সামহোয়্যারইন...ব্লগ ইমার্জেন্সি : আপনি আমন্ত্রিত

সামহোয়্যারইন...ব্লগ যতোই জনপ্রিয় হয়ে উঠছে, ততোই বাড়ছে সমস্যাও। ইদানিংকালে মাঝেমাঝেই সাইট অকার্যকর হয়ে পড়ছে। হতে পারে সেটা সার্ভার সংক্রান্ত জটিলতা কিংবা অন্য কোনো সমস্যা। বিকল্পমাধ্যম হিসেবে ব্লগ যেহেতু ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, অদূর ভবিষ্যতে ব্লগের ওপর নানা ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কাও রয়েছে। মূল ওয়েবসাইটটিই এখন পর্যন্ত সামহোয়্যারইনের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায়। ফিডব্যাকে মেইল পাঠিয়ে সাধারণত জবাব পাওয়া যায় না- ব্যবহারকারীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। নিত্য ব্যস্ততার মধ্যে জবাব দেওয়াও হয়তো মডারেটরদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সবমিলিয়ে প্রয়োজনীয় মুহূর্তে তথ্য পাওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা থাকা জরুরি হয়ে উঠেছে এখন।

আমরা কর্তৃপক্ষ এবং ডেভেলপারদেরও আমন্ত্রণ জানিয়েছি এই গ্রুপে, বিশেষ বিশেষ মুহূর্তে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য। গ্রুপে যে কেউই যোগ দিতে পারবেন। আপনিও আমন্ত্রিত।

গ্রুপের নাম : SW Emergency (somewherein...blog emergency)
গ্রুপ হোমপেজ : http://groups.google.com/group/sw-emergency
গ্রুপের ইমেইল ঠিকানা : sw-emergency@googlegroups.com

প্রথম প্রকাশ

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply