মিডিয়াফায়ারে কিছুক্ষণ আগের পরিসংখ্যানে দেখলাম, গত দুই দিনে ই-সংকলন "ফিরে দেখা ৭১" মোট ৬১৮টি কপি ডাউনলোড করা হয়েছে। গতরাত থেকে ডাউনলোডের জন্য আরেকটি মিররও ব্যবহার করা হচ্ছে। নানাজনের কাছ থেকে আমি জেনেছি, ইমেইল থেকে ইমেইলেও বিতরণ হচ্ছে ই-বুকটি। সবমিলিয়ে এ সাফল্য লেখকদেরই। সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষ এবং সকল ব্লগারকে বিশেষভাবে ধন্যবাদ। মন্তব্যের সূত্রে এবং গুগলে সার্চ দিয়ে কিছু লিংকও পেলাম। এর কয়েকটি নিচে উল্লেখ করলাম।
ই-সংকলনের কিছু প্রাপ্তি
বাংলাদেশ গণহত্যা আর্কাইভের বুকস, জার্নাল এন্ড আর্টিকলস বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত হয়েছে।
আমারব্লগের প্রথম পাতার সাইডবারে বিশেষ ডাউনলোড লিঙ্ক লাগানো হয়েছে। এর আগে ই-সংকলন বিষয়ক একটি পোস্ট স্টিকি করা হয়েছিল।
বই বেচাকেনার সাইট বইমেলায় অনলাইন কম্পাইলেশন বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত করা হয়েছে।
বাংলাদেশ ৭১ ডট অর্গ সাইটেও ই-সংকলন বিষয়ে একটি পোস্ট স্টিকি করা হয়েছে।
ই-মেলা ওয়েবসাইটে ই-সংকলন বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে ।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে বহু ব্লগারের পেইজে ই-সংকলনটি যুক্ত করা হয়েছে।
ব্লগে আসা কয়েকটি পোস্ট
প্রসঙ্গ:ফিরে দেখা একাত্তর
ফিরে দেখা একাত্তর
ই-সংকলন
মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম
মুক্তিযুদ্ধ বিষয়ক ই-সংকলন উৎসর্গ সম্পর্কে ভেবে দেখুন
প্রথম প্রকাশ
0 মন্তব্য