রাজনীতিবিদরা ব্লগে এলে যা যা ঘটতে পারে...

কিছুদিন আগে ব্লগ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র পাঠানোর তোড়জোড় দেখেছিলাম। হয়তো উৎসাহী কেউ চেষ্টা-তদবির করে সেই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন। যেহেতু আপডেট নেই, সুতরাং অনুমান করে নেওয়া যায়, সেই চিঠি দপ্তর ঘুরে ইতিমধ্যে টোঙ্গা নির্মাতাদের হাতে অথবা পৌঁছার অপেক্ষায়। অনেকে মনে করেন, রাজনীতিবিদরা ব্লগে এলে লঙ্কাকাণ্ড ঘটে যাবে, দেশ এগিয়ে যাবে বহুদূর, গড়ে উঠবে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ। ব্লা..ব্লা...।
রাজনীতিবিদরা ব্লগে এলে আসলেই কী ঘটতে পারে, সেটাই অনুমান করার চেষ্টা করলাম। বেগম খালেদা জিয়ার প্রথম পোস্টটি যে স্বাধীনতার ঘোষক সংক্রান্ত হবে- সে তো বলাইবাহূল্য। আর সেই পোস্ট দেখে শেখ হাসিনা যে তেলেবেগুনে জ্বলে উঠবেন- তাও জানা কথা। চলুন, পোস্টগুলোর দিকে তাকাই একনজর...

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- এই সত্যকে কেউ বিকৃত করতে পারে না
লিখেছেন বেগম খালেদা জিয়া, ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৩
─────────────────────────────────
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। আ'লীগের অনেক নেতাই তাদের বইয়ে মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। বিদেশীরা স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম উল্লেখ করেছেন...

এমন ব্লগার ব্যানও হয় না, এমন পোস্ট ডিলিটও হয় না! X(
লিখেছেন শেখ হাসিনা ওয়াজেদ, ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:১০
─────────────────────────────────
আজকে সামুতে একটা পোস্ট আসে, যার টাইটেল ছিল "জিয়াই স্বাধীনতার ঘোষক"। ঐ পোস্টে খালেদা জিয়া নামের একজন ব্লগার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন। যা ব্লগের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অথচ আশ্চর্যজনকভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে সরাসরি করে আক্রমণ করে লেখা পোস্টটি আজ পর্যন্ত বহাল তবিয়তে টিকে আছে। ঐ ব্লগারকে নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদের ঝড় উঠলেও তার গায়ে সামান্য নখের আচড় পর্যন্ত ফেলা হয়নি...

ব্লগবিধাতা সমীপে কিছু কথা
লিখেছেন সাহারা খাতুন, ২২ শে এপ্রিল, ২০১০ বিকেল ৪:২৩
─────────────────────────────────
গতকাল আমাদের নেত্রী চোখে আঙ্গুল দিয়ে কিছু জিনিস দেখিয়ে দিয়েছেন। তার জন্য উনাকে কি ব্যান হতে হবে? তিনি কিন্তু কোন নীতিমালা ভাঙেন নাই। কোন প্রকার গালাগালি করেন নাই, কোন প্রকার ব্যক্তিগত কুৎসা রটান নাই। বরং যা ঘটেছে, তাই লিংক এবং প্রমানসহ পেশ করেছেন। এখন আমরা দেখতে চাই, কর্তৃপক্ষ কি ভূমিকা নেন...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র
লিখেছেন খোন্দকার দেলোয়ার হোসেন, ২২ শে এপ্রিল, ২০১০ বিকেল ৫:১৯
─────────────────────────────────
যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকুক এটা চায় না, তারাই ষড়যন্ত্র করে জিয়াকে হত্যা করেছে। আর জিয়াকে হত্যার মধ্যদিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ষড়যন্ত্র এখনও চলছে। গতকাল শেখ হাসিনা ওয়াজেদের পোস্টটি তার একটি জ্বলন্ত প্রমাণ...

কয়েকটি ১৮+ কৌতুক : কেউ মাইন্ড কইরেন না!
লিখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ, ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩
─────────────────────────────────
গল্পটা এক মাঝবয়সী দম্পতির। ধরুন চল্লিশ প্লাস। আর লেখার পাঠকরা অবশ্যই ১৮+, প্রথমেই বলা আছে। ভদ্রলোক গিয়েছেন জুতার দোকানে, একজোড়া সু তার খুব দরকার হয়ে পড়েছিল।...

সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন নিয়ে আলোচনায় আসুন...
লিখেছেন নোটিশবোর্ড , ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫
─────────────────────────────────
প্রিয় ব্লগার,
একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ব্লগীয় পরিবেশ বজায় রাখার স্বার্থে মডারেশন অপরিহার্য। গতকাল মডারেটরদের অনুপস্থিতিতে শেখ হাসিনা ওয়াজেদ ও বেগম খালেদা জিয়া নামের দুজন ব্লগার উদ্দেশ্যমূলকভাবে ক্রমাগত অস্থিরতা সৃষ্টি করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। হুসেইন মুহম্মদ এরশাদ নামের অপর একজন ব্লগার ধারাবাহিকভাবে অশ্লীল কনটেন্ট পোস্ট করে আসছিলেন, যা ব্লগ নীতিমালার ৩৯ (ফ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সুষ্ঠু ব্লগীয় পরিবেশ রক্ষার্থে আমরা উক্ত তিনজনের ব্লগ বাতিল করার সিদ্ধান্ত...


প্রথম প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply