সংবাদপত্রের সাহিত্য সম্পাদকদের তোষণ করে প্রতিষ্ঠিত লেখক হোনেওয়ালাদের ব্লগে এসে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় বরাবরই। অতীতে আমরা দেখেছি, কোনো কোনো প্রতিষ্ঠিত লেখক এসে "এইভাবে ওইটা করা উচিত, ওইভাবে এইটা করা দরকার" বলে-টলে নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ব্লগারদের তোপের মুখে সেই চেষ্টা জলে গেছে অকালে। নিকট অতীতে মানস চৌধুরীর ক্ষেত্রেও এই দশা হয়েছে। টেলিভিশনের উপস্থাপক আব্দুন নূর তুষারের ভাগ্যও প্রায় একরকমই। তরুণ তুর্কিদের হাত থেকে রেহাই পাওয়ার উপায় হিসেবে তিনি একপর্যায়ে কমেন্ট মডারেশনও শুরু করেছিলেন।
ব্লগ এমনই একটা জায়গা- এর রূপ প্রতিদিনই নতুন। ফলে শাহবাগে ব্লগ নিয়ে তুমুল সমালোচনা- ব্লগের গোষ্ঠী উদ্ধার চললেও ব্লগে তার আঁচ লাগে না। সামহোয়্যারের প্রথম পাতার বাম পাশে ব্লগারদের যে তালিকাটি দেখা যায়, ব্লগও আসলে ওরকমই। বর্ণানুক্রম নেই, জ্যেষ্ঠতাও নেই। এখানে সবাইকেই একসারিতে এসে দাঁড়াতে হয়- নতুন-পুরনো, খ্যাত-অখ্যাত সবাইকেই।
তবে আমার অনুমান যদি মিথ্যা না হয়, প্রতিষ্ঠিত লেখকদের ফের ব্লগের আশ্রয় নিতেই হবে। আপাতত এর কারণ দেখছি একটিই- পাঠক প্রতিক্রিয়া। পাঠকে প্রতিক্রিয়া প্রতিটি লেখকের কাছেই পরম আকাঙ্ক্ষার বিষয়। সংবাদপত্র ও টেলিভিশনের সাজানো দেয়ালঘেরা একচিলতে বাগানের বাইরে ব্লগ এক উন্মুক্ত উদ্যান। মূলধারার গণমাধ্যমের বিকল্প হিসেবে বাংলাব্লগ সগৌরবে স্বমহিমায় এগিয়ে যে যাচ্ছে, সে বিষয়ে আমি এখন পর্যন্ত নিশ্চিত।
জয়তু ব্লগিং!
0 মন্তব্য