দুই ব্লগারের অর্জন : মাহবুব আজাদ হিমু ও তনুজাকে অভিনন্দন

হিমু, মাহবুব আজাদ হিমু, সামহোয়্যারেরই ব্লগার ছিলেন, একেবারে শুরুর দিকের ব্লগার। তার সঙ্গে নানা কারণে মত-দ্বিমত আছে হয়তো, কিন্তু তার লেখা, তার রম্য, তার বিদ্রুপ পছন্দ করে না- এমন ব্লগার পুরনোদের মধ্যে একেবারেই হাতেগোনা হবে। এখন তিনি সচলায়তনের অন্যতম অংশীদার, সেখানেই লিখেন। এই বইমেলায় বের হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ 'ম্যাগনাম ওপাস'। এই বইটির জন্য তিনি পেয়েছেন এবারের সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।
এখানেই শেষ নয়। আরো একজন ব্লগার- তনুজা ভট্টাচার্য্যও- তার প্রথম কাব্যগ্রন্থ 'সাময়িক শব্দাবলি'র জন্য পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।
ব্লগারদের প্রতিটি অর্জনই আনন্দের। মাহবুব আজাদ হিমু এবং তনুজা ভট্টাচার্য্যকে অভিনন্দন!


প্রথম প্রকাশ

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply