দীর্ঘ প্রতীক্ষা শেষে একুশে বইমেলায় আসছে সামহোয়্যারইন... ব্লগ সংকলন : অপরবাস্তব ৫। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি ২০১১ শুক্রবার বিকেল ঠিক চারটায় বইমেলায় নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হবে। এ উপলক্ষে সম্ভবত এবারই প্রথম ব্লগের সবচেয়ে জমজমাট আড্ডাটি আয়োজিত হতে যাচ্ছে। এবারই প্রথম অপরবাস্তব প্রকাশিত হতে যাচ্ছে পেশাদার প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর থেকে। অপরবাস্তব যেহেতু পুরোটাই ব্লগের বই, ব্লগারদের বই - তাই ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলবে।
বইমেলায় প্রাপ্তিস্থান
শুদ্ধস্বর ■ স্টল # ২৫৩ ও ২৫৪
প্রথম প্রকাশ
0 মন্তব্য