বাংলাদেশ বিমানের কৃতিত্ব নিয়ে গিনেস বুক অফ রেকর্ডসের শত্রুতা!


বাংলাদেশ বিমান দুর্ঘটনায় পড়েছে- এটা এতোই মামুলি ব্যাপার যে, কেউই সাধারণত এইসব খবরে বিচলিত হন না। যেন ওটাই হওয়ার কথা, বরং না হওয়াটাই উদ্বেগের বিষয়! কোথাও কৌতূহল যদি কিছু থাকে, সেটা দুর্ঘটনার ধরনে। এর আগে আস্ত বিমান রানওয়ের বদলে খালে-বিলে-খাদে আছড়ে পড়ার দৃশ্য আমরা দেখেছি। গতকালের ঘটনা আরো মজাদার। ৩০৫ জন যাত্রী নিয়ে ওমানের মাসকট থেকে আসা একটি বিমানের আস্ত পাখা খসে পড়েছে চট্টগ্রামের আকাশে। চট্টগ্রামের পটিয়ায় সেই পাখা তিন টুকরো হয়ে ভূপাতিত হয়।

ভাবতে ভালো লাগে, বাংলাদেশ বিমান খালে-বিলে আছড়ে পড়লেও, আকাশে এমনকি পাখা খসে গেলেও প্রাণহানির ঘটনা তেমন একটা নেই। যাত্রীগুলো কিভাবে কিভাবে বেঁচে যান। গিনেস বুক অফ রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা করে লাভ নেই। আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারি যে, বাংলাদেশ বিমানের যাত্রীরাই পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ!

ছবিটি বড়ো আকারে দেখুন এইখানে ক্লিক করে
ছবিতে ব্যবহৃত বিমানের শ্লোগানটি পথ হারা পাখির সৌজন্যে।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): bangladesh bimanbangladesh airlinesbiman ;

প্রথম প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply