তাহারা বনাম আমরা

বাঙালির যদি সর্বজনীন পছন্দের কোনো তালিকা করা হয়, তার শুরুর দিকেই নিশ্চিত থাকবে ‘নিজের পায়ে কুড়োল মারা’। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার স্বভাবটা তো প্রাত্যহিক কর্মেরই অংশ। বাঙালির এই স্বভাব নজর এড়ায়নি এমনকি রবীন্দ্রনাথেরও। লিখেছেন কবিগুরু, ‘বাঙালি অনাহারে ঘরে পড়িয়া মরিবে তথাপি আহার অন্বেষণ করিবে না।’
এই যেমন পশ্চিমা আর বাঙালির স্বভাবের মাঝখানে ফারাক সমুদ্রসম। পশ্চিমারা ‘কম কথা, বেশি কাজ’ নীতিতে বিশ্বাসী, বাঙালি তার ঠিক বিপরীত—তার পছন্দ ‘বেশি কথা, কম কাজ’। পশ্চিমারা সচরাচর আত্মসমালোচনায় অভ্যস্থ, অন্যদিকে বাঙালি খেয়ে না খেয়ে ব্যস্ত থাকে অন্যের ছিদ্রান্বেষণে। এরকম হাজারো অমিল পশ্চিমা বনাম বাঙালির স্বভাবে। সেখান থেকেই কিছু নমুনা হাজির করা হল এখানে।

সংযুক্তি
ই-প্রথম আলো 
প্রকাশকাল : ২৬ সেপ্টেম্বর ২০১১

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply