প্রশ্ন : শুনেছি, ব্লগারদের লেখা নিয়ে প্রতি বছর কী একটা বই নাকি বেরোয়?
উত্তর : ঠিকই শুনেছেন, নাম তার- অপরবাস্তব। ২০০৭ সাল থেকে এই পর্যন্ত এর চারটি সংকলন বেরিয়েছে। বলাবাহূল্য, অপরবাস্তব পুরোপুরি ব্লগারদের বই- সবদিক থেকেই। এর লেখকরা ব্লগার, পাঠকরাও তেমনই, পুরো এক বছরের লেখা থেকে যারা মনোনয়ন দেন, এমনকি যিনি প্রকাশক- সবার পরিচয় একটিই- ব্লগার। ব্লগাররাই লেখা নির্বাচন করেন, তারাই সম্পাদনা করেন, প্রুফ দেখেন, পেইজ মেকআপ করেন। প্রকাশনা সংশ্লিষ্ট যতো কাজ, তাও ব্লগাররাই করেন। নিজ গরজে ব্লগাররাই সেই বই কাঁধে নিয়ে বইমেলার স্টলে দিয়ে আসেন। এই বইয়ের ক্রেতা যারা, তাদের বৃহৎ অংশও ব্লগার। বাংলাব্লগে এরকম উদাহরণ এখন পর্যন্ত এক ও অনন্য। অপরবাস্তবের কিছু যদি কৃতিত্ব থাকে, সেটা হল একেবারেই নবীন, কিন্তু প্রতিশ্রুতিশীল কিছু লেখককে মূলধারায় উপস্থাপন করার দায়িত্ব পালন।
প্রশ্ন : আপনাকে নিয়ে দেখছি মহা মুশকিল। অল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আগের বইগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু কি জানাতে পারেন?
উত্তর : কেন নয়? এই দেখুন একনজরে অপরবাস্তব-
অপরবাস্তব-১
প্রথম প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০০৭, একুশে বইমেলা
বইয়ের ধরন : মিশ্র
সম্পাদকমণ্ডলী : বাকীবিল্লাহ, কৌশিক আহমেদ, অন্যমনস্ক শরৎ, রাসেল পারভেজ, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, সাদিক মোহাম্মদ আলম, সৈয়দ সাখাওয়াৎ।
অপরবাস্তব-২
প্রথম প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০০৮, একুশে বইমেলা
বইয়ের ধরন : মিশ্র (গল্প ও কবিতা)
প্রধান সংকলক : অন্যমনস্ক শরৎ
সহযোগী সংকলক : অমি রহমান পিয়াল, অন্ধকার, আতিকুল ইসলাম আনন, উদাসী স্বপ্ন, কৌশিক আহমেদ, নওরীন সুলতানা, নাজিম উদদীন, মনের কথা, মুজিব মেহদী, যীশু, রাসেল পারভেজ, সাদিক মোহাম্মদ আলম, সৈয়দ এহসানুল হাবিব, শওকত হোসেন মাসুম, হোসেইন, বাকীবিল্লাহ।
অপরবাস্তব-৩
প্রথম প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০০৯, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ৯৬, মূল্য : ১০০ টাকা
বইয়ের ধরন : গল্পগ্রন্থ
সম্পাদক : লোকালটক
অপরবাস্তব-৪
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ১২৮, মূল্য : ১৩০ টাকা
সম্পাদক : লোকালটক, আবদুর রাজ্জাক শিপন ও কৌশিক আহমেদ
সহযোগী সম্পাদক : একরামুল হক শামীম ও নীরা আহমেদ অপ্সরা
সবগুলো অপরবাস্তবেরই প্রকাশক ছিলেন রাশেদ হাফিজ রাহা।
প্রশ্ন : এনিওয়ে, বই যে করেন, বাইরে কোনো আলোচনা-টালোচনা আছে? নাকি নিজেরা-নিজেরা...
উত্তর : গত দু বছর এনটিভি-দেশটিভিতে অপরবাস্তব নিয়ে আলোচনা হয়েছে। এনটিভিতে প্রচারিত ভিডিও ফুটেজগুলো দেখতে পাবেন এখানে আর এই জায়গায়। গতবারের অপরবাস্তব-৪ নিয়ে আহমাদ মোস্তফা কামাল 'অপরবাস্তব: সাহিত্যচর্চার নতুন ধরন' শিরোনামে একটি অসামান্য আলোচনা লিখেছিলেন, সেটা পড়ুন এইখানে। এছাড়া গ্লোবাল ভয়েসেস অনলাইনেও একটি আলোচনা পাবেন।
প্রশ্ন : বই বের করা তো শুনেছি অনেক টাকার মামলা। অপরবাস্তবের পয়সাকড়ি যোগান দেয় কে?
উত্তর : কয়েকজন ব্লগার নিজেদের টাকা খরচ করে এই পর্যন্ত অপরবাস্তবের সংকলনগুলো বের করে এসেছেন। ব্যাপারটা পুরোপুরিই অলাভজনক। তবে এবারই প্রথম অপরবাস্তবের প্রকাশনার ভার নিয়েছে ঢাকার একটি নামি প্রকাশনা সংস্থা 'শুদ্ধস্বর'। অপরবাস্তবের উদ্যোক্তারা ইতিমধ্যে এই ব্যাপারে শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদের সঙ্গে চুক্তি সম্পাদনও করেছেন। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
প্রশ্ন : একটা প্রশ্ন জিজ্ঞেস করলে বকবক করতেই থাকেন। যা হোক, এইবারের কী পরিকল্পনা একটু শুনি?
উত্তর : এবারের সংকলনের নাম হবে অপরবাস্তব-৫। ২০১১ সালের ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় এটা প্রকাশিত হবে। গতবারের মতোই এবারও অপরবাস্তব হবে পাঁচমিশালী লেখা নিয়ে। থাকবে গল্প, বিতর্ক, প্রবন্ধ-নিবন্ধ। অন্যমনস্ক শরৎ, সাদিক মোহাম্মদ আলম ও রাহা কাজ করবেন বিতর্ক, প্রবন্ধ ও নিবন্ধ নিয়ে। অন্যদিকে কৌশিক আহমেদ, বাকীবিল্লাহ ও লোকালটক কাজ করবেন গল্প কিংবা গল্পধর্মী ব্লগ নিয়ে। বলে রাখা ভালো, প্রতিবছর ব্লগারদের মধ্য থেকে এক-একাধিক সম্পাদক নির্বাচন করা হতো, কিন্তু এই বছর অপরবাস্তব সম্পাদনা করবেন ওপরে উল্লেখিত উদ্যোক্তরাই।
প্রশ্ন : উফফফ... এখন কী করতে হবে আমাদের? টাকা-পয়সা চাইবেন? তাহলে ভাই প্লিজ পরে আসুন!
উত্তর : না, না! মাফ করবেন, টাকাপয়সা চাইছি না। আপনি যদি প্রবন্ধ-নিবন্ধ ও বিতর্কমূলক লেখা মনোনয়ন দিতে চান, তাহলে লিংকটি রেখে আসুন শরতের এই পোস্টে। আর অত্র পোস্টের মন্তব্যের ঘরে শুধু আপনার মনোনীত/ভালো লাগা গল্পের লিংকটি দিন। নিজেই নিজের গল্প মনোনয়ন দিতে পারেন, সবচেয়ে ভালো হয়, অন্য ব্লগারের লেখা ভালো গল্পগুলো মনোনয়ন দিলে। তবে মনে রাখবেন, সামহোয়্যারইন ব্লগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বরের মধ্যে প্রকাশিত হওয়া গল্পগুলোর মধ্য থেকেই শুধু মনোনয়ন দিতে পারবেন। কাজটা আজ থেকেই শুরু করলে ভালো হয়। কারণ আগামী ১০ নভেম্বরের মধ্যে সবকিছু শেষ করতে হবে আমাদের।
গল্পতালিকা : ব্লগারদের মনোনয়ন
আমার খেয়ালী প্রেমিকা - হাসান মাহবুব
বিষন্ন উদ্যান এক স্বর্গীয় ফুল - নীল কষ্ট
সেদিন ছিল আমাদের, আমাদের ক'জনার - নীল কষ্ট
মাইলস্টোন - এ.টি.এম.মোস্তফা কামাল
দ্যা গ্যানিয়্যু - কবি ও কবিতা
১০০ তম গল্প এবং অদৃশ্য মানব - স্বদেশ হাসনাইন
গাধার বাচ্চা - মুক্ত মানব
একটি অনন্ত সম্পর্কের সম্ভাবনা - আবদুল ওয়াহিদ
ঘুম - মুহাম্মদ মেহেদী হাসান
চড়ুই - ইশতিয়াক অাহমেদ
জীবন ও জলুস্তির চক্র - ম্যাভেরিক
আবির আর অনু গল্প - এন এইচ আর
সুখী - বইপাগল
আশ্রয় - ইমন জুবায়ের
বৃক্ষের কাছে প্রার্থনা - আহমদ ময়েজ
স্পর্শ - ফয়সল নোই
জাগ - ইমন জুবায়ের
প্রতিশোধ - ধীবর
কতিপয় জীবনের সাধ এবং চর আর খেচরের কবন্ধ-উপাখ্যান - নির্ঝর নৈঃশব্দ্য
অপেক্ষা - শূণ্য উপত্যকা
নীরা আর অদিতির গল্প, তাদেরকে ভালোবাসা - ড়ৎশড়
ক্রমশঃ সুন্দর হয়ে ওঠা একটি মানুষ - হাসান মাহবুব
ও আমার ছোট্ট পাখি চন্দনা - শায়মা
ভালোবাসা,ঈর্ষা এবং আয়নার গল্প - রাজসোহান
এই গল্পটার নাম দেয়া যায় যারা বৃষ্টিতে ভিজে নাই অথবা জ্যোৎস্নার দেয়াল ভেঙে যাওয়ার গল্প - অমিত চক্রবর্তী
উর্বশীর দহনকাল - নৈশচারী
নৈঃশব্দ্যের ভাঁজে ভাঁজে - ভাঙ্গন
নিরুদ্দিষ্ট হওয়ার কিছু দিন পর - স্বদেশ হাসনাইন
শহুরে অন্ধকারের বিপরীতে - আমি উঠে এসেছি সৎকারবিহীন
কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর - পাপতাড়ুয়া
কতক আত্মজক্লেদ আর কনফেশান - অন্ধ আগন্তুক
পদ্মার অথবা এক বেশ্যার গল্প - জীবনানন্দদাশের ছায়া
জন্মসূত্রে জাহান্নামী - যাদুকর...
পথ বেঁধে দিলো বন্ধনহীন গ্রন্থি... - মেঘ বলেছে যাবো যাবো
দোস্ত আমি তো শ্যাষ - আলোকিত পৃথিবী
দ্যা কয়েন - আলোকিত পৃথিবী
জলরঙ স্বপ্ন ও একটি ফড়িং - বোহেমিয়ান কথকতা
একটি বিচার কার্য এবং একজন *ফেইসবুক - বোহেমিয়ান কথকতা
প্রথম পর্ব : তুমি বিয়ে করছো না কেন? - যীশূ
দ্বিতীয় পর্ব : না হয় ধরো বিয়েটা করেই ফেললাম - যীশূ
মৃতবাড়ি এবং আইসক্রিম ফ্যাক্টরি - হাসান মাহবুব
কেটে আনি জল - ভাঙ্গন
জল - মেঘ বলেছে যাবো যাবো
মানিপ্লান্ট ডগায় দীর্ঘশ্বাসেরা - পাপতাড়ুয়া
কথপোকথন - নিস্সঙ্গ যোদ্ধা
রূপার কাঁকন - শেখ আমিনুল ইসলাম
ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা - নৈশচারী
যে নগরে কুড়ি থেকে কুড়ি হাজারে সম্ভ্রম কেনা যায় - সকাল রয়
অপদেবতা - পাপতাড়ুয়া
তুমি আসবে বলে আমার এ অপেক্ষা - সমুদ্র কন্যা
পাথর-নারী, পাথর-পুরুষ - ইমন জুবায়ের
অন্ধকারের সুখ - স্বপ্নকথক
মুছে গ্যাছে সব দেনা পাওনার স্মৃতি... - স্বপ্নকথক
একটি ভৌতিক রাতের কাবজাব শিৎকার-চিৎকার - ইউনুস খান
আলৌলিক যতসব ভৌতিকতা - ইউনুস খান
অন্যান্য : ব্লগারদের মনোনয়ন
ব্লগীয় বাঁদরামিনামা 7.1 - নৈশচারী
ব্লগিং ২০৪০ : বাংলা ব্লগে যা যা ঘটতে পারে ৩০ বছর পর - ফিউশন ফাইভ
(মন্তব্য থেকে ক্রমান্বয়ে আপডেট করা হবে)
প্রথম প্রকাশ
0 মন্তব্য