আবুলের পরশমণি!

বিশ্বব্যাংকটা খুব দুষ্টু! মাননীয় যোগাযোগমন্ত্রীর মান-সম্মানের পর্দাটা একটানে সরিয়ে দিয়ে তারা বলছে - পদ্মা সেতু প্রকল্পে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন চেয়েছে সৈয়দ আবুল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল। কমিশন দিলে কাজ পেতে যোগাযোগমন্ত্রী নিজেই সহায়তা করবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রমাণ দিয়েই ক্ষান্ত হয়নি বিশ্বব্যাংক। জুয়াচুরি আর দুর্নীতির অভিযোগে বিশাল অংকের ঋণ পর্যন্ত আটকে দিয়েছে। তাতেই বন্ধ পদ্মা সেতুর কাজ। তাই না দেখে যোগাযোগমন্ত্রীর মনে অনেক দুঃখ...



সংযুক্তি
ই-প্রথম আলো
ফেসবুক ফ্যান পেইজ ১  □  ফেসবুক ফ্যান পেইজ ২  □  ফেসবুক ফ্যান পেইজ ৩
প্রকাশকাল : ১৭ অক্টোবর ২০১১

Tags: , , , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply