শুধু বাংলাদেশের ব্লগাররাই নয়, ডয়চে ভেলে ব্লগ প্রতিযোগিতায় ভোট জোচ্চুরির ঘটনায় সোচ্চার এখন অন্যান্য দেশের ব্লগাররাও। ফেসবুকে তো বটেই, টুইটারেও চলছে প্রতিবাদ।
সেরা ইংরেজি ব্লগ বিভাগে মনোনয়ন পাওয়া সামাজিক বিজ্ঞাপন ও অলাভজনক ক্যাম্পেইন বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট 'অসোসিও' ভোট কেলেঙ্কারির প্রতিবাদে প্রতিযোগিতা থেকে তাদের নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে। তার এ হুমকির মুখে ডয়চে ভেলের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছে, তারা ভোট জোচ্চুরির অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তবে ডয়চে ভেলে বাংলা বিভাগের একশ্রেণীর কর্মকর্তা ভোট জোচ্চুরির দায়ে অভিযুক্ত বাংলাভাষী কয়েকজন ব্লগারকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। তারা যে কোনো মূল্যে এই ঘটনা ধামাচাপা দিতে চাইছে।
যোগ দিন ফেসবুক গ্রুপে, সোচ্চার হোন ভোট জোচ্চুরির বিরুদ্ধে।
প্রথম প্রকাশ
0 মন্তব্য