নাঈমুল ইসলাম খানের একটি গুরুত্বপূর্ণ আবেদন!

আজকের আমাদের সময় এর শেষ পৃষ্ঠার ওপরের দিকে একটি জনগুরুত্বপপূর্ণ খবর ছাপা হয়েছে। শিরোনাম- "প্রিয়া ভেঙ্কটারামনকে আমন্ত্রণ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত সমীপে।" লিখেছেন আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান। আসলে এটা খবর নয়, আবেদনপত্র। ভারতীয় হাইকমিশনারের কাছে আকুল আবেদন। প্রথমে ভেবেছিলাম গুরুত্বপূর্ণ কোনো আবেদন হবে। ভেতরে পড়ে দেখি, আবেদনপত্রের সারমর্ম হচ্ছে, নাঈমুল ইসলাম খানসহ ছয় সম্পাদক ভারত সফরে গিয়ে নৃত্যশিল্পী প্রিয়া ভেঙ্কটারামনের নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন।

এখন তার এনজিও বিসিডিজেসি আয়োজিত অনুষ্ঠানের জন্য প্রিয়া ভেঙ্কটারামনকে খুবই প্রয়োজন। ভারত বোধহয় বাংলাদেশে তাদের শিল্পীদের আসতে দিতে চায় না। তাই নাঈমুল ইসলাম খান তার নিজের পত্রিকার মাধ্যমে আবেদন জানিয়েছেন এই বলে- "বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)-এর পক্ষ থেকে প্রিয়া ভেঙ্কটারামনকে অন্তত এক সপ্তাহের জন্য বাংলাদেশে আসার ব্যবস্থা করতে আপনাকে অনুরোধ জানাচ্ছি। আইসিসিআর-এর পরিচালক অজিত গুপ্তে কিছুদিন আগেও বাংলাদেশে কর্মরত ছিলেন এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনিও নিশ্চয়ই এ ব্যাপারে সহযোগিতা করবেন।" ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে প্রিয়া ভেঙ্কটারামনের এদেশে সফর উল্লেখযোগ্য অবদানও নাকি রাখবে। নৃত্যপিপাসুরাও নাকি তৃপ্ত হবে।

হায়াল্লাহ!

সংযুক্তি
এই সেই আবেদনপত্র। দেখতে পারেন পত্রিকার ভিউ। তবে ওই খবরের নিচের মন্তব্যগুলো পড়বেন না প্লিজ।

আরো দুটি জনগুরুত্বপূর্ণ সংবাদের লিংক:
আমাদের ছোট মেয়ে জন্মগ্রহণ করেছে
জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রকাশনায় লেখা আহবান

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply