

পরিচিত কারো এসব কথা শেয়ার করা মানেই শুধু শুধু ভ্রূকুটির শিকার হওয়া। কিন্তু আমি আশাবাদী, আসবেই আসবে এইদিন, না হয় আগামীদিনে। আমাজন ইলেকট্রনিক বই ছেড়েছে বাজারে। পেপারব্যাক আকারের ওই বই উল্টে উল্টে পড়া যায়। সার্চ সুবিধাও আছে। সনিরও এইরকম একটা ডিভাইস আছে দেখেছিলাম। তবে আপাতত আনডু সুবিধাসম্বলিত আলমিরা এবং সার্চের সুবিধাসম্পন্ন ফাইল ক্যাবিনেট চাই। সম্ভাবনাময় আরো যা কিছু হতে পারে সামনে, তার একটি ছোট্ট তালিকা নিচে দিলাম-
পণ্যের নাম : কি-বোর্ডের প্রিন্ট স্ক্রিন
সম্ভাব্য প্রস্তুতকারক : গ্রামীণ টেলিকম
মোবাইলের অ্যাটাচড ক্যামেরাটির বহুল ব্যবহার আসলে হয়ে থাকে পথে-ঘাটে-বসুন্ধরায় দেখা সুন্দরী মেয়েদের ছবি তোলায়। যদিও এখন মেয়েরাও সচেতন হয়ে উঠছে। মোবাইল ক্যামেরা হাতে উঠতে দেখলেই অনেকে মুখ ঘুরিয়ে ফেলে। অনেকে ক্রুদ্ধ চোখে তাকায়। তবে আমার মতে, ব্যবসা হল ব্যবসা। বাংলাদেশের আইনে আটকে যায় বলে ইউনিলিভার কিংবা ডিজুস বিশেষ অনুগ্রহ করে "বস্ত্রহরণ প্রতিযোগিতা"র আয়োজনটা করছে না। যদি না আটকাতো, তারা নিশ্চিত ওইটাও করতো। এবং অবশ্যই অবশ্যই চ্যানেল আই কিংবা এনটিভি এই কাজে মিডিয়া পার্টনার হতো।
সুতরাং, তরুণদের আগ্রহের কথা মাথায় রেখে প্রিন্ট স্ক্রিনের মতো পদ্ধতি চালু করা যেতে পারে। পথচলতি মেয়েদের ছবি তোলার কাজে ঝামেলামুক্ত এই পদ্ধতি নিঃসন্দেহে জনপ্রিয় হবে।
সম্ভাব্য প্রস্তুতকারক : গ্রামীণ টেলিকম

সুতরাং, তরুণদের আগ্রহের কথা মাথায় রেখে প্রিন্ট স্ক্রিনের মতো পদ্ধতি চালু করা যেতে পারে। পথচলতি মেয়েদের ছবি তোলার কাজে ঝামেলামুক্ত এই পদ্ধতি নিঃসন্দেহে জনপ্রিয় হবে।
পণ্যের নাম : কন্ট্রোল+আর (রাগ)
সম্ভাব্য প্রস্তুতকারক : বেক্সিমকোখেলাপ ফার্মা

পণ্যের নাম : এফ-ফাইভ বা রিফ্রেশ কী
সম্ভাব্য প্রস্তুতকারক : ব্র্যাক ডেইরি ফার্ম
এই কী-টা মূলত এক্সিকিউটিভদের জন্য। অফিস-আদালতে দুপুরবেলা বা লাঞ্চ টাইমে এই কী-র ব্যবহারে খাবারের খরচটা সাশ্রয় হবে।
স্টার্ট মেন্যুর রান কমান্ড
সম্ভাব্য প্রস্তুতকারক : ড্যাফোডিল আইটি

অল্টার
সম্ভাব্য প্রস্তুতকারক : মোস্তফা জব্বার কম্পিউটার্স
বঙ্গবাজারের পোশাক-আশাক অল্টার করার মতো ফালতু কাজে এই কী'র ব্যবহার হওয়া উচিত হবে না। ভাবছি, সম্ভাব্য কী হতে পারে। তবে এটি ব্যবহারে কঠোর কপিরাইট নীতিমালা মেনে চলতে হবে, তা মোটামুটি সুনিশ্চিত।
অ্যারো বা কাঠি কী
সম্ভাব্য প্রস্তুতকারক মোহাম্মদী অ্যাপারেলস এন্ড বায়িং
এই কী'র ব্যবহার কোথায়-কিসে, নিজ জ্ঞান ও বুদ্ধিতে বুঝে নিন। একমাত্র এই কী'টি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। সামহোয়্যারে ছাগুদমন এবং সাম্প্রতিক কলুদমনে এই কি'র চমৎকার প্রয়োগ হচ্ছে।
ইহা কোনো
পোস্ট নয়।
সম্ভাব্য প্রস্তুতকারক মোহাম্মদী অ্যাপারেলস এন্ড বায়িং

ইহা কোনো

0 মন্তব্য