ফিরে দেখা ২০০৯ : একবছরে সচলায়তন ব্লগের অর্জন অনেক, ব্যর্থতাও কম নয়

বর্ষশেষের বিদায়ী সানাই বাজছে! গুণে গুণে আর ১০টি মাত্র দিন বাকি। বিকল্প গণমাধ্যম হিসেবে ব্লগ অন্য যে কোনো বছরের চেয়ে এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক এই সময়টায় ফেলে আসা বছরের বাংলা ব্লগমণ্ডলকে আয়নার সামনে মেলে ধরার এই ধারাবাহিক প্রয়াস, যা শুরু হয়েছিল সামহোয়্যারইন...ব্লগকে দিয়ে। দ্বিতীয় পর্বে আজ থাকলো সচলায়তন ব্লগ। বলাবাহূল্য, চেষ্টা করেছি সর্বোচ্চ নিরপেক্ষ আর নির্মোহ থাকতে।
------
চলতি বছরের ১ জুলাই তৃতীয় বছরে পা দেয় সচলায়তন । ২০০৭ এর ১ জুলাই "অনলাইন লেখক সমাবেশ" হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে। চলতি বছর কয়েকটি মাইলফলক অতিক্রম করে সচলায়তন। ২৮ মার্চ সচলের অ্যাবসলিউট ইউনিক ভিজিটর সংখ্যা এক লাখ অতিক্রম করে। ওই মার্চ মাসেই আবার সর্বাধিক ভিজিট হয় সচলায়তন- ৪৬ হাজার ৭৮৫টি। পরবর্তী মে মাসে এ যাবতকালের সর্বোচ্চ ১৩ হাজার ৩১৩ জন অ্যাবসলিউট ইউনিক ভিজিটর এসেছেন। কর্তৃপক্ষের প্রকাশ করা এক হিসেবে দেখা যায়, ২০০৭ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্লগটি ভিজিট করা হয়েছে ৭ লাখ ৬ হাজার ৮৮১ বার। এ সময়ে ১ লাখ ৩৩ হাজার ১১০টি অ্যাবসলিউট ইউনিক ভিজিট থেকে পেজভিউ হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৯২১টি।

আলফা ভার্সন, কঠোর মডারেশন
বছরজুড়ে সচলায়তনে তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও বছরের শেষদিকে এসে ২৫ নভেম্বর সচলায়তনের আলফা ভার্সন উন্মুক্ত করা হয়। একইসঙ্গে কিছুটা পরিবর্তন আনা হয় বর্তমান সংস্করণেও। বরাবরই রক্ষণশীল ব্লগ হিসেবে পরিচিত সচলায়তনে চলতি বছরে বেশকিছু সদস্যকে পূর্ণ অনুমোদন দিতেও দেখা গেছে। তবে বছরের মাঝামাঝিতে মডারেশন আরো জোরদার করা হয় সচলে। পুনর্বিন্যাস করা হয় মডারেশন নীতিমালা। এছাড়া সচলায়তনের প্রতিটি ব্লগ ও পৃষ্ঠায় "প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, সচলায়তন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন"- এই লাইনগুলো যুক্ত করা হয়। তবে এর মাঝেও সচলায়তনে মডারেটেড বিষয়াদির লগ প্রকাশের একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয় ৬ মে। কর্তৃপক্ষ মডারেটেড পোস্টের টাইটেল, কোন্ মডারেটর কী সিদ্ধান্ত নিয়েছেন এবং কেন নিয়েছেন সেগুলো লগ করার সিদ্ধান্ত নেয়। এই লগ প্রকাশ্যেই রাখা হয়।

এদিকে বছরের মাঝামাঝি সময়ে সচল কর্তৃপক্ষের 'ফ্যাসিস্ট আচরণের প্রতিবাদে' লেখক-সাংবাদিক ফারুক ওয়াসিফ সচলায়তন ত্যাগের ঘোষণা দেন। এর জের ধরে অন্তর্দ্বন্দ্ব তৈরি হলে প্রতিষ্ঠাতা পরিচালক অরূপ কামালও একপর্যায়ে সচল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। চলতি বছর জামাল ভাস্কর, অমি রহমান পিয়াল, রাসেল প্রমুখকে অন্যায়ভাবে ব্যান করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এর আগে বিশিষ্ট গল্পকার সুমন রহমানের সঙ্গেও অসদাচারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

সচলায়তন থেকে প্রকাশায়তন
চলতি বছর অনলাইন প্রকাশনা সংস্থা গড়ার উদ্যোগ নেয় সচলায়তন। প্রকাশায়তন নামের এই সংস্থার ব্যানারে গত ১৬ ডিসেম্বর তারা অনলাইন ই-বইমেলা আয়োজনের ঘোষণা দিলেও শেষপর্যন্ত তা করতে ব্যর্থ হয়। এর আগে প্রথম আলো ব্লগের উদ্যোগে প্রথম ই-বইমেলার আয়োজন করা হয়। নানা বিষয়ে ই-সংকলন প্রকাশের ব্যাপারে সচলায়তনে উৎসাহ দেখা গেলেও চলতি বছর ই-সংকলন বেরিয়েছে মাত্র একটি- মুহাম্মদ জুবায়েরের বালকবেলা

একলা চলো নীতি এবং পরিচয় বিভ্রাট
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলা ব্লগ দিবস নিয়ে সামহোয়্যানইন...ব্লগের উদ্যোগকে প্রত্যাখ্যান করে সচলায়তন কর্তৃপক্ষ জানায়, "বাংলা ব্লগ দিবস নির্ধারিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। কোনো একক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্ধারণ করা দিন তারিখকে সচলায়তন স্বীকৃতি দেবে না।" এই ইস্যুতে অপর একটি ব্লগ আমারব্লগ তাদের সঙ্গে জোট করতে চাইলেও সচল কর্তৃপক্ষ তাতে সাড়া না দিয়ে একলা চলার নীতি গ্রহণ করে।
'অনলাইন রাইটার্স কমিউনিটি' হিসেবে পরিচয় দিলেও বছরের শেষদিকে এসে কর্তৃপক্ষ সচলায়তনকে 'ব্লগ' হিসেবে স্বীকার করে নেয়। ডয়েচে ভেলে আয়োজিত সেরা ব্লগ প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশ নেয় সচলায়তন। কর্তৃপক্ষীয় পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আনুষ্ঠানিক প্রচারণাও চালানো হয়।

ফিরে দেখা ২০০৯
বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ
আগামী পর্বে থাকছে প্রথম আলো ব্লগ

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): BanglabanglaNewsnewsBangladeshbangladeshBangladeshibangladeshiBengaliblogbangla blogbangla unicode blogsachalayatanSachalayatansachalayatan blogsachalSacha ;
প্রথম প্রকাশ

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply