বাংলাব্লগের মন্দা পরিস্থিতি : লক্ষণ ভালো নয়

বাংলাব্লগে নিশ্চিতভাবেই মন্দা চলছে। এর মূল কারণ সম্ভবত লোডশেডিং। পুরো দেশেই এখন কী সকাল, কী দুপুর, কী সন্ধ্যা, কী রাতে মুহূর্মুহূ লোডশেডিং লেগেই আছে। দিনভর লোডশেডিংয়ের সঙ্গে যুদ্ধ করে করে রাতে যেখানে ঘুমোনোর ইচ্ছেটাই উবে যায়, সেখানে আবার ব্লগিং! ফলে রাতে আগের সেই কোলাহল এখন আর দেখা যাচ্ছে না। শখানেক ব্লগার এখন শুধুমাত্র দিনের বেলাতেই দেখা যায়। ঢাকার প্রায় সব অফিসই এখন জেনারেটরনির্ভর। তাতে বাতিটা জ্বলে, ফ্যানটা চলে, এমনকি কম্পিউটারটাও। এ সুযোগটি কাজে লাগাচ্ছেন চাকরিজীবী ব্লগাররা।

বাংলাব্লগের এই মন্দাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোধহয় আমারব্লগ। মন্দার মধ্যেই বৈশাখকে উপলক্ষ করে তারা নতুন ভার্সন রিলিজ করে ফেলেছিল। তাদের কপালটাই আসলে খারাপ।
প্রথম আলো ব্লগ এমনিতেই খারাপ অবস্থার মধ্য দিয়ে এগোচ্ছিল। এই মন্দায় তাদের অবস্থা আরো খারাপ। মন্তব্যের খরা আরো প্রকট হয়ে উঠেছে।
অবশ্য এই মন্দার মধ্যেও বরাবরের মতোই আছে সচলায়তন। সাম্প্রতিককালে সর্বোচ্চ সাতজনকে (একজন আবার গত দুই দিন ধরে লগডইন অবস্থায় আছেন!) একসঙ্গে লগইন করতে দেখা গেছে সচলে।
সন্দেহ নেই, বাংলাব্লগ একটি খারাপ সময় পার করছে। নিকট অতীতে এমন খারাপ সময় আর দেখা যায়নি। 

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply