ব্লগে ভুল বানান নিয়ে গোঁ ধরে থাকার মানেটা কী?

সামহোয়্যারইন ব্লগে অশুদ্ধ বানান দেখলে চোখে একটু অস্বস্তি বোধ করি, বিশেষ করে প্রথম পাতায়। ব্লগারদের বেলায় ভুল হওয়াটা স্বাভাবিক। এমনকি এই পোস্টেও বানান ভুল থাকতে পারে। তবে কর্তৃপক্ষ যদি ভুল করেন, সেটি মেনে নেওয়া যায় না। নোটিশবোর্ডের এক পোস্টে আহমাদ মোস্তফা কামালও এ বিষয়ে একটি মন্তব্য করেছিলেন। বিস্ময় নিয়ে দেখলাম, কর্তৃপক্ষের তাতে বোধোদয় হয়নি। ভুল বানান শুদ্ধ করা তো কঠিন কিছু নয়- এ খুবই সামান্য। তারপরও বাচ্চাদের মতো গোঁ ধরে থাকার মানেটা কী বুঝি না। নিচে কিছু উদাহরণ দিলাম-

১. নোটিশ বোর্ডের পোস্টে 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' দেখলে ছাদ ভাঙার আওয়াজ পাই। তারপরও 'ঙ্গ' বদলে 'বাঁধ ভাঙার আওয়াজ' শুনতে চাই।

২. 'শ্রদ্ধাঞ্জলী: মুহম্মদ জুবায়ের' নয়, শব্দটা 'শ্রদ্ধাঞ্জলি' হলে শ্রদ্ধাটা বরং প্রগাঢ় হয়।

৩. 'পোস্ট পর্যবেক্ষন' করতে মোটেও চাই না, 'পোস্ট পর্যবেক্ষণ' হলে রাজি আছি। তেমনিভাবে 'দৃষ্টি আকর্ষন' নয়, 'দৃষ্টি আকর্ষণ'ই করতে চাই।

৪. ডানের প্যানেলে 'সহযোগিতায়' শব্দটা কী অর্থ বহন করছে? কেউ কি কাউকে সহযোগিতা করছে? সূচি দেখে মনে হল, শব্দটা ইংরেজিতে 'হেল্পলাইন' হতে পারে। তবে এর অর্থ 'সহযোগিতায়' হতে পারে না।

৫. 'বাংলালেখা ভুল দেখাচ্ছে?' কিংবা 'যেকোন সাইটে ফোনেটিক'- বাংলালেখা কিংবা যেকোন-এর মাঝে একটু ফাঁক রাখলে ভালো দেখায়।

৬. 'মডারেশন স্টেটাস' না হয়ে 'মডারেশন স্ট্যাটাস' হলে অসুবিধা তো নেই।

৭. 'নামের তালিকা আকারে দেখুন' নয়, 'তালিকা আকারে নাম দেখুন' হলে ভালো হয়। 

Tags:

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply