প্রথমে একটি দোয়েল পাখির হাতে আঁকা ছবি নিন। বাড়তি নিরাপত্তার জন্য সেটি একটি বৃত্তের মধ্যে ঢুকিয়ে নিন। বাকি কাজ একদমই সহজ। বিশ্বখ্যাত যে কোনো প্রতিষ্ঠানের লোগো সামনে নিয়ে তার ওপর দোয়েল হোক আর শাপলা কিংবা আম কি জাম - ইচ্ছেমতো যে কোনো কিছু যত্নসহকারে বসিয়ে দিন। ব্যস, হয়ে গেল ব্রান্ড লোগো! সম্প্রতি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলকে সামনে রেখে বাংলাদেশি ল্যাপটপ দোয়েলেও এই নীতি চমৎকারভাবে অনুসরণ করা হয়েছে। দোয়েলের লোগোটা হয়েছে ডেলেরই কপি। বাংলাদেশি মোবাইল, প্রিন্টার, ফ্রিজ-টেলিভিশনসহ যে কোনো সরকারি পণ্যের লোগো হিসেবে ভবিষ্যতে ব্যবহারের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ -
সংযুক্তি
ই-প্রথম আলো
ফেসবুক ফ্যান পেইজ ১
প্রকাশকাল : ১৭ অক্টোবর ২০১১
0 মন্তব্য