ইউরোপের মঞ্চে ওই যে লোকটা, তিনি এই আমাদের লোক!

এমন নয় যে, ইউরোপের কোনো মঞ্চে আগে কোনো বাঙালি ওঠেনি। উঠেছে তো বটেই। তবে ঠিক এই ধরনের কিছু ঘটেনি আগে।

জার্মানির বার্লিনে ফ্রিডরিখ্সস্টাটপালাস্ট প্রেক্ষাগৃহে রি:পাবলিকা ইন্টারনেট সম্মেলনের ব্যস্ত আয়োজন, গত বৃহস্পতিবার সন্ধ্যায়। দর্শক সারিতে বিশ্বের নানা প্রান্তের লোক, নানা ভাষাভাষী মানুষ, নানা বর্ণের ব্লগার, নানা বয়সী বিদ্বৎজনের বিশাল সমাবেশ।

আর মাইক্রোফোন সামনে রেখে রিপাবলিকার মঞ্চে ওই যে লোকটা, তিনি এই আমাদের লোক, এই সামহোয়্যারইন ব্লগের! প্রথম দক্ষিণ এশীয় ভাষা হিসেবে আমাদের বাংলা ভাষাকে নিয়ে গেছেন ওই মঞ্চে। অভিনন্দন জানা, সৈয়দা গুলশান ফেরদৌস!

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): republica 2010re:publica 2010re:publicarepublicabobsblogbest blogbangla blogbest of the blogsomewhereinsomewhereinblog ;

প্রথম প্রকাশ

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply