এই পর্যায়ে সফরসঙ্গী প্রথম ১৫ জনের একটি তালিকা নিয়ে একটি ছক তৈরির চেষ্টা চালালাম-
সফরসঙ্গীর নাম - সম্পর্ক - ভারতে কী কাজ?
শেখ রেহানা সিদ্দিক - ছোট বোন - আল্লাহ জানেন
সজীব ওয়াজেদ জয় - পুত্রধন - আল্লাহ জানেন
ক্রিস্টিন ওয়াজেদ - পুত্রবধূ - যীশু জানেন
সুফিয়া ওয়াজেদ - নাতনী - খোদা জানেন
রাদওয়ান মুজিব সিদ্দিক - ভাগ্নে - আল্লাহ জানেন
পেপ্পি কিভিনিয়েমি সিদ্দিক - ভাগ্নের বউ - যীশু জানেন
আজমিনা সিদ্দিক - ভাগ্নি - আল্লাহ জানেন
রমেশ চন্দ্র সেন - পানিসম্পদ মন্ত্রী - উনার কাজ আছে
ডা. দীপু মনি - পররাষ্ট্রমন্ত্রী - উনার কাজ আছে
এইচ টি ইমাম - উপদেষ্টা - উনার কাজ থাকতে পারে
ড. মশিউর রহমান - উপদেষ্টা - উনার কাজ থাকতে পারে
ড. গওহর রিজভী - উপদেষ্টা - উনার কাজ থাকতে পারে
মোহাম্মদ জিয়াউদ্দিন - বিশেষ দূত - আল্লাহ জানেন
আব্দুল করীম - মুখ্যসচিব - উনার কাজ আছে
আবুল কালাম আজাদ - প্রেসসচিব - উনার কাজ আছে
তাছাড়া বিশিষ্ট নাগরিক হিসেবে সফরসঙ্গী হওয়া ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ এমপি, অধ্যাপক প্রাণগোপাল দত্ত, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, পঙ্কজ দেবনাথ কিংবা অসিত বরণ বিশ্বাসদের ওখানে কাজটা কী, বুঝে উঠতে পারছি না।
প্রথম প্রকাশ
0 মন্তব্য