সামহোয়্যারের এই আইডিয়াটা অভিনব। ক্লিক করলেই ইভটিজিং বিষয়ক যাবতীয় পোস্ট একসঙ্গে পাওয়া যাচ্ছে। সবচেয়ে সুখের বিষয় হল, ইভটিজিং বিষয়ক একটি সুশীল পোস্ট স্টিকি হওয়ার যন্ত্রণা থেকে আমরা সবাই রেহাই পেলুম। সেই সাথে সচলায়তনমার্কা ব্যানার-ফ্যানার থেকেও মুক্তি মিলল আমাদের। সন্ধ্যা থেকেই তীব্র আতঙ্কে ছিলাম এ নিয়ে। এই বুঝি নাজিল হচ্ছে স্টিকি পোস্ট! যাউগ্গা, ধন্যবাদ সামহোয়্যারইন।
প্রথম প্রকাশ
0 মন্তব্য