নিঃসন্দেহে আজকের দিনে এর চেয়ে বড়ো কোনো সংবাদ আর নেই। কিন্তু সরকারি প্রচারযন্ত্র বাংলাদেশ টেলিভিশন ওরফে বিটিভি নির্লজ্জতা ও তোষামদির নজির স্থাপন করে বিএনপির জাতীয় কাউন্সিলের খবরই বোধহয় ব্ল্যাকআউট করে দিতে চেয়েছিল। সেটা সম্ভব হয়নি।
আমাদের সময় জানাচ্ছে-
বাংলাদেশ টেলিভিশনে গত রাত ৮টার সংবাদের শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিলের সংবাদ ছিল না। সংবাদের মধ্যবিরতির পর (১৮ মিনিট পর) সংক্ষেপে সংবাদটি উপস্থাপন করা হয়। প্রায় এক মিনিটব্যাপী সংবাদ পরিবেশনকালে অধিক সময় ব্যয় করা হয় আওয়ামী লীগের প্রতিনিধিদল এবং অসীম কুমার উকিলের বক্তব্যের চিত্র প্রদর্শন করে। এই খবরের আগে প্রধানমন্ত্রীর ৩টি সংবাদ ছাড়াও খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং বাগদাদে সহিংসতার খবর প্রচার হয়। এরপর দেয়া হয় বিএনপির কাউন্সিলের খবর। সংবাদে খালেদা জিয়ার বক্তব্যের চিত্র দেখানো হলেও বক্তব্য শুনানো হয়নি। ভিডিও রেকর্ডের মাধ্যমে তারেক রহমান কাউন্সিলে বক্তব্য প্রদান করলেও সে সম্পর্কেও কিছু দেখানো হয়নি।
নির্লজ্জ বিটিভিকে নিয়ে কোনোই আশা দেখতে পাই না সত্যিই!
আমাদের সময় জানাচ্ছে-
বাংলাদেশ টেলিভিশনে গত রাত ৮টার সংবাদের শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিলের সংবাদ ছিল না। সংবাদের মধ্যবিরতির পর (১৮ মিনিট পর) সংক্ষেপে সংবাদটি উপস্থাপন করা হয়। প্রায় এক মিনিটব্যাপী সংবাদ পরিবেশনকালে অধিক সময় ব্যয় করা হয় আওয়ামী লীগের প্রতিনিধিদল এবং অসীম কুমার উকিলের বক্তব্যের চিত্র প্রদর্শন করে। এই খবরের আগে প্রধানমন্ত্রীর ৩টি সংবাদ ছাড়াও খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং বাগদাদে সহিংসতার খবর প্রচার হয়। এরপর দেয়া হয় বিএনপির কাউন্সিলের খবর। সংবাদে খালেদা জিয়ার বক্তব্যের চিত্র দেখানো হলেও বক্তব্য শুনানো হয়নি। ভিডিও রেকর্ডের মাধ্যমে তারেক রহমান কাউন্সিলে বক্তব্য প্রদান করলেও সে সম্পর্কেও কিছু দেখানো হয়নি।
নির্লজ্জ বিটিভিকে নিয়ে কোনোই আশা দেখতে পাই না সত্যিই!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন, btv, bangladesh television, television, bnp, bnp council, khaleda zia, shiekh hasina, bangladesh, শেখ হাসিনা, খালেদা জিয়া, বিএনপি, বিএনপি কাউন্সিল ;
প্রথম প্রকাশ
0 মন্তব্য