প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা'

প্রস্তুতির প্রায় এক বছর পর অবশেষে প্রকাশিত হল 'ব্লগারদের প্রিয় কবিতা'। নানাভাবে কবিতার সংকলন হয় - দশক, বিষয়, ভূখন্ড, দেশভিত্তিতে। নানা দৃষ্টিকোণ থেকে বাংলা কবিতার সংগ্রহও রয়েছে। কিন্তু প্রিয় কবিতা নিয়ে এই সংকলন সম্পূর্ণ ভিন্নমাত্রিক। তা এই কারণে যে, বিশ্বজুড়ে বসবাসরত ব্লগাররা তাদের প্রিয় কবিতার তালিকা দিয়েছেন, অকূণ্ঠ মতামতও এবং তার ভিত্তিতে গড়ে উঠেছে বইটির শরীর। ২০০৮ সালের সেপ্টেম্বরে সামহোয়্যারইন...ব্লগের ব্লগারদের কাছ থেকে প্রিয় কবিতার এই তালিকা আহবান করা হয়। বলাবাহূল্য, এতে সাড়া মেলে আশাতীত। বাংলাভাষায় এটিই সম্ভবত প্রথম কবিতা সংকলন, যা নির্মিত হয়েছে সরাসরি পাঠকের মতামতের ভিত্তিতে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৪০ জন কবির মোট ১৩১টি এই কবিতা সংকলনে যুক্ত হয়েছে।

এই ই-সংকলনটি অনুমতি ছাড়াই বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রির জন্য নয়। পাঠের সুবিধার জন্য ই-সংকলনের বিভিন্ন জায়গায় হাইপারলিংক যুক্ত করা হয়েছে। সূচিপত্রে নির্দিষ্ট শিরোনামে ক্লিক করে সরাসরি মূল কবিতার পাতায় যাওয়া যাবে। আবার যে কোনো পৃষ্ঠার নিচে-বাঁয়ে বৃত্তাকার চিহ্নে ক্লিক করে সূচিপত্রে যাওয়া যাবে। সবচেয়ে সুবিধা পাবেন, যদি ই-বুকের সঙ্গে বিল্টইন বুকমার্ক প্যানেল ধরে সংকলনটি ব্রাউজ করেন। সংকলনটি দেখার জন্য এডবি রিডার ইনস্টল করে নিলে সবচেয়ে ভালো হয়, তবে যে কোনো পিডিএফ রিডারে এই ই-সংকলনটি দেখা যাবে।

সংকলনটি শীঘ্রই পশ্চিমবঙ্গের বাংলাভাষাভাষী পাঠকদের জন্যও দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডাউনলোড লিংক ১
অথবা
ডাউনলোড লিংক ২

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply