আর্কাইভে এক আপাদমস্তক ভণ্ড পীরের প্রতিকৃতি

বলাকা ভাস্কর্য ভাঙচুরের পর আলোচনায় আসা নাটের গুরু রাজারবাগের বাইয়্যিনাত পীরকে কেন যেন খুব চেনা চেনা লাগছিল। আজ হঠাৎ মনে পড়ল তাকে নিয়ে সাপ্তাহিক ২০০০ এর একটি প্রতিবেদন আমার ব্যক্তিগত আর্কাইভে আছে। অনেক খুঁজেটুজে অবশেষে পেলাম সেই প্রতিবেদন।

সাক্ষাৎকারটি শুরু হয়েছিল এভাবে-
প্রতিবেদক : আপনি ফতোয়া দিয়েছেন ছবি তোলা হারাম। কিন্তু ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালন করতেও তো ছবি তুলতে হয়। ছবি ছাড়া পাসপোর্ট-ভিসা করা যায় না।
পীর দিল্লুর রহমান : এখন তুমি একটা ফরজ পালন করতে গিয়ে আরেকটি হারাম কাজ করবে নাকি? ছবি তোলা ছাড়া হজ করা না গেলে করবে না।

রাজারবাগের বাইয়্যিনাত পীর দিল্লুর রহমানের ফতোয়াগুলো আরো কৌতূহলোদ্দীপক। যেমন-
১. হক্কানি পীরের নিকট বাইয়াত হওয়া ফরজ।
২. ইসলামের নামে গণতন্ত্র ও নির্বাচন করা হারাম।
৩. হরতাল, লংমার্চ করা হারাম।
৪. ছবি, টেলিভিশন, ভিসিআর, ভিডিও ইত্যাদি সবই হারাম।
৫. নারী নেতৃত্ব মানা ও বেপর্দা হওয়া হারাম।
৬. জন্ম নিয়ন্ত্রণ করা নাজায়িয।
৭. কা'বা শরীফের ছবি সম্বলিত জায়নামাজে নামাজ পড়া নাজায়িয।
৮. মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম।
৯. খেলাধুলা হারাম।
১০. গানবাজনা হারাম।
১১. ধূমপান ও প্রভিডেন্ট ফাণ্ডের সুদ খাওয়া হারাম।

তিন বছর আগে বদরুল আলম নাবিলের নেওয়া পুরো প্রতিবেদনটি পড়ুন এখানে [পিডিএফ- ১৭৪ কিলোবাইট] 

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply