'হযরত মুহাম্মদ' নিকটি কার, সে ব্যাপারে আমারব্লগ কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি। তবে মন্তব্য পড়ে বুঝলাম, বেশ চিঠি চালাচালি হচ্ছে নিকের উৎস নিয়ে। এটা ছাড়াও সেখানকার আরো কিছু মন্তব্য থেকে অনুমান করি, সেই ব্লগের অন্দরমহল থেকে ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। যেই হোক না কেন, 'হযরত মুহাম্মদ' নিক নেওয়াটা একেবারেই ঠিক হয়নি। আবার সেই ইউজারের ব্যক্তিগত তথ্য মেইলে চালাচালি করাটাও, যদি সত্যি হয়ে থাকে, চরম অসততা হয়েছে।
কয়েকদিন আগে আরিফুর রহমানকেও আমি বলেছিলাম, ধর্মপ্রণেতাদের সম্মান করেই কথা বলা উচিত। তবে ধর্মের বিপক্ষে যুক্তি তুলে ধরা নিয়ে তার সঙ্গে আমার দ্বিমত নেই। ধর্মের পক্ষে-বিপক্ষে যুক্তি আসুক, প্রশ্ন আসুক- ভালো লাগলে একমত হবো, না লাগলে হবো না। কিন্তু একযোগে হামলে পড়া কেন? ধর্মানুভূতির সদ্ব্যবহার করে কন্ঠরোধ করার চেষ্টা কেন? কোনো কোনো পোস্টে তাকে 'ছাগু' হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। হায়রে ব্লগ বিপণন, হায়রে গোষ্ঠীপ্রেম! এতোদিন যারা তাকে মাথায় তুলে নেচেছে, এক বিতর্কেই তারা এখন পিঠ দেখিয়ে চলেছেন। বিশেষ ফ্লাইটে সুমন রহমান ও অলৌকিক হাসান পর্যন্ত পত্রপাঠ চলে এসেছেন দেখলাম।
কথা হল, আরিফুর রহমানের কন্ঠস্বর, তার মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আছি আমি, থাকবোও। আপনিও থাকুন। ধর্মানুরাগী আর ধর্মবিরাগী- দু পক্ষই মাঠে থাকুক। তবে ধর্মানুরাগীর ছদ্মাবরণে মৌলবাদীদের 'আ বিগ নো'!
হঠাৎ উচ্চকন্ঠ হয়ে ওঠা একদল ধর্মান্ধের তড়পানি দেখে, একজন লেখকের হঠাৎ নিঃসঙ্গতায় শ্রেফ অপরাধবোধে ভুগবো বলে, এই পোস্টটি দিতে হলো। প্রশ্নোত্তর, গণ্ডার, বেয়াকুফ, রাসেল (......) সহ কয়েকজনকে মাত্র দেখলাম, এই স্রোতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ধন্যবাদ তাদের। কিন্তু ব্লগে মুক্তচিন্তার লোক কি আর নেই?
0 মন্তব্য