেদ - নাতনী - খোদা জানেন
রাদওয়ান মুজিব সিদ্দিক - ভাগ্নে - আল্লাহ জানেন
পেপ্পি কিভিনিয়েমি সিদ্দিক - ভাগ্নের বউ - যীশু জানেন
আজমিনা সিদ্দিক - ভাগ্নি - আল্লাহ জানেন
রমেশ চন্দ্র সেন - পানিসম্পদ মন্ত্রী - উনার কাজ আছে
ডা. দীপু মনি - পররাষ্ট্রমন্ত্রী - উনার কাজ আছে
এইচ টি ইমাম - উপদেষ্টা - উনার কাজ থাকতে পারে
ড. মশিউর রহমান - উপদেষ্টা - উনার কাজ থাকতে পারে
ড. গওহর রিজভী - উপদেষ্টা - উনার কাজ থাকতে পারে
মোহাম্মদ জিয়াউদ্দিন - বিশেষ দূত - আল্লাহ জানেন
আব্দুল করীম - মুখ্যসচিব - উনার কাজ আছে
আবুল কালাম আজাদ - প্রেসসচিব - উনার কাজ আছে

তাছাড়া বিশিষ্ট নাগরিক হিসেবে সফরসঙ্গী হওয়া ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ এমপি, অধ্যাপক প্রাণগোপাল দত্ত, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, পঙ্কজ দেবনাথ কিংবা অসিত বরণ বিশ্বাসদের ওখানে কাজটা কী, বুঝে উঠতে পারছি না।


প্রথম প্রকাশ

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply