[পূর্ণ রেজ্যুলেশনে দেখার জন্য ছবির ওপর ক্লিক করুন] |
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় শুষ্ক এলাকার আন্ধারমানিকে একটি কয়লা খনির সুড়ঙ্গপথ ধসে ছয়জন শ্রমিক খনির একেবারে নিচে আটকে পড়েন। সুড়ঙ্গস্থলে উত্তেজিত জনতার হামলা। পুলিশের ধাওয়া, র্যাব মোতায়েন।
৮ আগস্ট ২০১০ ●
দায়িত্বে অবহেলার অভিযোগে থানা মৎস্য কর্মকর্তা ওএসডি, তিন এএসআই ক্লোজড। ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ। অনতিবিলম্বে সুড়ঙ্গ সমস্যা সমাধানের জন্য সরকারকে আল্টিমেটাম, ক্ষতিপূরণ দেওয়ার দাবি।
৯ আগস্ট ২০১০ ●
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগ—
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সুড়ঙ্গে আটকেপড়া ব্যক্তিরা বিরোধী দলের নেতা-কর্মী বলেই সরকার এই হীন কাজ করেছে।
১৩ আগস্ট ২০১০ ●
সুড়ঙ্গে লোক আটকে যাওয়ার প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ বর্জনের হুমকি।
১৫ আগস্ট ২০১০ ●
ঘটনাস্থলের অদূরে সরকারি দলের বিশাল সমাবেশে বক্তারা—সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধী দল এ ঘটনা ঘটিয়েছে। লোক উদ্ধারে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস।
২২ আগস্ট ২০১০ ●
অতিবিপ্লবী শ্রমিক মোর্চার বিবৃতি—আলোচনা ও সমালোচনার পথে না গিয়ে বলপ্রয়োগে শ্রমিক উদ্ধারের পদক্ষেপ হঠকারী ও অবিবেচনাপ্রসূত।
২৯ আগস্ট ২০১০ ●
স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে দিনব্যাপী ঝাড়-ফুঁক শেষে ওঝার ভাষ্য—দুষ্ট প্রকৃতির জিন মাটির নিচে লোকগুলোকে লুকিয়ে রেখেছে।
৩০ আগস্ট ২০১০ ●
ঝাড়-ফুঁকের আশ্রয় নেওয়ায় সম্মিলিত বিজ্ঞানসমাজের ক্ষোভ প্রকাশ।
৩ সেপ্টেম্বর ২০১০ ●
উদ্ধারের দাবিতে রমনা বটমূলে বিপ্লবী ভাওয়াইয়া সংগীতের আয়োজন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত এক হাজার ৭৩০ টাকা ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নেতাদের কাছে হস্তাস্তর।
১২ সেপ্টেম্বর ২০১০ ●
বিশ্বব্যাংকের বিশেষ অনুদানে সুড়ঙ্গ খননযন্ত্র আমদানির প্রস্তাব একনেকে চূড়ান্ত।
১৪ সেপ্টেম্বর ২০১০ ●
শীর্ষ আইনজীবীদের কড়া প্রতিক্রিয়া—আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়া খননযন্ত্র আমদানি অবৈধ ও অসাংবিধানিক।
২৫ সেপ্টেম্বর ২০১০ ●
খননযন্ত্র আমদানিতে জটিলতা: এলজিআরডি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানি। ছাড়পত্র মিলছে না বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে।
৩০ সেপ্টেম্বর ২০১০ ●
ফ্রান্স থেকে আমদানিকৃত খননযন্ত্রের গুরুত্বপূর্ণ পার্টস চট্টগ্রাম বন্দর থেকে লোপাট, জড়িত সন্দেহে ধৃত তিন। কারণ অনুসন্ধানে ছয় সদস্যের কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ।
৭ অক্টোবর ২০১০ ●
কারণ অনুসন্ধানে গঠিত কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির সিদ্ধান্ত। নৌপরিবহনমন্ত্রীর হুঁশিয়ারি— ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
১০ অক্টোবর ২০১০ ●
আটকেপড়া লোকজন বেঁচে আছে কি না, জানতে ঢাকার নভোথিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ প্ল্যানচেটের আসর আয়োজন।
১২ অক্টোবর ২০১০ ●
শ্রমিক উদ্ধারে বিদেশি বিশেষজ্ঞের সন্ধানে মন্ত্রীসহ ২০ সরকারি কর্মকর্তার বিদেশ সফর।
১৪ অক্টোবর ২০১০ ●
বাংলাদেশ সফরে চিলির পরিবহনমন্ত্রী—
সুড়ঙ্গে আটকেপড়া লোক উদ্ধারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চিলি সরকার গভীরভাবে বিবেচনা করছে।
৮ আগস্ট ২০১০ ●
দায়িত্বে অবহেলার অভিযোগে থানা মৎস্য কর্মকর্তা ওএসডি, তিন এএসআই ক্লোজড। ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ। অনতিবিলম্বে সুড়ঙ্গ সমস্যা সমাধানের জন্য সরকারকে আল্টিমেটাম, ক্ষতিপূরণ দেওয়ার দাবি।
৯ আগস্ট ২০১০ ●
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগ—
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সুড়ঙ্গে আটকেপড়া ব্যক্তিরা বিরোধী দলের নেতা-কর্মী বলেই সরকার এই হীন কাজ করেছে।
১৩ আগস্ট ২০১০ ●
সুড়ঙ্গে লোক আটকে যাওয়ার প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ বর্জনের হুমকি।
১৫ আগস্ট ২০১০ ●
ঘটনাস্থলের অদূরে সরকারি দলের বিশাল সমাবেশে বক্তারা—সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধী দল এ ঘটনা ঘটিয়েছে। লোক উদ্ধারে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস।
[পূর্ণ রেজ্যুলেশনে দেখার জন্য ছবির ওপর ক্লিক করুন] |
অতিবিপ্লবী শ্রমিক মোর্চার বিবৃতি—আলোচনা ও সমালোচনার পথে না গিয়ে বলপ্রয়োগে শ্রমিক উদ্ধারের পদক্ষেপ হঠকারী ও অবিবেচনাপ্রসূত।
২৯ আগস্ট ২০১০ ●
স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে দিনব্যাপী ঝাড়-ফুঁক শেষে ওঝার ভাষ্য—দুষ্ট প্রকৃতির জিন মাটির নিচে লোকগুলোকে লুকিয়ে রেখেছে।
৩০ আগস্ট ২০১০ ●
ঝাড়-ফুঁকের আশ্রয় নেওয়ায় সম্মিলিত বিজ্ঞানসমাজের ক্ষোভ প্রকাশ।
৩ সেপ্টেম্বর ২০১০ ●
উদ্ধারের দাবিতে রমনা বটমূলে বিপ্লবী ভাওয়াইয়া সংগীতের আয়োজন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত এক হাজার ৭৩০ টাকা ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নেতাদের কাছে হস্তাস্তর।
১২ সেপ্টেম্বর ২০১০ ●
বিশ্বব্যাংকের বিশেষ অনুদানে সুড়ঙ্গ খননযন্ত্র আমদানির প্রস্তাব একনেকে চূড়ান্ত।
১৪ সেপ্টেম্বর ২০১০ ●
শীর্ষ আইনজীবীদের কড়া প্রতিক্রিয়া—আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়া খননযন্ত্র আমদানি অবৈধ ও অসাংবিধানিক।
২৫ সেপ্টেম্বর ২০১০ ●
খননযন্ত্র আমদানিতে জটিলতা: এলজিআরডি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানি। ছাড়পত্র মিলছে না বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে।
৩০ সেপ্টেম্বর ২০১০ ●
ফ্রান্স থেকে আমদানিকৃত খননযন্ত্রের গুরুত্বপূর্ণ পার্টস চট্টগ্রাম বন্দর থেকে লোপাট, জড়িত সন্দেহে ধৃত তিন। কারণ অনুসন্ধানে ছয় সদস্যের কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ।
৭ অক্টোবর ২০১০ ●
কারণ অনুসন্ধানে গঠিত কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির সিদ্ধান্ত। নৌপরিবহনমন্ত্রীর হুঁশিয়ারি— ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
১০ অক্টোবর ২০১০ ●
আটকেপড়া লোকজন বেঁচে আছে কি না, জানতে ঢাকার নভোথিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ প্ল্যানচেটের আসর আয়োজন।
১২ অক্টোবর ২০১০ ●
শ্রমিক উদ্ধারে বিদেশি বিশেষজ্ঞের সন্ধানে মন্ত্রীসহ ২০ সরকারি কর্মকর্তার বিদেশ সফর।
১৪ অক্টোবর ২০১০ ●
বাংলাদেশ সফরে চিলির পরিবহনমন্ত্রী—
সুড়ঙ্গে আটকেপড়া লোক উদ্ধারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চিলি সরকার গভীরভাবে বিবেচনা করছে।
৩০ সেপ্টেম্বর, ২০২২ এ ১:০৪ AM
বাংলায় সকল নিউজ
দেশ বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও পরামর্শ বাংলায়