তদন্তের নামে ইউল্যাব কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে মূল অপরাধীদের আড়াল করতে চাইছে - ব্লগারদের এই সন্দেহ
সেই শুরু থেকেই। ব্লগে ইউল্যাবের পক্ষ নিয়েও অনেকে চেয়েছে জল ঘোলা করতে।
কিন্তু ব্লগারদের তোপের মুখে উড়ে গেছে তারা। এখন ভাসমান কেউ নয়, নাটের
গুরুরাই ব্লগারদের আন্দোলনের বিরুদ্ধে অভিনব অপকৌশল নিয়ে মাঠে নেমে গেছে।
অন্য একটি বাংলা ব্লগে আশ্রয় নিয়ে এই অপকর্ম মাত্রই শুরু হয়েছে।
গতকাল হঠাৎই দেখা গেল, আমারব্লগ নামের একটি ব্লগে আসিফ আকবর নামের এক ব্লগার একটি লেখা পয়দা করেছেন। সেখানে তিনি ইউল্যাবের পক্ষে নির্লজ্জ সাফাই গাইতে গাইতে এটা বোঝানোর প্রাণপণ চেষ্টা করেছেন যে, ইভটিজিং নিয়ে ব্লগারদের আন্দোলন পুরোটাই ভন্ডামিপূর্ণ এবং সেটি ইউল্যাবের মতো সুমহান প্রতিষ্ঠানকে হেয় করারই একটি অপচেষ্টা! ব্লগারদের আন্দোলনকে তিনি স্পষ্টভাবে বিদ্রুপ করেছেন এবং যৌন নিপীড়নের এই সোচ্চার আন্দোলনকে 'পাবলিসিটি' কৌশল হিসেবে বর্ণনা করেছেন। নানা রকম ট্যাগিং দিয়ে ব্লগারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টাও করেছেন তিনি। এমনকি যে ব্লগার একটি নারীর সম্ভ্রম রক্ষা করেছেন, তাকে নিয়েও উপহাস করতে ছাড়েননি এই 'ব্লগার'।
আসিফ আকবর যেভাবে দীপাবলি
ব্লগারের নাম আসিফ আকবর হলেও ব্লগের ইউআরএলে তার আইডি দেখাচ্ছে 'aguuuun'। আমরা অনুসন্ধানে নামতে পারি, কে সেই আসিফ আকবর/আগুন? কী তার পরিচয়? দেখা যাচ্ছে, আমারব্লগ নামের সেই ব্লগে এই লোক নাম লিখিয়েছেন মাত্র ২ দিন ৩ ঘন্টা আগে। সর্বসাকুল্যে তার মোট পোস্ট একটি। বোঝা যায়, ওই একটি পোস্ট দেওয়ার জন্যই আসিফ আকবর কিংবা 'aguuuun' নিকটির জন্ম। সাফাই গাওয়া পোস্টটি পাঠকের নজরে তেমন পড়েনি ভেবে আসিফ আকবর ওরফে আগুন সাহেব পরদিন তার 'দীপাবলি' নিক থেকে সেই একই পোস্ট আবার প্রসব করলেন। মজার ব্যাপার হচ্ছে, এই নিকের পোস্টও সাকুল্যে একটি আর বয়সও ১ দিন ৮ ঘন্টা মাত্র! যদিও আজ রাতের কোনো এক সময়ে পোস্টটি তিনি মুছে দিয়েছেন। কিন্তু রয়ে গেছে রেকর্ড! কাজেই আমরা আবার অনুসন্ধানে নামতে পারি, কে এই দীপাবলি? কী তার পরিচয়?
অনুসন্ধান অতঃপর : দীপাবলি যেভাবে নাসিমা খন্দকার
প্রথমেই খোঁজা যাক সামহোয়্যার..ইন ব্লগে। দেখা যাচ্ছে, জনাবের এখানেও একটি নিক আছে। আর সেটি খোলা হয়েছে দু সপ্তাহ ৪ দিন আগে। ইউল্যাবের ঘটনার পর পর। তার দুটি পোস্টের সর্বশেষটির শিরোনাম হচ্ছে - 'প্রফেসর ইমরান রহমান ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর উপাচার্য নি্যুক্ত'। এহেম এহেম! আসিফ আকবর ওরফে আগুন ভাই ওরফে নাসিমা খন্দকার 'আপুনি' সামহোয়্যারে আরো একখানি নিক খুলেছেন, সেটার বয়সও ২ সপ্তাহ ২ দিন! ইউল্যাবের সেই অপকর্মের পর পর নিকটি খোলা হয়েছে। তিনি সেখানে "আমি একজন মিডিয়াকর্মী" পরিচয় দিয়ে মিডিয়াকর্মীর ভেক ধরতে চেয়েছিলেন। আহারে!
এতোক্ষণ সকল কাজের কাজী গুগলকে উপেক্ষা করা ঠিক হচ্ছিল না। সুতরাং 'dipaboly' লিখে দিলাম গুগলে সার্চ, অচিরেই বেরিয়ে এলো একটি ফেসবুক একাউন্টের লিংক। সেখানে তার বৃত্তান্ত খুঁজে জানা গেল, তিনি গুণধর সেই ইউল্যাবের একজন কর্মকর্তা, তাও প্রশাসনিক শাখার। আরো ভালোভাবে খুঁজে দেখতে পাই, আমারব্লগের সেই কুৎসামূলক পোস্টটি তার ওয়ালে চমৎকার ভঙ্গিতে শোভা পাচ্ছে। এমনকি নিজ পরিচয়ে তিনি সেখানে একটি মন্তব্যও করেছেন। বুদ্ধি খাটিয়ে অবশ্য আসিফ আকবর কিংবা দীপাবলি নিক থেকে দেননি। প্রতিভাবান এই ভদ্রমহিলার নাম নাসিমা খন্দকার (নিপা), সাকিন - ইউল্যাব!
রেবের উন্মুক্ত ডেটাবেজেও সেই নাসিমা খন্দকার
মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি nasima khandoker dipaboly লিখে গুগলে সার্চ দেই, তাহলে পেস্টবিনের একটি লিংক পাওয়া যায়, যেখানে আছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের (রেব) ওয়েবসাইটে রেজিস্টার্ড মেম্বারদের লগইন নেইম-পাসওয়ার্ডের একটি তালিকা। সেই তালিকায় এই নাসিমা খন্দকারের মেইল-লগইন নেইম-পাসওয়ার্ড সবই উন্মুক্ত। প্রসঙ্গত রেব ওয়েবসাইট এর আগেও হ্যাক হয়েছিল। পরেও কয়েক দফা হ্যাকের শিকার হয়েছে অনেকটা নিরবেই। সাইটের ত্রুটিই তার মূল কারণ। হ্যাকাররা সাইটে ঢুকে পুরো ডেটাবেজ প্রকাশ্যে তুলে দিয়েছে, রেব হয়তো সেটি জানেই না।
সংযুক্তি : রেবের সেই ডেটাবেজ
কী দাঁড়ালো শেষমেশ?
সবমিলিয়ে তাহলে কী দাঁড়ালো? আসিফ আকবর/আগুন = দীপাবলি = নাসিমা খন্দকার = ইউল্যাবের প্রশাসনিক কর্মকর্তা! যে ইউল্যাব কর্তৃপক্ষ ভালোমানুষ সেজে সামহোয়্যারে অফিসিয়াল বিবৃতি পাঠাতো, তারাই কি এখন নাসিমা খন্দকারদের দিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে যৌন হয়রানিকারী অপরাধীদের আড়াল করতে? যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিতে?
হায়রে পাপিষ্ঠ ইন্টারনেট! লজ্জাবনত ইউল্যাবের লেজটুকুও লুকোতে দিবি না তুই? হায়!
ফলোআপ ১ : দিনভর চললো তথ্য গোপনের চেষ্টা
গত রাতে এই লেখা দেওয়ার পর ঘটে গেছে অনেক কিছুই। ইউল্যাব কর্মকর্তা নাসিমা খন্দকার আজ শুক্রবার দিনভর অনলাইন থেকে তথ্য গোপন করার চেষ্টা চালিয়েছেন। প্রথমে তিনি ফেসবুক থেকে তথ্য মুছে ফেলার চেষ্টা করেছেন, শেষমেশ তার ফেসবুক একাউন্টই ডিঅ্যাকটিভেট বা হাইড করে ফেলেছেন। ব্লগেও তার বিভিন্ন নিক থেকে ইউল্যাব সাফাই গাওয়া পোস্টগুলো মুছে ফেলেছেন দ্রুততম সময়ে। অন্তত একটি ব্লগ একাউন্টকে রেখেছেন পুরোপুরি সংরক্ষিত। ভবিষ্যতের স্বার্থে এই কর্মকর্তার সন্দেহজনক অনলাইন অ্যাকটিভিটির একটি রেকর্ড এখানে রাখা হল একেক করে -
■ ফেসবুক একাউন্টে লুকোচুরি
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ তথ্য গোপনের চেষ্টা
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ দীপাবলি নিকের হালহকিকত
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ সেই পোস্ট উধাও
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ হঠাৎ গায়েব সেই মন্তব্য
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ সামহোয়্যারের সেই নিক
এই লেখা আসার আগে : স্ক্রিনশট | গুগল সার্চে
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
গতকাল হঠাৎই দেখা গেল, আমারব্লগ নামের একটি ব্লগে আসিফ আকবর নামের এক ব্লগার একটি লেখা পয়দা করেছেন। সেখানে তিনি ইউল্যাবের পক্ষে নির্লজ্জ সাফাই গাইতে গাইতে এটা বোঝানোর প্রাণপণ চেষ্টা করেছেন যে, ইভটিজিং নিয়ে ব্লগারদের আন্দোলন পুরোটাই ভন্ডামিপূর্ণ এবং সেটি ইউল্যাবের মতো সুমহান প্রতিষ্ঠানকে হেয় করারই একটি অপচেষ্টা! ব্লগারদের আন্দোলনকে তিনি স্পষ্টভাবে বিদ্রুপ করেছেন এবং যৌন নিপীড়নের এই সোচ্চার আন্দোলনকে 'পাবলিসিটি' কৌশল হিসেবে বর্ণনা করেছেন। নানা রকম ট্যাগিং দিয়ে ব্লগারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টাও করেছেন তিনি। এমনকি যে ব্লগার একটি নারীর সম্ভ্রম রক্ষা করেছেন, তাকে নিয়েও উপহাস করতে ছাড়েননি এই 'ব্লগার'।
আসিফ আকবর যেভাবে দীপাবলি
ব্লগারের নাম আসিফ আকবর হলেও ব্লগের ইউআরএলে তার আইডি দেখাচ্ছে 'aguuuun'। আমরা অনুসন্ধানে নামতে পারি, কে সেই আসিফ আকবর/আগুন? কী তার পরিচয়? দেখা যাচ্ছে, আমারব্লগ নামের সেই ব্লগে এই লোক নাম লিখিয়েছেন মাত্র ২ দিন ৩ ঘন্টা আগে। সর্বসাকুল্যে তার মোট পোস্ট একটি। বোঝা যায়, ওই একটি পোস্ট দেওয়ার জন্যই আসিফ আকবর কিংবা 'aguuuun' নিকটির জন্ম। সাফাই গাওয়া পোস্টটি পাঠকের নজরে তেমন পড়েনি ভেবে আসিফ আকবর ওরফে আগুন সাহেব পরদিন তার 'দীপাবলি' নিক থেকে সেই একই পোস্ট আবার প্রসব করলেন। মজার ব্যাপার হচ্ছে, এই নিকের পোস্টও সাকুল্যে একটি আর বয়সও ১ দিন ৮ ঘন্টা মাত্র! যদিও আজ রাতের কোনো এক সময়ে পোস্টটি তিনি মুছে দিয়েছেন। কিন্তু রয়ে গেছে রেকর্ড! কাজেই আমরা আবার অনুসন্ধানে নামতে পারি, কে এই দীপাবলি? কী তার পরিচয়?
অনুসন্ধান অতঃপর : দীপাবলি যেভাবে নাসিমা খন্দকার
প্রথমেই খোঁজা যাক সামহোয়্যার..ইন ব্লগে। দেখা যাচ্ছে, জনাবের এখানেও একটি নিক আছে। আর সেটি খোলা হয়েছে দু সপ্তাহ ৪ দিন আগে। ইউল্যাবের ঘটনার পর পর। তার দুটি পোস্টের সর্বশেষটির শিরোনাম হচ্ছে - 'প্রফেসর ইমরান রহমান ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর উপাচার্য নি্যুক্ত'। এহেম এহেম! আসিফ আকবর ওরফে আগুন ভাই ওরফে নাসিমা খন্দকার 'আপুনি' সামহোয়্যারে আরো একখানি নিক খুলেছেন, সেটার বয়সও ২ সপ্তাহ ২ দিন! ইউল্যাবের সেই অপকর্মের পর পর নিকটি খোলা হয়েছে। তিনি সেখানে "আমি একজন মিডিয়াকর্মী" পরিচয় দিয়ে মিডিয়াকর্মীর ভেক ধরতে চেয়েছিলেন। আহারে!
এতোক্ষণ সকল কাজের কাজী গুগলকে উপেক্ষা করা ঠিক হচ্ছিল না। সুতরাং 'dipaboly' লিখে দিলাম গুগলে সার্চ, অচিরেই বেরিয়ে এলো একটি ফেসবুক একাউন্টের লিংক। সেখানে তার বৃত্তান্ত খুঁজে জানা গেল, তিনি গুণধর সেই ইউল্যাবের একজন কর্মকর্তা, তাও প্রশাসনিক শাখার। আরো ভালোভাবে খুঁজে দেখতে পাই, আমারব্লগের সেই কুৎসামূলক পোস্টটি তার ওয়ালে চমৎকার ভঙ্গিতে শোভা পাচ্ছে। এমনকি নিজ পরিচয়ে তিনি সেখানে একটি মন্তব্যও করেছেন। বুদ্ধি খাটিয়ে অবশ্য আসিফ আকবর কিংবা দীপাবলি নিক থেকে দেননি। প্রতিভাবান এই ভদ্রমহিলার নাম নাসিমা খন্দকার (নিপা), সাকিন - ইউল্যাব!
রেবের উন্মুক্ত ডেটাবেজেও সেই নাসিমা খন্দকার
মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি nasima khandoker dipaboly লিখে গুগলে সার্চ দেই, তাহলে পেস্টবিনের একটি লিংক পাওয়া যায়, যেখানে আছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের (রেব) ওয়েবসাইটে রেজিস্টার্ড মেম্বারদের লগইন নেইম-পাসওয়ার্ডের একটি তালিকা। সেই তালিকায় এই নাসিমা খন্দকারের মেইল-লগইন নেইম-পাসওয়ার্ড সবই উন্মুক্ত। প্রসঙ্গত রেব ওয়েবসাইট এর আগেও হ্যাক হয়েছিল। পরেও কয়েক দফা হ্যাকের শিকার হয়েছে অনেকটা নিরবেই। সাইটের ত্রুটিই তার মূল কারণ। হ্যাকাররা সাইটে ঢুকে পুরো ডেটাবেজ প্রকাশ্যে তুলে দিয়েছে, রেব হয়তো সেটি জানেই না।
সংযুক্তি : রেবের সেই ডেটাবেজ
কী দাঁড়ালো শেষমেশ?
সবমিলিয়ে তাহলে কী দাঁড়ালো? আসিফ আকবর/আগুন = দীপাবলি = নাসিমা খন্দকার = ইউল্যাবের প্রশাসনিক কর্মকর্তা! যে ইউল্যাব কর্তৃপক্ষ ভালোমানুষ সেজে সামহোয়্যারে অফিসিয়াল বিবৃতি পাঠাতো, তারাই কি এখন নাসিমা খন্দকারদের দিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে যৌন হয়রানিকারী অপরাধীদের আড়াল করতে? যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিতে?
হায়রে পাপিষ্ঠ ইন্টারনেট! লজ্জাবনত ইউল্যাবের লেজটুকুও লুকোতে দিবি না তুই? হায়!
ফলোআপ ১ : দিনভর চললো তথ্য গোপনের চেষ্টা
গত রাতে এই লেখা দেওয়ার পর ঘটে গেছে অনেক কিছুই। ইউল্যাব কর্মকর্তা নাসিমা খন্দকার আজ শুক্রবার দিনভর অনলাইন থেকে তথ্য গোপন করার চেষ্টা চালিয়েছেন। প্রথমে তিনি ফেসবুক থেকে তথ্য মুছে ফেলার চেষ্টা করেছেন, শেষমেশ তার ফেসবুক একাউন্টই ডিঅ্যাকটিভেট বা হাইড করে ফেলেছেন। ব্লগেও তার বিভিন্ন নিক থেকে ইউল্যাব সাফাই গাওয়া পোস্টগুলো মুছে ফেলেছেন দ্রুততম সময়ে। অন্তত একটি ব্লগ একাউন্টকে রেখেছেন পুরোপুরি সংরক্ষিত। ভবিষ্যতের স্বার্থে এই কর্মকর্তার সন্দেহজনক অনলাইন অ্যাকটিভিটির একটি রেকর্ড এখানে রাখা হল একেক করে -
■ ফেসবুক একাউন্টে লুকোচুরি
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ তথ্য গোপনের চেষ্টা
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ দীপাবলি নিকের হালহকিকত
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ সেই পোস্ট উধাও
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ হঠাৎ গায়েব সেই মন্তব্য
এই লেখা আসার আগে : স্ক্রিনশট
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
■ সামহোয়্যারের সেই নিক
এই লেখা আসার আগে : স্ক্রিনশট | গুগল সার্চে
এই লেখা আসার পরে : স্ক্রিনশট | লিংক
সংযুক্তি
প্রথম প্রকাশ
প্রথম প্রকাশ
0 মন্তব্য