একসময় হাইফাইভ আর রুপার্ট মারডকের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মাইস্পেসে মোটামুটি সক্রিয় ছিলাম। তবে ফেসবুক ঠিক অতোটা সহজবোধ্য মনে হচ্ছে না। বাঙালি তরুণের সমিতি-ক্লাবের জায়গাটা এখন ফেসবুক আর ব্লগ দখল করে নিয়েছে। নিশ্চিত নই, এটা নিতান্তই ধারণা। অন্তত নিজের অভিজ্ঞতা তাই বলে।
ফেসবুক প্রশস্তি
ফেসবুকের কথা শুনে আসছি বহুদিন ধরে। এই ব্লগেই অনেকের পোস্ট ও মন্তব্যে ফেসবুকের প্রশস্তি শুনেছি। শেষমেশ আর উপেক্ষা করা সম্ভব হল না। যোগ দিলাম সেখানে। প্রথম কয়েকদিনেই বন্ধুবান্ধব বেশকিছু জুটেছে আমার। প্রায় সবাই সামহোয়্যারইনের ব্লগার, দু একজন আছেন সচলের। তবে নিয়মকানুন এখনো কিছুই বুঝে উঠতে পারিনি। ওয়াল টু ওয়াল জিনিসটা কী, বুঝতে পারছি না।
একসময় হাইফাইভ আর রুপার্ট মারডকের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মাইস্পেসে মোটামুটি সক্রিয় ছিলাম। তবে ফেসবুক ঠিক অতোটা সহজবোধ্য মনে হচ্ছে না। বাঙালি তরুণের সমিতি-ক্লাবের জায়গাটা এখন ফেসবুক আর ব্লগ দখল করে নিয়েছে। নিশ্চিত নই, এটা নিতান্তই ধারণা। অন্তত নিজের অভিজ্ঞতা তাই বলে।
একসময় হাইফাইভ আর রুপার্ট মারডকের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মাইস্পেসে মোটামুটি সক্রিয় ছিলাম। তবে ফেসবুক ঠিক অতোটা সহজবোধ্য মনে হচ্ছে না। বাঙালি তরুণের সমিতি-ক্লাবের জায়গাটা এখন ফেসবুক আর ব্লগ দখল করে নিয়েছে। নিশ্চিত নই, এটা নিতান্তই ধারণা। অন্তত নিজের অভিজ্ঞতা তাই বলে।
0 মন্তব্য