পাকিস্তান সফরের উপযোগী জাতীয় ক্রিকেট দলের জার্সি ডিজাইন প্রতিযোগিতা ২০১২

[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
যেহেতু ‘রঙিন টিভি/ তিনটে বিবি/ উর্দুতে গায় গান/ পেয়ারা পাকিস্তান!’ সুতরাং ঝুঁকি যতই থাকুক, লাহোর স্টেডিয়াম থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসুক শ্রীলঙ্কা দল, খেলতে রাজি না থাকুক দুনিয়ার কোনো দল—বাংলাদেশ ক্রিকেট দলকে যেতেই হবে পাকিস্তান। হোক পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশ, তবু পাকিস্তান যাওয়া চাই-ই চাই। কেননা, এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামালের সম্মান। ক্রিকেট-ফাঁড়া থেকে পাকিস্তানকে উদ্ধার করতে গিয়ে তিনি স্থাপন করেছেন পাকপ্রেমের অবিস্মরণীয় দৃষ্টান্ত। হাজার মাইল উড়ে পাকিস্তানি ভাই-বেরাদারদের দিয়ে আসা ওয়াদা ভঙ্গের বেদনা এই জাতি কী করে বইবে?

[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
অথচ ওয়াকিবহাল মহল মাত্রেই জানে, যৎসামান্য এই সফরের বিনিময়ে আইসিসির সহসভাপতি পদ পাওয়া অনেকটাই তুচ্ছ। খোশ খবর ছিল বরং অন্যখানে। পাকিস্তানের জন্য প্রাণপণ সেবা দিয়ে মাওলানা নিজামী, আল্লামা সাঈদীর মতো ইনসান যা পাননি, প্রথম বাংলাদেশি হিসেবে বিসিবি সভাপতির ললাটে সেই ‘খিদমতগার-ই-পাকিস্তান’ পদকে ভূষিত হওয়ার একটি সম্ভাবনা টিম টিম করে জ্বলছিল। দুর্ভাগ্য জাতির, আশার সেই প্রদীপে পানি ঢেলে দিলেন মহামান্য হাইকোর্ট, পাকিস্তান গমনে চার সপ্তাহের এক নিষেধাজ্ঞা জারি করে। তাতে ক্রিকেটারদের জীবন আপাতত ঝুঁকিমুক্ত হলেও ঝুঁকির মুখে পড়ে গেছে আ হ ম মুস্তফা কামালের স্বপ্নের আইসিসির সহসভাপতির চেয়ার। হায় ক্রিকেট দল, উপকারেই যদি না এল, কী দরকার মাসিক বেতনভাতা দিয়ে এই দল পোষার? যত্তসব!


[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
তবু রাগ-ক্ষোভ নিয়ে ক্রিকেট কূটনীতি চলে না। পাকিস্তান সফরেরও আর বেশি দেরি নেই। হাইকোর্টের নিষেধাজ্ঞা কাটলেই দিতে হবে উড়াল। ক্রিকেটারদের মনোবল বাড়ানোর পাশাপাশি এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ নিবিড়
কমান্ডো প্রশিক্ষণ। তার আগে জাতীয় ক্রিকেট দলের জন্য পাকিস্তান সফরের উপযোগী জার্সি নির্বাচনও কম গুরুত্বপূর্ণ নয়। বিসিবির সভাপতির বিপুল ব্যস্ততার কথা মাথায় রেখে রস+আলোই নিল জার্সি ডিজাইন প্রতিযোগিতার গুরুভার। জার্সি বিচারের ভার পাঠকের হাতে।

সংযুক্তি
প্রথম আলো অনলাইন  □  ই-প্রথম আলো ১  □  ই-প্রথম আলো ২  □
ই-প্রথম আলো ৩  □  ই-প্রথম আলো ৪
 
ফেসবুক ফ্যান পেইজ ১  □  ফেসবুক ফ্যান পেইজ ২  □  ফেসবুক ফ্যান পেইজ ৩

প্রকাশকাল : ২৩ এপ্রিল ২০১২

Tags: , , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply