জীবন বোতলময়

জীবন যে ফুলশয্যা নহে তার মীমাংসা হয়েছে আগেই। জীবন নিঃসন্দেহে দুঃখময়, আবার একে বোতলময় বললেও খুব একটা অত্যুক্তি হয় না। জীবনের পুরো চক্রটিই যেন বোতলে-বোতলে পূর্ণ। শৈশব শুরু হয় দুধের বোতল দিয়ে, কৈশোরে কোমল পানীয়র বোতল। যৌবন পার হয় কর্মক্ষেত্রে বসের গায়ে তেলের বোতল ঢেলে আর প্রসাধনী-রূপচর্চার বোতল খালি করে। আর শেষ বয়সের সঙ্গীও ওই বোতলই—কখনো স্যালাইনের, কখনো বা ওষুধের।


সংযুক্তি :
ই-প্রথম আলো  |  প্রথম আলো ওয়েব
প্রকাশকাল :

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply