আর ভালো লাগে না। মোবাইল কোম্পানিগুলোর হাতে প্রতারিত হয়েছি বহুবার। আশেপাশের অনেককেও দেখেছি প্রতারিত হতে। প্রতারণায় সবার শীর্ষে নিঃসন্দেহে গ্রামীণফোন। একটেল-সিটিসেলও কম নয় প্রতারণায়। গ্রামীণফোন তার এক কোটি গ্রাহকের কাছ থেকে একটি টাকাও যদি মেরে নেয়, ওই এক সেকেণ্ডে গ্রামীণের পকেটে ঢোকে এক কোটি টাকা। বাংলাদেশই সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ, যেখানে মোবাইল কোম্পানির হেল্পলাইনে কথা বলতে গেলে মিনিটে কাটে তিন কি চার টাকা। আজব একটা দেশ!
আজ সকালেও ৯০০ টাকা লোকসান গুণতে হল। সেই দুঃখে এই মোবাইল সমগ্র। কয়েকটা আগে বানিয়েছিলাম, ছিটিসেল-ভাঙালিংকেরটা আজ বানালাম। ফুল্লি ফালতু!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গ্রামীণ, গ্রামীণফোন, গ্রামীণ ফোন, বাংলালিংক, বাংলা লিংক, সিটিসেল, একটেল, টেলিটক, মোবাইল, ওয়ারিদ, বাংলাদেশ, লোগো, grameen, grameenphone, grameen phone, banglalink, banglalink, citycell, aktel, mobile, warid, telecom, bangladesh, logo, teletalk, tela talk ;
প্রথম প্রকাশ
About author
ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।
0 মন্তব্য