লোডশেডিং বিষয়ক চক্ষু পরীক্ষা কার্যক্রম

[ বড়ো আকারে দেখার জন্য ছবির ওপরে ক্লিক করুন ]
প্রধানমন্ত্রীর বাণী, জ্বালানি উপদেষ্টার গীত আর মাইক্রোসফট এক্সেলের একাধিক সারণি নিরপেক্ষভাবে বিচার-বিশ্লেষণ করলে দেশে নিঃসন্দেহে বিদ্যুৎ আছে। শুধু তা-ই নয়, ১৭৫৭ কি ১৯৪৭ সালের চেয়ে অনেক ভালোভাবেই আছে। বিদ্যুৎ বিভাগের বহি সাক্ষী—শত শত মেগাওয়াট বিদ্যুতের ছড়াছড়ি চারদিকে ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরায়। বরং অপপ্রচার যা নিয়ে, সেই লোডশেডিংই নেই। তবু দেশজুড়ে হাহাকার যখন থামছেই না, আত্মজিজ্ঞাসার অংশ হিসেবে চক্ষু পরীক্ষাই কেবল বাকি থাকে। যদিও এ কেবলই আনুষ্ঠানিকতা, বলা ভালো মনের সান্ত্বনা। নইলে জোড়া চোখে দুরবিন লাগিয়েও লোডশেডিং খুঁজে না পাওয়ার কোনোই কারণ নেই!

সংযুক্তি
প্রথম আলো অনলাইন  □  ই-প্রথম আলো
ফেসবুক ফ্যান পেইজ

প্রকাশকাল : ৯ এপ্রিল ২০১২

Tags: , , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply