প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ

নিজের জন্য নয়, বহুল প্রচারিত একটি দৈনিকে মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন "ফিরে দেখা একাত্তর"-এর রিভিউ প্রকাশিত হয়েছে- এটিই এক গভীর আনন্দের বিষয়। ভাবতে ভালো লাগছে, বাংলাদেশের কয়েক লাখ পাঠক আজ এই রিভিউটি পড়বেন। তার মধ্যে কয়েক হাজার পাঠকও যদি ই-বুকটি ডাউনলোড করে পড়েন, তা হবে সবচেয়ে বড়ো প্রাপ্তি। এ কারো একার বিষয় নয়, এ আসলে সব ব্লগারেরই প্রাপ্তি।


শওকত হোসেন মাসুমের লেখাটিও হয়েছে অসাধারণ। ব্লগারদের অনেকেই জানেন, সম্প্রতি তিনি রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন বেশ কিছুদিন। সুস্থ হয়েই লেখাটি লিখতে বসে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার গভীর অনুরাগ মুগ্ধ করার মতো। প্রথম আলোর প্রজন্ম ডট কমের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশিত হওয়া লেখাটি পড়ুন এখানে - পিডিএফ

ই-বুক ডাউনলোড লিংক


প্রথম প্রকাশ  |  দ্বিতীয় প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply