যে বিজ্ঞাপন দেখে খুবই হতাশ হলাম

বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়। পত্রিকার পাতাও। শত শত বিজ্ঞাপনের মধ্যে কোনোটি দেখা হয়, কোনোটি না। কোনোটি ভালো লাগে, কোনোটি লাগে না। সেরকমই এক ভালো না লাগা বিজ্ঞাপন ব্লগারদের জন্য তুলে দিলাম।

 


একজনে আমার জিনিস আমারেই পাঠাইল!মেইল চেক করলাম একটু আগে, প্রতিদিনের মতোই। হায়, একজনে আমার করা জিনিস শেষমেশ আমারেই পাঠাইল। কিন্তু সে জানে না, এইটা আমারই করা ! এখন মনে হচ্ছে, নিজের একটা সিগনেচার অ্যাড করে দিলেই পারতাম। তবে সবমিলিয়ে ব্যাপারটি ভালো লাগল। হে... হে... হে....

বি.দ্র. : নিজের ঢোল নিজেই পিটাইও। অন্যকে দিলে উহা ফাটাইয়া ফেলিতে পারে।

প্রথম প্রকাশ : |

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply