ফিরে দেখা ২০০৯ : সামহোয়্যার ইন...ব্লগে বছরের আলোচিত ১১

বছর শেষ হতে কটা মাত্র দিন বাকি। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের বহুলখ্যাত অনার্স লিস্ট প্রকাশ করে ফেলেছে। আমাদেরও নিরব থাকা ভালো দেখায় না। বছর শেষ হওয়ার আগেই তাই সামহোয়্যারের ঘটনাবহুল বছর ২০০৯ সালকে ফিরে দেখা যাক একবার। মোট ১০ ক্যাটাগরিতে বিশেষ বিশেষ ব্লগ ব্যক্তিত্বকে বিশেষভাবে সম্মান জানানোর চেষ্টা করা হয়েছে এখানে। বিচারের ভার ব্লগারদের হাতে।

বর্ষসেরা চাঞ্চল্যকর তদন্ত
প্রলয়-টিয়া জটিলতা : সর্বশেষ কিছু পর্যবেক্ষণ

বর্ষসেরা টেকি পোস্ট
কিভাবে ইয়াহুতে পাসওয়ার্ড পরিবর্তন করবেন?

বর্ষসেরা উত্তরাধুনিক কবিতা
পেঁক পেঁক

বর্ষসেরা ব্যর্থ প্রজেক্ট
১. চলুন সত্যিটা কি বের করি
২. কম্পিউটার সাইন্স ওয়ালারা আওয়াজ দেন ( এবং নন-কম্পিউটার সাইন্স ওয়ালারা ও )

বর্ষসেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সামহয়ারে ব্লগিংয়ের তিন বছর পূর্তি উপলক্ষে পোস্ট : গুডবাই সামহয়ারইন


বর্ষসেরা ফ্লাডিং
তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর এ বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছেন এস.কে.ফয়সাল আলম, পল্টনস্থ ব্লগ আড্ডা নিয়ে তার নিরবচ্ছিন্ন ফ্লাডিংয়ের জন্য এবং গোল্ডেন বাংলাদেশ, নিচের অসামান্য লিপিটির জন্য। বছরের শেষ দিকে এসে অল্পের জন্য হেরে গেছেন ডলুপূত্র


বর্ষসেরা প্রদর্শনী (জুতো বিভাগ)
ব্লগাব্লগিতে বিস্কুট-দৌড় সংস্কৃতিতে রাটা সু কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর নুরুল কবির

বর্ষসেরা গুগলিং

বিজয়ী মমতা জাহান

বর্ষসেরা সহনশীল ব্লগার
ইউটার্ন


বার্ষিক লুল সম্মেলন
"সবাই কে শুভেচ্ছা" শীর্ষক পোস্টে।

বিশেষ ভাষা পদক
আলিফ দেওয়ান বি.কম.

প্রথম প্রকাশ

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply