বন্ধু দিবস ফুল্লি এক্টা ভুয়া দিবস!

বন্ধু দিবস ফুল্লি এক্টা ভুয়া দিবস। বিনোদনবঞ্চিত নিঃসঙ্গ কিশোর-কিশোরীদের জন্য এ এক সস্তা কাগুজে বিনোদন। কোনো সন্দেহ নেই। অন্যান্য উপায়গুলার কথা বাদই দিচ্ছি, মাঝেমধ্যে আমার মনে হয়, বাংলাদেশে যদি এমনকি প্রচুর খেলার মাঠও থাকতো, তাইলে এইসব মুদি বাণিজ্য ওরফে দিবসবাণিজ্যের কবল থিকা কিশোর-কিশোরীরা রেহাই পেতো। হায়!

তো, এইরম এক্টা ফালতু দিবসে ব্লগের ফ্রন্টপেজে ইয়াং পোলাপানদের ন্যাকামি দেখে হতাশ হলাম।

মোটের ওপর মূল কথা হচ্ছে, যেখানে স্বার্থ থাকবে, সেখানে বন্ধু মিলবে।

মেলাবে মিলিবে!

ফুটনোট
১৭ ফেব্রুয়ারি আমরা অজ্ঞতার কারণে বিশ্ব বাঁধাকপি দিবস পালন করতে পারিনি। আগামী ১৯ নভেম্বর লক্ষ্য রাখুন বিশ্ব টয়লেট দিবসের দিকে।

প্রথম প্রকাশ  |  দ্বিতীয় প্রকাশ

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply