
নাপিতের দোকানে ঢুকেই আমি বিস্ময়ে স্তব্ধ। একি দেখছি!!! আগেই অবশ্য জানতাম তিনি একজন সু+শীল (ভাল নাপিত)। কিন্তু তার পেশাগত কাজ যে আমাদের পাড়াতেই এই খবর আমার জানা ছিল না। পেশায় সুশীল হলেও তিনি একজন সুসাহিত্যিক। আমি তাকে শ্রদ্ধা করি। মানুষের পেশা নিয়ে মশকরা করা আমার স্বভাব নয়। আমি মনে করি সকলেরই উচিত তাকে শ্রদ্ধা করা এবং তার পেশাকেও সম্মান করা। আমি সুশীলদের সাথে মিশতে চাই। ফর্সা হলে ভাল... [আদি : ব্রাত্য রাইসু]
About author
ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।
0 মন্তব্য